টুকরো খবর |
উদ্ধার তিন বেহুঁশ যাত্রী |
নিজস্ব প্রতিবেদন |
গত ২৪ ঘন্টায় দুটি ট্রেন থেকে ৪ জন যাত্রীকে বেহুঁশ অবস্থায় উদ্ধার করল রেল পুলিশ। বুধবার নিউ কোচবিহার স্টেশনে দিল্লি-ডিব্রুগড় ব্রহ্মপুত্র এক্সপ্রেস থেকে ৩ জন যাত্রীকে উদ্ধার করা হয়। ওই যাত্রীদের নাম রাজা কর্মা, দেবব্রত গোস্বামী এবং অনুপ কুমার। তাঁদের বাড়ি বিহারের বৈশালী জেলায়। তাঁদের কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাজা কর্মাকে তাঁর পরিচিতরা বাড়ি নিয়ে গেলেও অন্য দুই জন হাসপাতালে ভর্তি ন। পাশাপাশি মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ রাঁচি-কামাক্ষ্যা এক্সপ্রেস থেকে সুভাষ জৈন নামে এক যুবককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে ওই যুবক উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশের অনুমান, রাঁচির ওই বাসিন্দাকে বিহারের কোনও এলাকায় মাদক মেশানো জল খাইয়ে সর্বস্ব লুঠ করেছে দুষ্কৃতীরা। শিলিগুড়ির রেল পুলিশ সুপার শ্যামল ভট্টাচার্য বলেন, “মাদক পানীয় খাওয়ানোয় ওই যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন বলে মনে হচ্ছে।”
|
কালোবাজারে সার, নালিশ |
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
সীমান্ত এলাকায় ইউরিয়া সার নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছে। সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দামে ইউরিয়া সার বিক্রি হচ্ছে। ক্ষুব্ধ চাষিদের অভিযোগ, “বাংলাদেশে সার পাচার করা হচ্ছে। এতে এপারে ইউরিয়ার দাম লাফিয়ে বাড়ছে।” হিলি ব্লকের সারের ডিলারেরা ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে সরকারি মূল্যের চেয়ে বেশি দরে ইউরিয়া সরবরাহের অভিযোগ তুলে সরব হয়েছেন। ২৫ খুচরো বিক্রেতা ৪ জন ডিস্ট্রিবিউটরের নামে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগও করেছেন। যদিও ডিস্ট্রিবিউটরেরা অভিযোগ ভুয়ো বলে কৃষি দফতরে দাবি করেন। কালোবাজারির বিষয়টি সামনে এসে পড়ায় তদন্তের নির্দেশ দিয়েছেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক দুর্গাদাস গোস্বামী। জেলাশাসক বলেন, “জেলার কৃষি অধিকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণ হলে অভিযুক্ত ডিস্ট্রিবিউটর এবং ডিলারের লাইসেন্স বাতিল করা হবে।”
|
নতুন রেজিষ্ট্রার |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পেতে চলেছেন অরুণ কুমার জানা। বুধবার বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। অরুণবাবু রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। গত ৬ মাস ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব সামলেছেন জ্যোতিষ বসাক। ৩০ সেপ্টেম্বর তাঁর মেয়াদ শেষ হচ্ছে। সে কারণেই এ দিন কর্ম সমিতির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
|
জল বাড়েনি দুই নদীতেই |
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
জল কমছে ফুলহারে। গত ২৪ ঘন্টায় ২১ সেন্টিমিটার জল কমেছে। যদিও মালদহের হরিশ্চন্দ্রপুর ও রতুয়ায় অসংরক্ষিত এলাকায় ওই নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, গঙ্গার জলস্তর স্থিতিশীল হওয়ায় ফুলহারের জল কমছে। জলবন্দি ১০টি গ্রামের পরিস্থিতিও দ্রুত স্বাভাবিক হবে বলে মনে করছে প্রশাসন। সেচ দফতরের কর্তারা জানান, এ দিন দুপুরে ফুলহারের জলস্তর দাঁড়িয়েছে ২৭.৫৯ মিটারে। যা অসংরক্ষিত এলাকায় বিপদসীমা এবং সংরক্ষিত এলাকায় হলুদসীমা থেকে মাত্র ১৬ সেন্টিমিটার বেশি।
|
বামেদের আন্দোলন |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
|
বিভিন্ন দাবি নিয়ে বাম পুর কর্মচারী সংগঠনের অবস্থান পুরসভার সামনে।
বুধবার শিলিগুড়িতে বিশ্বরূপ বসাকের তোলা ছবি। |
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ১৪ দফা দাবিতে আন্দোলনে বামফ্রন্টের চারটি কৃষক সংগঠন। বুধবার দুপুরে তাঁরা রায়গঞ্জের কর্ণজোড়ায় বিক্ষোভ সমাবেশে করে। কমিটির তরফে এদিন রায়গঞ্জের মহকুমাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পাঠানো হয়েছে। ২ টাকা কেজি দরে প্রত্যেক চাষির পরিবারকে মাসে ৩৫ কেজি চাল বা গম দেওয়া, মাসে ১০ হাজার টাকা পর্যন্ত উপার্জনকারী প্রত্যেক চাষির পরিবারকে বিপিএলের আওতায় আনা, প্রতি ব্লকে কৃষিপন্য বিপণন কেন্দ্র, সার ও কৃষির উপকরণের দাম নিয়ন্ত্রণ করার দাবি জানানো হয়েছে।
|
নির্যাতনে ধৃত স্বামী |
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
বধূ নির্যাতনের অভিযোগে পুলিশ স্বামীকে গ্রেফতার করেছে। মালদহের রতুয়ার পারাকরম এলাকা থেকে বুধবার সকালে ওই ব্যক্তিকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম রেজাউল করিম। মঙ্গলবার রাতে স্ত্রী হানিফা বিবি থানায় নির্যাতনের অভিযোগ দায়ের করেন। বুধবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালের ১ ডিসেম্বর হানিফা বিবিকে বিয়ে করেন রেজাউল। বাপের বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে আসার জন্য চাপ দিতে শুরু করেন তিনি। টাকা দিতে না পারায় স্ত্রীকে মারধর করেন।
|
গোলমাল |
মঙ্গলবার চোপড়ার সোনাপুরের একদল যুবকের সঙ্গে লাগোয়া বিহারের কয়েকজন যুবকের সংঘর্ষে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ করে ঢিল ছোঁড়ে। এতে ছয়জন পুলিশ কর্মী আহত হয়েছেন। একটি পুলিশের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। গোলমালের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়।
|
ঘেরাও |
বালুরঘাটের বিডিওকে ৩ ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল। ব্লকের জলঘর এলাকায় সবজি চাষ প্রকল্পে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ওই বিক্ষোভ দেখায় তৃণমূল। ১৮০০ চাষির বদলে মাত্র ৯০০ চাষিকে ওই প্রকল্পের আওতায় আনা হয়েছে। বিধবা ও বার্ধক্য ভাতার সঠিক উপভোক্তাদের তালিকা প্রকাশ করা হচ্ছে না।
|
ট্রেনে কাটা |
ট্রেনে কাটা পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ইসলামপুর থানার অলিগঞ্জ এলাকাতে ঘটনাটি ঘটেছে। রেল সূত্রের খবর, তার নাম রিনা খাতুন (১৭)। লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ওই কিশোরী। |
|