টুকরো খবর
মিড-ডে মিলে বাড়তি খরচ দেখানোর নালিশ
স্কুলের মিড-ডে মিলের হিসেবে বাড়তি খরচ দেখানো ও ভোকেশনাল কোর্সে বরাদ্দ টাকায় সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগ উঠল খাতড়ার একটি স্কুলের বিরুদ্ধে। কাঁকরাদাড়া শিবানন্দ স্মৃতি উচ্চবিদ্যালয়ের পরিচালন সমিতির আজীবন সদস্য তথা বিজেপির বাঁকুড়া জেলা সম্পাদক অভিজিৎ দাস মঙ্গলবার খাতড়ার মহকুমাশাসকের কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, “ভোকেশনাল কোর্সের সরঞ্জাম কেনার জন্য ৬ লক্ষ ১৫ হাজার ৮৫০ টাকা খরচ দেখানো হয়েছে। অথচ কম্পিউটার, সেলাই মেশিন কেনার রশিদ দেখাতে পারেননি প্রধানশিক্ষক। মিড-ডে মিল খাওয়ানোর খরচও বেশি করে দেখানো হয়েছে।” স্কুলের পরিচালন সমিতির সভাপতি সিপিএমের ফণিভূষণ গড়াই দাবি করেন, “ভোকেশনাল কোর্সের বরাদ্দ টাকা থেকে কিছু খরচ প্রধান শিক্ষক করলেও তার পুরো রশিদ তিনি দেখাতে পারেননি।” তাঁকে খরচের হিসেব ও রশিদ দেখাতে বলা হয়েছে।” প্রধান শিক্ষক মনোরঞ্জন গোস্বামীর পাল্টা দাবি করেন, “দুর্নীতির অভিযোগ মিথ্যা। বছর তিনেক আগে ভোকেশনাল কোর্সের কিছু সরঞ্জাম কেনা হয়েছিল। তার অডিট হয়ে গিয়েছে। এখন সে সবের রশিদ দেখতে চাওয়াটাই অপ্রাসঙ্গিক। মিড-ডে মিলে যা খরচ হয়েছে, সেই অনুযায়ী বিল পেশ করা হয়েছে।” মহকুমাশাসক (খাতড়া) দেবপ্রিয় বিশ্বাস অভিযোগের তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

গাড়ি আটকে ছিনতাই
রাস্তায় গাড়ি আটকে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে ইন্দাস থানার ভাটপুকুর এলাকায়, ইন্দাস-চেকপোস্ট রাস্তায়। খবর পেয়ে পুলিশের টহলদারি গাড়ি ঘটনাস্থলে যাওয়ার আগেই দুষ্কৃৃতীরা পালিয়ে যায়। ওই গাড়িতে ছিলেন সোনামুখী কলেজের অধ্যক্ষ বিজয়কৃষ্ণ ভাণ্ডারী। বুধবার সকালে তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে দুষ্কৃৃতীদের এ দিন সন্ধ্যা পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজয়কৃষ্ণবাবু ইন্দাসের সিনেমাতলা এলাকার বাসিন্দা। মঙ্গলবার রাতে তিনি কলকাতা থেকে একটি গাড়িতে চড়ে বাড়ি ফিরছিলেন। তাঁর সঙ্গে ওই গাড়িতে ছিলেন চালক-সহ আরও ৮ জন। চেকপোস্ট মোড় থেকে ইন্দাস যাওয়ার রাস্তায় ভাটপুকুরের কাছে গাছ ফেলে তাঁদের গাড়ি আটকে দুষ্কৃতীরা লুঠপাট চালায় বলে অভিযোগ বিজয়কৃষ্ণবাবুর। তাঁর কথায়, “রাত পৌনে ১টা নাগাদ ভাটপুকুর এলাকায় রাস্তার উপর আড়াআড়ি ভাবে একটি গাছ পড়ে থাকতে দেখে চালক গাড়ি থামাতে বাধ্য হন। এরপরেই আশপাশ থেকে ৭-৮ জন লোক এসে আমাদের গাড়ি ঘিরে ধরে।”তাঁর দাবি, “দুষ্কৃতীরা আমার কাছ থেকে তিনটি সোনার আংটি, নগদ প্রায় ১৯ হাজার টাকা ও মোবাইল কেড়ে নিয়েছে। আমার সহযাত্রীদের কাছ থেকে নগদ টাকা, সোনার ও রুপোর আংটি, ৫টি মোবাইল কেড়ে নেয় ওরা।” তিনি জানান, সেই সময় পুলিশের একটি গাড়ি আসতে দেখে দুষ্কৃতীরা তাঁদের ছেড়ে দিয়ে চম্পট দেয়। জেলা পুলিশের এক আধিকারিক জানান, ওই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের চিহ্নিত করে ধরার চেষ্টা চলছে। কাউকে গ্রেফতার করা যায়নি।

কলেজে ‘অনিয়ম’
অনিয়মের অভিযোগে কলেজে স্মারকলিপি দিল তযণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার মানবাজারের মানভূম কলেজের ঘটনা। টিএমসিপি’র মানবাজার ব্লক সভাপতি অপূর্ব সিংহের অভিযোগ, “কলেজে কোনও বিজ্ঞপ্তি না দিয়েই ছাত্রাবাসের ৪২টি আসন পূর্ণ হয়ে গিয়েছে। এ ক্ষেত্রে কিছু নায্য ছাত্র বঞ্চিত হয়েছে।” কলেজের পত্রিকা প্রকাশ না হওয়া নিয়েও অভিযোগ রয়েছে। কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, “কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বলেছি, ছাত্রাবাসের ওই তালিকা বাতিল করে নতুন করে আবেদনের প্রেক্ষিতে তালিকা তৈরি করতে হবে। অন্যান্য অভিযোগেরও তদন্ত করা হবে।” কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশুতোষ বিশ্বাস দাবি করেন, “আমার অজ্ঞাতসারে ছাত্রাবাসের আবাসিকদের নামের তালিকা করা হয়েছে। ছাত্রাবাসের সুপারিন্টেডেন্টের কাছে এর ব্যাখ্যা চেয়েছি। ছাত্রাবাসের আসনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বাকি অনিয়ম সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

স্ত্রী ‘খুন’, ধৃত
স্ত্রী’কে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। পুঞ্চার ধাদকি গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সাধন রক্ষিত। তিনি পুঞ্চার ধাদকি গ্রামের বাসিন্দা। বুধবার তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর স্ত্রী ঝুমা রক্ষিত (২৭) রবিবার গুরুতর ভাবে অগ্নিদ্বগ্ধ হন। পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। তাঁর বাবা পুঞ্চার বাসিন্দা গণেশ দত্ত মেয়েকে খুন করা হয়েছে বলে জামাই ও তাঁর বাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

দুর্ঘটনায় জখম
ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হলেন এক প্রৌঢ়। তাঁর নাম শ্যামলাল মল্ল। বাঁকুড়ার সারেঙ্গা থানার আসানঝাড় গ্রামের বাসিন্দা। মধ্য পঞ্চাশের শ্যামলালবাবু মঙ্গলবার রাতে বাড়ি ফিরছিলেন। সারেঙ্গা-গোয়ালতোড় রাস্তায় বড়গাড়রার কাছে সারেঙ্গামুখী একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সারেঙ্গা খিস্ট্রিয় সেবা নিকেতনে ভর্তি করেন। পুলিশ জানিয়েছে, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক। খোঁজ চলছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.