বাইক থামিয়ে মাথায় রিভলবার ঠেকিয়ে ব্যাগ ভর্তি চল্লিশ হাজার টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে অন্ডালের মাধাইগঞ্জ রাস্তার ময়রার কাছে। অন্ডালের উখড়া পুলিস আউটপোস্টে লিখিত অভিযোগে মোটরবাইক আরোহী সতীশ গড়াইয়ের অভিযোগ, তিনি তাঁর বন্ধু বীরেন্দ্র কুমারের বাইকের পিছনে বসে অন্ডাল যাচ্ছিলেন। ময়রার কাছে একটি বাইকে চড়ে তিন জন তাঁদের সামনে এসে দাঁড়ায়। তাঁদের দু’জনের মাথায় রিভলবার ঠেকিয়ে ব্যাগটি কেড়ে নিতে গেলে তাঁরা বাধা দেন। তাদের বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। টাকার ব্যাগটি কেড়ে নিয়ে পালায় তারা। পুলিশের কাছে অভিযোগকারীরা জানিয়েছেন, তাঁরা দুজনেই একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। ওই টাকাও সেই সংস্থার। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।
|
সিটু অনুমোদিত সিএমএসআইয়ের কার্যালয়ে পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল লোয়ার কেন্দা কোলিয়ারিতে। ইউনিয়নের নেতা বিজেন্দ্র ঠাকুরের দাবি, বৃহস্পতিবার সকালে এসে তাঁরা দেখেন দড়ি ছিঁড়ে পতাকাটি নীচে নামানো হয়েছে। তার পরে তাতে আগুন লাগানোতে তার অর্ধেক অংশ পুড়ে গিয়েছে। ওই দিনই তাঁরা কেন্দা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। পরে আবার পতাকাটি টাঙানো হয়।
|
বেহাল রাস্তার সংস্কার এবং নিয়মিত পরিস্রুত পানীয় জল সরবরাহের দাবিতে রানিগঞ্জের জেকে নগর কোলিয়ারির পর্সোনেল ম্যানেজারের হাতে দাবিপত্র তুলে দিলেন তৃণমূলের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার এই দাবিপত্র দেওয়া হয়। পার্সোনেল ম্যানেজার টি মিত্র জানান, গুরুত্ব দিয়ে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
|
গাছ থেকে এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে অন্ডালের কাজোড়ার বাদ্যকর পাড়ায়। পুলিশ জানায়, মৃতের নাম অক্ষয় বাউড়ি (১৪)। পাণ্ডবেশ্বরের খোট্টাডিহির রায়পাড়াতেও এক যুবকের গাছ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম রবিলাল মুর্ম্মু (৩৮)।
|
কলেজের নবীনবরণ উৎসব চলাকালীন দু’দল ছাত্রের মধ্যে আচমকা মারামারি বেঁধে যায়। শুক্রবার বিকেলে আসানসোলের একটি কলেজে ঘটনাটি ঘটে। এই ঘটনায় দু’জন ছাত্র জখম হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
|
একটি বেসরকারি স্পঞ্জ আয়রণ কারখানায় বিনা বিজ্ঞপ্তিতে দুই কর্মীকে বহিষ্কারের অভিযোগে কারখানা চত্বরে বিক্ষোভ দেখালেন অন্যান্য কর্মীরা। কারখানা কর্তৃপক্ষ জানান, দু’দিনের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়া হবে। |