পণ না পাওয়ায় বধূহত্যার অভিযোগ উঠল কাটোয়ায়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে শ্রীখণ্ডের দেবকুণ্ডু গ্রামে। পুলিশ জানায়, মৃতার নাম টুম্পা ঘোষ (২৭)। তাঁর ভাই রতন ঘোষ শুক্রবার কাটোয়া থানায় জামাইবাবু সুশান্ত ঘোষ-সহ ৭ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন। রতনবাবুর অভিযোগ, তাঁর বোনকে শ্বশুরবাড়ির লোকজন বাপেরবাড়ি থেকে পণ হিসেবে ৫০ হাজার টাকা আনতে বলেছিল গত বুধবার। সে দিন টুম্পাদেবীকে টাকা আনতে ওই গ্রামেই তাঁর বাপেরবাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সন্ধ্যায় বাপেরবাড়ির লোকেরা টুম্পাদেবীকে ফের শ্বশুরবাড়িতে পৌঁছে দেন। অভিযোগ, সে দিন সন্ধ্যায় তাঁকে এক প্রস্থ মারধর করা হয়। বৃহস্পতিবার সকালে টুম্পাদেবী ও সুশান্তবাবুর পাঁচ ও তিন বছরের দুই ছেলেকে মামারবাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তার পরে প্রথমে শ্বাসরোধ করে, পরে আগুন লাগিয়ে খুন করা হয় টুম্পাদেবীকা। স্থানীয় সূত্রে জানা যায়, বেলার দিকে বাড়ির দরজা বন্ধ দেখে পড়শিদের সন্দেহ হয়। বাইরে থেকে তাঁরা দেখেন, ভিতরে টুম্পাদেবীর দেহ পড়ে রয়েছে। এলাকাবাসীর দাবি, দরজা ভেঙে দেহ বের করতে গেলে সুশান্তবাবুদের কিছু আত্মীয়ের সঙ্গে গোলমাল বাধে পড়শিদের। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ জানায়, তদন্ত চলছে। অভিযুক্তেরা পলাতক।
|
ডাউন জামালপুর এক্সপ্রেস থেকে মোট ১ লক্ষ ৬৬ হাজারটি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করল বর্ধমান জিআরপি। জিআরপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে ওই ট্রেনে রুটিন তল্লাশির সময় একটি কামরায় কালো রঙের একটি পরিত্যক্ত স্কুল ব্যাগ পাওয়া যায়। ব্যাগের মালিক না থাকায় সেটি আটক করে থানায় নিয়ে আসেন জিআরপির কনস্টেবলরা। পরে ব্যাগের মালিকের খোঁজ পেয়ে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম রাজেশ পাতিল। বাড়ি বেঙ্গালুরুতে। তার কাছ থেকে এক রাউন্ড গুলি ও দু’টি মোবাইল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, জেরায় জানা গিয়েছে হাওড়ায় ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। কোন কাজে ওই টাকা ব্যবহার করা হচ্ছিল, তা জানার চেষ্টা করছে রেলপুলিশ।
|
গাছ থেকে এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে অন্ডালের কাজোড়ার বাদ্যকর পাড়ায়। পুলিশ জানায়, মৃতের নাম অক্ষয় বাউড়ি (১৪)। একইভাবে পাণ্ডবেশ্বরের খোট্টাডিহির রায়পাড়ায় একটি গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পাণ্ডবেশ্বর পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রবিলাল মুর্ম্মু (৩৮)। দু’টি মৃতদেহই ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
গরুকে বাঁচাতে গিয়ে কাদায় চাকা আটকে উল্টে গেল বাস। তার জেরে মৃত্যু হল এক গৃহবধূর। আহত হন ১০ জন। শুক্রবার বর্ধমান-নাদনঘাট রোডের ছোট বেলুনের কাছে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি বর্ধমান থেকে নবদ্বীপ যাচ্ছিল। মৃতার নাম পূজা খান (২৩)। তাঁর শ্বশুরবাড়ি ভেদিয়াতে। বাপেরবাড়ি ভাতারের কুবাজপুরে। জখমদের বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। |