কলেজের গেটে মাইক লাগিয়ে এসএফআইয়ের বিক্ষোভ কর্মসূচির প্রতিবাদ জানিয়ে পুরুলিয়ার মহকুমাশাসকের (সদর) কাছে অভিযোগ জানাল তৃণমূল ছাত্র পরিষদ।
পুরুলিয়া জগন্নাথ কিশোর কলেজের টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক তানজিব মাজহারের অভিযোগ, “প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির নামে সোমবার এসএফআই কলেজের গেটে তারস্বরে মাইক ব্যবহার করেছে। আমরা কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে খবর নিয়েছি, ওদের সেদিন মাইক ব্যবহারের অনুমতি ছিল না। তারই প্রতিবাদ জানিয়ে মহকুমাশাসককের কাছে তদন্ত দাবি করেছি।” |
এসএফআইয়ের পুরুলিয়া জেলা সভাপতি গৌরব সিংহ জানান, কলেজের ছাত্র সংসদে ৩৬টি আসন। গত নিবার্চনে টিএমসিপি ১৯টি, ছাত্র পরিষদ ১১টি এবং এসএফআই ৬টি আসন পায়। বর্তমানে টিএমসিপি-র এক জন কলেজ ছেড়ে চলে গিয়েছেন, আর সাধারণ সম্পাদক নিজে তৃতীয় বর্ষের ছাত্র হিসেবে পাশ করে গিয়েছেন। তিনি বলেন, “বিধি অনুযায়ী ছাত্র সংসদ চালাতে গেলে ৫১ শতাংশ আসন দখলে থাকা দরকার। এই মুহূর্তে ওদের তা নেই। আমরা ওই দুই আসনে উপনিবার্চন করার জন্য একাধিকবার কলেজ কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছি। কিন্তু আমাদের আবেদন কর্তৃপক্ষের কানে পৌঁছয়নি। তাই সেদিন মাইক ব্যবহার করে আমাদের আওয়াজ কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম।”
অন্য দিকে টিএমসিপি-র জেলা সভাপতি গৌতম রায়ের অভিযোগ, “এসএফআই বিধি বহির্ভূত ভাবে কলেজের গেটে মাইক ব্যবহার করে শান্তির পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে।” কলেজের অধ্যক্ষ শান্তনু চট্টোপাধ্যায় বলেন, “আমার কাছে কেউ কলেজের গেটে মাইক ব্যবহারের অনুমতি রয়েছে বলে জানায়নি।” পুরুলিয়ার মহকুমাশাসক (সদর) শঙ্কর নস্কর বলেন, “অভিযোগ পেয়েছি। পুলিশকে তদন্ত করে দেখতে বলেছি। ” |