|
|
|
|
প্রশান্ত ফের জেল হাজতে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডে ধৃত প্রাক্তন মন্ত্রী তথা গড়বেতার সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষের ভাই প্রশান্ত ঘোষকে ১ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিল মেদিনীপুর সিজেএম আদালত। ওই দিন তাঁকে মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক সমর রায়ের এজলাসে হাজির করা হবে। বুধবার দুপুরে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়েছিল প্রশান্তকে। গত ৭ সেপ্টেম্বর পুরীর একটি হোটেল থেকে সুশান্তবাবুর ভাইকে গ্রেফতার করে ওড়িশা পুলিশ। প্রায় এক বছর তিনি ‘পলাতক’ ছিলেন। ‘ট্রানজিট রিমান্ডে’ এ রাজ্যে এনে ৯ সেপ্টেম্বর তাঁকে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়েছিল। আদালত তাঁকে ৫ দিন সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেয়। নির্দেশ মতো ১৩ সেপ্টেম্বর প্রশান্তবাবুকে আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু, তার একদিন আগে বুধবার তাঁকে আদালতে হাজির করে সিআইডি। সিআইডি’র দাবি, ধৃতের কাছে যা যা জানার ছিল, তা জানা হয়ে গিয়েছে। ওই দিন আদালতের কাছে প্রশান্তবাবুর জামিনের আবেদন করেছিলেন অভিযুক্তপক্ষের আইনজীবী বিশ্বনাথ ঘোষ। দু’পক্ষের বক্তব্য শুনে ধৃতকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল সিজেএম আদালত। সেই মতো বুধবার দুপুরে তাঁকে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়। প্রশান্তবাবুকে দাসেরবাঁধ কঙ্কাল কাণ্ডের মামলার বিচার প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য এ দিন দায়রা সোপর্দ করে আদালত। ধৃতকে ১ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ হয়েছে। ওই দিন তাঁকে মেদিনীপুরের জেলা ও দায়রা আদালতে হাজির করা হবে। |
|
|
|
|
|