আবার হাসপাতালে যেতে হল সুচিত্রা সেনকে। নিজের বাড়িতেই পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে দক্ষিণ কলকাতার এক নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পরে শুক্রবার রাতে তিনি বাড়ি ফিরেছেন।
মঙ্গলবার রাতে বাড়িতে পড়ে গিয়ে হাতে চোট পেয়েছিলেন সুচিত্রা। তাঁর থুতনিতেও গভীর ক্ষত সৃষ্টি হয়। কিন্তু তা-ও কিছুতেই নার্সিংহোমে ভর্তি হতে রাজি হচ্ছিলেন না এই অন্তরালবাসিনী। বাড়িতেই ওঁর থুতনিতে চারটি সেলাই করা হয়। সেই সঙ্গে বাড়িতেই হাতের এক্স-রে করে দেখা যায়, কব্জির হাড় সরে গিয়েছে। তখন ডাক্তাররা জানান, হাসপাতালে ভর্তি না-করে কিন্তু হাত ঠিক করে দেওয়া সম্ভব নয়।
সুচিত্রার মেয়ে মুনমুন সেন ওই সময় কলকাতায় ছিলেন না। মা পড়ে গিয়ে জখম হয়েছেন, এই খবর পেয়ে তিনি দ্রুত শহরে ফেরেন। অনেক বোঝানোর পরে শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে নার্সিংহোমে ভর্তি হতে রাজি হন ৮১ বছরের সুচিত্রা। সেই রাতেই তাঁর হাতে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সুচিত্রা এখন ভালই আছেন। এ দিন রাতে তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে।
তার আগে অবশ্য এ দিন সকালে নার্সিংহোমে সুচিত্রাদেবীর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা হয়। ডাক্তারেরা জানিয়েছেন, ওই দু’টি চোট ছাড়া তাঁর শারীরিক অবস্থা মোটামুটি ঠিকঠাকই রয়েছে। তিনি স্বাভাবিক খাওয়া-দাওয়া করেছেন, কথাবার্তাও বলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুচিত্রা সেনের দ্রুত আরোগ্য কামনা করে
এ দিন নার্সিংহোমে শুভেচ্ছা-বার্তা ও ফুল পাঠান। |