ব্রিটিশ ফুটবলের লিগ কাপ, যার নাম কার্লিং কাপ থেকে বদল হয়ে এ মরসুমে ক্যাপিটাল কাপ হয়েছে, তার তৃতীয় রাউন্ডেই ছিটকে গেল ম্যাঞ্চেস্টার সিটি। গতবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যান সিটি-কে ৪-২ গোলে হারিয়েছে ইপিএলের-ই দল অ্যাস্টন ভিলা। গত রাতের অন্য ম্যাচে উল্ভস-কে ৬-০ গোলে চূর্ণ করেছে চেলসি। যে ম্যাচে চেলসিকে নেতৃত্ব দিয়েছেন জন টেরি। সদ্য আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক টেরি তাঁর বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগের জেরে চলা এফএ-র দ্বিতীয় দিনের শুনানি সেরে সটান স্ট্যানফোর্ড ব্রিজ স্টেডিয়ামে নেমে চেলসির অধিনায়কত্ব করেন। অঘটনের বিচারে গত রাতের সবচেয়ে চমকপ্রদ ফল অবশ্য প্রিমিয়ার লিগের দল এভার্টনের ১-২ গোলে নীচের ডিভিশনের দল লিডসের কাছে হার! |
ম্যান সিটি-র হার ক্লাব সমর্থকদের হতাশ করলেও ম্যানেজার রর্বেতো মানচিনিকে হয়তো ততটা করবে না। যেহেতু তিনি ক্যাপিটাল কাপকে সে ভাবে গুরুত্ব দিচ্ছেন না বোঝাতে মানচিনি এই ম্যাচে ১১টি পরিবর্তন ঘটিয়েছিলেন। গত রবিবার ইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালের সঙ্গে ১-১ ড্রয়ের খেলায় ম্যান সিটি-র যে দল নেমেছিল তার থেকে। তবে ভিলার বিরুদ্ধে শুরু থেকেই নেমেছিলেন ইতালীয় সুপারস্টার স্ট্রাইকার মারিও বালোতেলি। বালোতেলির গোলেই ২৭ মিনিটে এগিয়ে যায় ম্যান সিটি। কিন্তু দ্বিতীয়ার্ধের মাঝামাঝি বালোতেলির সতীর্থ মিডফিল্ডার গারেথ বেরি-র আত্মঘাতী গোলে ভিলা অপ্রত্যাশিত ভাবে সমতায় ফেরে। তার পরেও ম্যান সিটি-র পক্ষে ২-১ করেছিলেন কোলারভ। তবে বিপক্ষের রক্ষণের গাফিলতিতে অ্যাবনলাহর ছ’মিনিটের মধ্যেই ২-২ করে দেন ফের। অতিরিক্ত সময়ে ভিলা আরও দু’টো গোল চাপিয়ে দেয় মানচিনির দলের ঘাড়ে। অ্যাবনলাহর প্রচণ্ড জোরাল শটে ৩-২ করার কিছুক্ষণের মধ্যেই ভিলার চালর্স এঞ্জোবিয়া চতুর্থ গোল করে দলের জয়ের ব্যবধান বাড়ান। |