টুকরো খবর |
দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগে পঞ্চায়েত সমিতিতে গিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বসিরহাট-১ পঞ্চায়েত সমিতির সামনে ইটিন্ডা রোডে এই বিক্ষোভের জেরে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ সমাবেশে হাজির ছিলেন বসিরহাটের সাংসদ নুরুল ইসলাম, তৃণমূলের রাজ্য পঞ্চায়েত সেলের কনভেনর নারায়ণ গোস্বামী, বসিরহাট উত্তরের বিধায়ক এটিএম আবদুল্লা রনি, হাড়োয়ার বিধায়ক জুলফিকার মোল্লা প্রমুখ। পঞ্চায়েত সমিতির সভাপতি না থাকায় তৃণমূলের নেতা-কর্মীরা ৯ দফা দাবি সংবলিত স্মারকলিপি বিডিওকে দেন। বিডিও বিপ্লব মণ্ডল বলেন, “দাবিগুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” |
|
—নিজস্ব চিত্র। |
নারায়ণবাবু বলেন, “কংগ্রেস পরিচালিত এই পঞ্চায়েত সমিতি দুর্নীতিতে ভরে গিয়েছে। উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। পঞ্চায়েত সমিতির কাজ নিয়ে তদন্তের জন্য পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হবে।” নুরুল ইসলাম বলেন, “একশো দিনের কাজে এক জনের টাকা অন্য জন তুলে নিচ্ছে। বিপিএল নিয়ে বৈষম্য চলছে।” পঞ্চায়েত সমিতির সভাপতি রাজ্জাক বৈদ্য বলেন, “স্মারকলিপি দেওয়া হবে বলে কেউ আমাকে জানাননি। স্বচ্ছ ভাবে পঞ্চায়েতে মানুষের জন্য কাজ করেছি। পঞ্চায়েত নির্বাচনের আগে নোংরা রাজনীতি করছে তৃণমূল।” এদিন সমাবেশে স্থানীয় কংগ্রেস নেতা উৎপল পালের নেতৃত্বে শতাধিক কংগ্রেস কর্মী ও সমর্থক তৃণমূলে যোগ দেন।
|
নকআউট ফুটবলে জয়ী জয়বীরু ক্লাব
নিজস্ব সংবাদদাতা • বকখালি |
দক্ষিণ ২৪ পরগনার বকখালি সী বিচ ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশানের পরিচালনায় এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার সহযোগিতায় তিন দিন ধরে চলা নক আউট ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল জয়বীরু ক্লাব। বুধবার বিকালে অনুষ্ঠিত হওয়া ফাইনালে বকখালির জয়বীরু ক্লাব নামখানা শিবনগর আবাদ নিউজ স্টার ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে। গোলদাতা রাখেশ দলুই। এই প্রতিযোগিতায় মোট ৩২টি দল অংশগ্রহন করেছিল। রাখেশ দলুই সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন। সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন নিউজস্টার ক্লাবের অমৃত বাগ। খেলা পরিচালনা করেন গুপি হাঁসদা, সুনীল সোরেন, যাদব প্রামাণিক ও সাধন প্রামাণিক। ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশানের সম্পাদক অজিত মণ্ডল ও কোস্টাল থানার ওসি নাসেম আলি খান জয়ী ও রানার্স দলের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন। প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় বাসিন্দদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
|
জয়ী অগ্রগামী সংঘ এবং ওরাং পাড়া
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
দরিদ্র পড়ুয়াদের সাহায্যের জন্য জাগ্রত সংঘ আয়োজিত আট দলীয় নকআউট ফুটবলের ফাইনাল হল রবিবার বনগাঁ স্টেডিয়ামে। ফাইনালে বনগাঁর প্রতাপগড় স্পোটিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে জয়ী হয় গোপালনগরের অগ্রগামী সংঘ। আয়োজিত ফাইনাল ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। উপস্থিত ছিলেন এলাকার সাংসদ গোবিন্দচন্দ্র নস্কর। অন্যদিকে, গাইঘাটার কুলপুকুর জাগরনি সংঘ পরিচালিত ১৬ দলের দিন রাতের নকআউট ফুটবলে জয়ী হয়েছে হাবরার বেড়গুনের ওরাং পাড়া ক্লাব। তারা রবিবার ফাইনালে ১-০ গোলে জনকল্যাণ ক্লাবকে পরাজিত করে।
|
বসিরহাটের সমবায়ে জয় কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বসিরহাটের বেগমপুর-রুইপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে জয়ী হল কংগ্রেস। ওই সমবায়ে ৬টি আসনের ৫টিতেই জিতেছে কংগ্রেস। একটি দখল করেছে বামেরা। রাজ্যে সরকার থেকে সমর্থন তুলে বিরোধী ভূমিকায় চলে যাওয়ার পরে এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষাপটে স্থানীয় স্তরের নির্বাচনে এই জয়ে ‘উজ্জীবিত’ কংগ্রেস। বসিরহাট-২ ব্লকে পঞ্চায়েত স্তরে কংগ্রেসের সংগঠন অবশ্য এমনিতেই ভাল। তবুও ‘পরিবর্তিত’ পরিস্থিতিতে এই জয়কে ভিন্ন দৃষ্টিতে দেখছেন স্থানীয় নেতৃত্ব।
