টুকরো খবর
প্রতারণার অভিযোগ, ধৃত
কয়েক লক্ষ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে একটি বেসরকারি আর্থিক সংস্থার আধিকারিককে গ্রেফতার করল চণ্ডীপুর থানার পুলিশ। বুধবার সকালে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরবাজার থেকে ওই ব্যক্তিকে ধরা হয়। ধৃতের নাম প্রত্যয়কুমার দাস। বাড়ি তমলুকের ডহরপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বেসরকারি সঞ্চয় সংস্থার চণ্ডীপুর শাখা অফিস আছে চণ্ডীপুর বাজারে। ওখানেই ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজ করতেন প্রত্যয়বাবু। চণ্ডীপুরবাজারেই একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। গত সোমবার প্রত্যয়বাবু চণ্ডীপুর থানায় অভিযোগ করেন যে শাখা অফিস থেকে তালা ভেঙে নগদ ৬ লক্ষ টাকা চুরি হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শুরু করে ওই বেসরকারি সংস্থাও। এরপরে মঙ্গলবার ওই সংস্থার কর্তা তৈমুর আলি গায়েন চণ্ডীপুর থানায় প্রত্যয়বাবুর বিরুদ্ধেই ওই অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ওই বেসরকারি সংস্থার কর্তার অভিযোগের ভিত্তিতে প্রত্যয়বাবুর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অর্থ আত্মসাৎ করার মামলা দায়ের করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে। বুধবার ধৃত প্রত্যয়বাবুকে তমলুক আদালতে তোলে পুলিশ। দু’দিনের পুলিশ হেফাজত হয়েছে তার।

পরিচারিকার ঝুলন্ত দেহ মন্ত্রীর বাড়িতে
জলসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী সৌমেন মহাপাত্রের বাড়িতে পরিচারিকার অপমৃত্যুর ঘটনায় মামলা রুজু করল পুলিশ। মঙ্গলবার পাঁশকুড়া পুরসভার সুরানানকারে মন্ত্রীর বাড়ি থেকে মিঠু বেরা (১৮) নামে ওই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুকেশকুমার জৈন বলেন, “মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।” সৌমেনবাবু অবশ্য বলেন, “কী কারণে এই মৃত্যু তা আমি বুঝতে পারছি না।” মিঠুর বাড়ি পটাশপুর থানার বড়হাট গ্রাম পঞ্চায়েতের বারভাগিয়া গ্রামে। ঘটনার পর থেকে মিঠুর বাবারও খোঁজ মিলছে না বলে জানিয়েছেন ওই যুবতীর জ্যাঠামশাই।

বিদ্যুৎ পরিষেবা মেলা
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন দফতরের উদ্যোগে বিদ্যুৎ পরিষেবা মেলা আয়োজিত হল কাঁথি দেশপ্রাণ ব্লকের বসন্তিয়ায়। বসন্তিয়া গ্রাম পঞ্চায়েত দফতর সংলগ্ন মাঠে জেলায় প্রথম এই মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। ছিলেন বিদ্যুৎ বন্টন দফতরের আঞ্চলিক প্রশাসনিক আধিকারিক রেশমীরঞ্জন মহান্তি, ডিভিশনাল ম্যানেজার কল্যাণ মাইতি, প্রধান তুষার পাত্র প্রমুখ। মেলায় বিদ্যুৎ গ্রাহকদের ১০০টি অকেজো মিটার পরিবর্তন করা ছাড়াও ১০০টি নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

কর্মী বিক্ষোভ
চুক্তি প্রথা বিলোপ করে স্থায়ী ভাবে নিয়োগ, যোগ্যতানুসারে মাসিক ভাতা বৃদ্ধি, স্বাস্থ্যবিমা ও ভবিষ্যনিধি প্রকল্প চালু-সহ নানা দাবিতে বুধবার একশো দিনের কাজ প্রকল্পের দফতরের সামনে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ গ্রাম রোজগার সেবক অ্যাসোসিয়েশন। সংগঠনের জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি। মিছিলও হয়েছে। দাবিগুলি দফতরের নোডাল অফিসারকে লিখিত ভাবে জানানোও হয়েছে। সংগঠনের নেতৃত্বের বক্তব্য, “আমরা নিজেদের গ্রাম পঞ্চায়েতে পূর্ণ সময়ের জন্য সমস্ত উন্নয়নমূলক কাজে যুক্ত আছি। কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আমাদের কর্ম ভবিষ্যতে অনিশ্চিত বোধ করছি।”

ভলিবলে সেরা বেলদা কলেজ
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় অষ্টম আন্তঃমহাবিদ্যালয় ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হল বেলদা কলেজ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলায় তারা এগরা কলেজকে হারায়। মোট ১৭টি কলেজ এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক রণজিৎ ধর, কলেজ সমূহের পরিদর্শক বিনয় চন্দ, ছাত্র কল্যাণ বিবভাগের ডিন জয়ন্তকিশোর নন্দী প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আধিকারিক সুহাস বারিক জানান, এই প্রতিযোগিতায় যোগদানকারী খেলোয়াড়দের থেকেই বিশ্ববিদ্যালয়ের ভলিবল দল গঠন করা হবে। তারা ত্রিপুরায় পূর্বাঞ্চলীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতায় যোগ নেবে।

জেলা সম্মেলন
সম্প্রতি পশ্চিমবঙ্গ ল’ ক্লাকর্স অ্যাসোসিয়েশনের ১১ তম পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ঝাড়গ্রামে। সম্মেলনে সবমিলিয়ে প্রায় ১৫০ জন প্রতিনিধি যোগ দেন। ল’ ক্লাকর্সদের নানা সমস্যা- দাবি নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে নতুন জেলা কমিটি গঠন করা হয়। সংগঠনের জেলা সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন কমলকুমার পাত্র। সভাপতি ও কোষাধ্যক্ষ হিসেবে যথাক্রমে লক্ষ্মীনারায়ণ দাস ও বনমালী মান্না নির্বাচিত হয়েছেন বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মিলল প্রথম পর্যায়ের টাকা
ইন্দিরা আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য ৪০০ জনের হাতে প্রথম পর্যায়ের টাকা তুলে দেওয়া হল রামনগর ১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। বুধবার পঞ্চায়েত দফতরেই একটি অনুষ্ঠানে এই টাকা তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস। দেবব্রতবাবু জানান, ৫২০ জন প্রাপকের মধ্যে ৪০০ জনের হাতে প্রথম পর্যায়ের ২২ হাজার ৫০০ টাকা করে তুলে দেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যেই বাকিদেরও টাকা দেওয়া হবে। অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির সদস্য মণীন্দ্র দত্ত ছাড়াও বিভিন্ন পঞ্চায়েতের প্রধানেরা ছিলেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.