আসানসোলে শ্যুটিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধনে জয়দীপ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল রাইফেল ক্লাব আয়োজিত ৪৫ তম রাজ্য শ্যুটিং চ্যাম্পিয়নশিপ এবং চতুর্থ পূর্ব ভারত শ্যুটিং চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক সূচনা করলেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। সংবর্ধনা দেওয়া হয় অলিম্পিয়ান জয়দীপ কর্মকারকে। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বাবা সন্ত কর্মকার ও ছেলে আদ্রিয়ান। উপস্থিত ছিলেন এডিজিপি (সশস্ত্র পুলিশ) কেএল টামটা, আসানসোলের ডিআরএম এসএস গেহনত এবং আসানসোলের অন্যান্য পুলিশ অধিকারিকেরা। আয়োজক সংস্থার সদস্য তথা পশ্চিমবঙ্গ রাইফেল অ্যাসোসিয়েশনের সভাপতি ভি কে ডাল জানান, দু’টি প্রতিযোগিতায় মোট ৫৫টি ইভেন্টে ২৫০ জন প্রতিযোগী যোগ দেবেন। ২৯, ৩০ সেপ্টেম্বর এবং ১ ও ২ অক্টোবর প্রতিযোগিতা হবে।
|
অনূর্ধ্ব ১৯ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আন্তঃমহকুমা অনূর্ধ্ব ১৯ ফুটবলে খেতাব জিতল বর্ধমান। স্পন্দন মাঠের ফাইনালে তারা কাটোয়াকে ৭ গোলে হারায়। বর্ধমানের হয়ে সমীর সরেন ও সুখেন মাণ্ডি দু’টি করে ও অতনু পোড়েল, বৈদ্যনাথ মুর্মু ও সঞ্জীব ঘোষ একটি করে গোল করেন। এই প্রতিযোগিতা থেকে ১৬ জন সদস্যের একটি বর্ধমান জেলা দল গঠন করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর বালুরঘাটে চলবে আন্তঃজেলা পর্বের প্রতিযোগিতা। দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগে বিদ্যাসাগর স্মৃতি সঙ্ঘ ও বেগুট মিলন সঙ্ঘের মধ্যে খেলাটি ২-২ গোলে ড্র হয়। বিদ্যাসাগরের হয়ে পলাশ মালিক ও দলয়বিন্দু টুডু এবং বেগুটের হয়ে বাবুল হেমব্রম ও মহাদেব মুর্মু গোল করেন।
|
জিতল দুর্গাপুর
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমান বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে খেতাব জিতল দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। গোলাপ জিমনাসিয়াম হলে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে তারা মেমারি কলেজকে ৩-২ সেটে হারায়। প্রতিযোগিতার সেরা শুভাচল বিশ্বাস। এই প্রতিযোগিতা থেকে পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয়ের দল গঠন করা হয়েছে। দলে নির্বাচিত চার জন হলেন শুভাচল বিশ্বাস, অর্ক সরকার, পলাশ সরকার ও সুমন্ত চক্রবর্তী। মেয়েদের প্রতিযোগিতা না হলেও দল গঠন হয়েছে। দলে রয়েছেন পায়েল চৌধুরী, কল্যাণী কিস্কু ও শিউলি রায়।
|
জিত এএফএলের
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ছাত্রসঙ্ঘ আয়োজিত পাবর্তীচরণ রায় ও মঞ্জু চৌধুরী স্মৃতি ফুটবলে শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে জিতল পূর্ব রেল সিসি। তারা এএফএলকে ১ গোলে হারায়। ১৪ অক্টোবর তারা ফাইনালে টিএফের সঙ্গে খেলবে।
|
সুপার ডিভিশন
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবলে শুক্রবারের খেলা অমীমাংসিত ভাবে শেষ হল। সুকুমারনগর ও দুর্গাপুর টাউন ক্লাব, দু’টি দলের খেলায় প্রত্যেকেই একটি করে গোল করে।
|
জিতল উখড়া
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
শিবশঙ্কর ক্লাব আয়োজিত ফুটবলে প্রথম দিনের খেলায় জিতল উখড়া অ্যাকাডেমি। তারা চিত্তরঞ্জন সিধো কানহুকে ২ গোলে হারায়।
|
জয়ী রবীন্দ্রনগর
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কুমারপুর শীতল সঙ্ঘ আয়োজিত ফুটবলে জিতল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি। তারা ওমশান্তি ক্লাবকে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে হারায়।
|
হার নতুনডিহির
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবল লিগে শুক্রবার জিতল গুটগুট পাড়া। তারা নতুনডিহিকে ২-১ গোলে হারায়।
|
হার দুর্গাপুরের
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বিবেকানন্দ ব্যায়ামাগার আয়োজিত নয়ন রায় স্মৃতি ফুটবলে জিতল সূর্য নগর। তারা দুর্গাপুর সিসিকে ১-০ গোলে হারায়। |