টুকরো খবর |
ধর্ষণের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটে ভক্তিনগরের দশরথপল্লিতে। এদিন রাতে প্রতিবেশীর বাড়ি থেকে ওই কিশোরীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার সে ছোট বোনের সঙ্গে ঘুমিয়েছিল। সকালে দিদিকে বিছানায় না দেখতে পেয়ে মা-বাবাকে ঘটনাটি জানায় ওই ছাত্রীর বোন। দুপুরে পুলিশে একটি নিখোঁজ ডায়েরি করেন অভিভাবকরা। সন্ধ্যায় প্রতিবেশীর বাড়িতে সে রয়েছে জানতে পারেন স্থানীয় বাসিন্দারা। ওই কিশোরীর অভিযোগ, রাত সাড়ে তিনটি নাগাদ সে শৌচাগারে যাওয়ার জন্য শোওয়ার ঘর থেকে বোরোয়। সে সময় ওই যুবক তাঁর মুখ চেপে ধরে ওই ঘরে নিয়ে যায়। সেখানে তাঁকে ধর্ষণ করে ঘুমের ওষুধ খাইয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক।
|
করমে ছুটি ডুয়ার্সের চা বাগানে |
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
আদিবাসী সম্প্রদায়ের উৎসব করম পুজো বুধবার থেকে শুরু হল। এদিন সন্ধ্যায় করম গাছের ডাল পুজো মন্ডপে পুঁতে উৎসবের সূচনা করা হয়েছে। আজ, বৃহস্পতিবার তরাই ডুয়ার্সের সমস্ত চা বাগানেই আদিবাসী বিকাশ পরিষদের দাবি মেনে ছুটি দেওয়া হয়েছে। তবে বুধবার তরাই ডুয়ার্সে রাজ্য সরকারের দফতরগুলিতে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্যে ছুটি দেওয়া হয়। ডুয়ার্সের সবথেকে বড় করম পুজোর আসর বসছে মালবাজার শহরের ন্যাশনাল ক্লাব ময়দানে। আদিবাসী বিকাশ পরিষদের রাজ্য কমিটির নেতা তেজকুমার টোপ্পো জানান, এবার করম পুজোয় ছুটি মঞ্জুর হওয়ায় পুজোতেও জৌলুস বেড়েছে। আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।
|
উদ্ধার আগ্নেয়াস্ত্র |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিধাননগরে ডাকাতির সময় যে পিস্তল দিয়ে দুষ্কৃতীরা ভয় দেখিয়েছে সেটি উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিধাননগরের রাস্তা সংলগ্ন একটি জঙ্গল থেকে সেটি উদ্ধার করা হয়। এক রাউন্ড গুলিও উদ্ধার হয়েছে। গুলিবদ্ধ একটি ওয়ানসটার উদ্ধার করা হয়েছে। সেটি ডাকাতির সময় ব্যবহার করে জঙ্গলে ফেলে দেয় দুষ্কৃতীরা। পুলিশ সূত্রের খবর, গত ২ সেপ্টেম্বর কোচবিহার থেকে বর্ধমান যাওয়ার পথে বিধাননগর থেকে একটি অর্থ লগ্নিকারী সংস্থার কর্মীদের কাছ থেকে ৪০ লক্ষ টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে প্রায় ১২ লক্ষ টাকা।
|
স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কর্মচারীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মেয়রকে স্মারকলিপি দিল শিলিগুড়ি মিউনিসিপ্যাল এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন। বুধবার রাজ্য জুড়েই বাম পুর কর্মচারী সংগঠনের তরফে বিভিন্ন পুরসভায় এই কর্মসূচি নেওয়া হয়। তারই অঙ্গ হিসাবে এ দিন শিলিগুড়ি পুরসভার মেয়রকে তারা স্মারকলিপি দেন। পুরসভার চত্বরে বিক্ষোভ সভাও হয়। সেখানে সংগঠনের তরফে বক্তব্য রাখেন সিপিএমের দার্জিলিং জেলার ভারপ্রাপ্ত সম্পাদক জীবেশ সরকার, বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম, পুর কর্মচারী সংগঠনের সম্পাদক জীবন নাথ-সহ অন্যান্যরা। দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক অশোক ভট্টাচার্য বলেন, “পার্কিং ব্যবস্থা থেকে বিভিন্ন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে পুরসভায় কাজকর্ম নিয়ে সম্প্রতি যা ঘটছে তা উদ্বেগজনক। কংগ্রেস-তৃণমূল জোটের পুরবোর্ডের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠছে। শহরের বিভিন্ন এলাকায় ২-৮ অক্টোবর সভা করে বিষয়টি বাসিন্দাদের কাছে তুলে ধরা হবে।”
|
অনুপ্রবেশে গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অনুপ্রবেশের অভিযোগে চার বাংলাদেশি যুবককে ধরেছে পুলিশ। বুধবার ঘটনাটি ঘটে প্রধাননগরের জংশন এলাকায়। ধৃতদের নাম মহম্মদ জমিরুদ্দিন, মহম্মদ সহিদুল ইসলাম, মহম্মদ কুদ্দুস, মজিবুর রহমান। তারা বাংলাদেশের রাজশাহী জেলার বাঘা থানার উত্তর গাওপাড়ার বাসিন্দা, কিছুদিন আগে মুর্শিদাবাদ হয়ে ভারতে ঢুকেছে। সন্দেহজনক ভাবে জংশনে ঘোরাঘুরি করতে দেখে তাদের ধরে পুলিশ। শিলিগুড়ি এসিজেএম আদালতে তোলা হলে তাদের ৫ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
|
জামিনে মুক্ত অভিযুক্তেরা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মদন তামাং খুনের অভিযোগে চার অভিযুক্তের জামিন মঞ্জুর করল হাইকোর্ট। এই চারজন হলেন, দীপেন মালে, সুনীল রাই,পূর্ণ রাই ও সুদেব মালে। দার্জিলিঙে ২০১০ সালে মে মাসে গোর্খালিগ নেতা মদন তামাং প্রকাশ্য দিবালোকে খুন হন। নিহতের স্ত্রীর আবেদন গ্রাহ্য করে জেলা পুলিশের হাত থেকে সিবিআইকে তদন্তের দায়িত্ব দেয় কলকাতা হাইকোর্ট। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি জে এন পটেলের ডিভিশন বেঞ্চ জানায়, তদন্তে অগ্রগতি নেই। কাউকে বছরের পর বছর বিনা বিচারে আটকে রাখা যায় না। তাই চার আবেদনকারীর জামিন মঞ্জুর হয়।
|
ধৃত মহিলা |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
রাজ্য পুলিশের ডিজির আত্মীয় পরিচয় দিয়ে ঘুরতে আসা এক মহিলাকে ধরল পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে মাদারিহাটে সরকারি পর্যটক আবাসে। পরে আদালত থেকে জামিন পান ওই মহিলা। মহিলার নাম মহুয়া ভট্টাচার্য। তিনি কলকাতার বেহালার বাসিন্দা। তাঁর সঙ্গে আরও পাঁচ জন ছিলেন। বিকালে তারা লজ ছেড়ে চলে যান। |
|