|
দীর্ঘদিনের দাবিপূরণ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
রাজ্য জোট ভেঙে গেলেও টাকি পুরসভায় তার প্রভাব পড়ল না। বুধবার দুপুরে আইএনটিউসি অনুমোদিত ‘টাকি পৌর কর্মচারি ও মজদুর সমিতি’র পক্ষে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি, পুরসভার ২০টি শূন্যপদে অবিলম্বে নিয়োগ ও বোনাস বাড়ানোর দাবিতে পুরবোর্ডের সামনে বিক্ষোভ দেখান হয়। পরে পুরপ্রধান কাউন্সিলারদের নিয়ে বৈঠকে দাবিগুলি মানার সিদ্ধান্ত নেন। সংগঠনের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন,“বিগত পুরবোর্ড আমাদের দাবি না মানলে এই পুরবোর্ড দাবি মেনে নেওয়ায় আমরা খুশি।” গৌতম দেবের একদা খাসতালুকে এই ‘সৌজন্য’ স্থানীয় স্তরে কংগ্রেস-তৃণমূল সম্পর্ক মজবুত করতে পারে কি না এখন সেটাই দেখার।
|
আগ্নেয়াস্ত্র উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাসন্তীর ইটাবাটি এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃত ইকতার সর্দারের বাড়ি ওই এলাকাতেই। সেখান থেকে একটি পাইপগান, ১৪টি গুলি এবং ২০টি বোমা উদ্ধার করেছে পুলিশ। অন্য দিকে, এ দিন সন্ধ্যায় বাসন্তীর আমঝাড়ায় অভিযান চালিয়ে স্থানীয় বাসিন্দা মিহির হালদারের বাড়ি থেকে ৩টি পাইপগান, ২টি গুলি এবং ১০টি বোমা উদ্ধার করে। তবে মিহিরের খোঁজ পাওয়া যায়নি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) কঙ্করপ্রসাদ বাড়ুই বলেন, “কী জন্য ওই সমস্ত অস্ত্র বাড়িতে মজুত করা হয়েছিল তার তদন্ত হচ্ছে।”
|
প্রশিক্ষণ কেন্দ্র
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় দক্ষিণ ২৪ পরগনার লক্ষীকান্তপুরে মহিলাদের কারিগরি শিক্ষার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে। উইমেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক নামে ওই প্রশিক্ষণ কেন্দ্র মূলত তৈরি করা হচ্ছে গ্রামীণ এলাকার মহিলাদের প্রশিক্ষণের জন্য। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ওই কারিগরি পার্ক গড়ে তোলা হবে। সংস্থার সিইও কপিলানন্দ মন্ডল জানান, এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করছে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক।
|
মিউটেশনে অশান্তি
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
জমির ‘মিউটেশন’ জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড ঘটল হাসনাবাদের ভূমি ও ভূমি রাজস্ব দফতরে। ঘটনাটি ঘটে মঙ্গলবার। অতিরিক্ত ভিড়ের কারণে পরবর্তী দিন ধার্য করার পরই শুরু হয় গণ্ডগোল। ধাক্কাধাক্কির ফলে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • অশোকনগর |
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। পুলিশ জানায় মৃতার নাম ফিরোজা বিবি (৪৮)। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় বিড়া-আমডাঙা সড়কে। বাড়ি অশোকনগরের লক্ষ্মী পুরে। পুলিশ ট্রাকটি আটক করেছে।
|
ট্রাক উল্টে মৃত্যু ঘুমন্ত ৩ জনের
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
নিয়ন্ত্রণহীন ট্রাক উল্টে চাপা পড়ে মারা গেলেন ঘুমন্ত ৩ জন। তাদের মধ্যে একজন স্কুল ছাত্র। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে নৈহাটির নদিয়া চটকলের কাছে ঘোষপাড়া রোডে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম তারক সাউ (৫৩), প্রকাশ সাউ (৩২) এবং ধীরজ মিশ্র (১২)। নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে দীনেশ মাহাতো নামে আরও এক যুবককে। জগদ্দলগামী পাট-বোঝাই ট্রাকটি রাস্তার ধারের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায়। পাশেই মন্দিরের চাতালে খাটিয়ায় শুয়ে ঘুমোচ্ছিলেন ওই চার জন। ট্রাকের চালক ও খালাসি পলাতক বলে জানিয়েছে পুলিশ।
|
নিম্নমানের চাল বিলির অভিযোগ |
|
—নিজস্ব চিত্র। |
মাটি এবং কাঁকর ভরা এমন নিম্নমানের চালই বিলির অভিযোগ উঠেছে হিঙ্গলগঞ্জের মালোপাড়ার এক ডিলারের বিরুদ্ধে। পরে বিডিওর হস্তক্ষেপে সমস্ত চাল ডিলারকে ফেরত দেওয়া হয়।
|
ধৃত সৎ মা |
এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ ওই তার সৎমা’কে গ্রেফতার করল। বুধবার ঘটনাটি ঘটেছে বীজপুরে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম প্রার্থনা সিংহ (১৪)। |
|