|
|
|
|
নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ড |
লক্ষ্মণদের বিচারের নথি দিল আদালত |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
নন্দীগ্রাম ‘নিখোঁজ-কাণ্ডে’ প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ-সহ ২৮ জন অভিযুক্তের হাতে বিচারপর্বে এগিয়ে যাওয়ার জন্য মামলার বিস্তারিত নথি তুলে দিল আদালত। বুধবার হলদিয়া এসিজেএম আদালতে সমস্ত অভিযুক্তকেই হাজির করা হলে তাদের হাতে এই ‘কমিটমেন্ট কপি’ দেওয়া হয়। হলদিয়া আদালতে লক্ষ্মণ শেঠ, অশোক গুড়িয়া, অমিয় সাহু-সহ ১৮ জন জামিনপ্রাপ্ত এবং বিজন রায়, মতিউর রহমান, অশোক বেরা-সহ ১০ জেলবন্দির হাজিরা ছিল এ দিন। এসিজেএম দেবকুমার সুকুল সকলকেই ১০ অক্টোবর তমলুক জেলা দায়রা আদালতে ওই নথি সহ হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
২০০৭ সালের ১০ নভেম্বর ভূমি-উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিলে নন্দীগ্রামের সোনাচূড়া থেকে মহেশপুরের পথে গোকুলনগরের করপল্লির কাছে হামলা হয়। সেই সময়েই নিখোঁজ হয়ে যায় ৯ জন। পরে ২ জনকে মৃত অবস্থায় পাওয়া গেলেও এখনও নিখোঁজ ৭ জন। তাঁদের পরিবার কলকাতা হাইকোর্টে গত বছর ‘হেভিয়াস কর্পাস’ মামলা করে। ওই বছরেরই অক্টোবর মাসে তদন্তে নেমে চলতি বছরের জানুয়ারিতে ৮৮ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি। গ্রেফতার করা হয় বহু সিপিএম নেতা-কর্মীকে। ‘পলাতক’ থাকা লক্ষ্মণ শেঠ, অশোক গুড়িয়া, অমিয় সাহুকেও মুম্বাই থেকে গ্রেফতার করে সিআইডির তদন্তকারী অফিসারেরা। বেশ কিছুদিন জেলবন্দি থাকার পর এখন তাঁরা জামিনে মুক্ত। বাকি পলাতকদের বিরুদ্ধে অবশ্য হুলিয়া জারি করে ৫৯ জনের সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে জামিনপ্রাপ্ত ১ জন মারা গিয়েছেন। এ দিন জেলবন্দি ও জামিনপ্রাপ্ত সকলকেই ‘কমিটমেন্ট কপি’ তুলে দেয় আদালত। তবে অভিযুক্তপক্ষের আইনজীবীরা এখনও তদন্ত প্রক্রিয়া সমাপ্ত হয়নি দাবি করে এই নথি দেওয়া অনুচিত বলে আবেদন করেন। তবে তা খারিজ করেন বিচারক। |
|
|
|
|
|