টুকরো খবর
আনন্দ ফের আটকালেন
মাস্টার্স চেস ফাইনালের দ্বিতীয় রাউন্ডেও জয়ের মুখ দেখলেন না বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। ফের সাদা ঘুঁটি নিয়ে খেলেও আনন্দ ৩৫ চালের পরে ড্র মেনে নেন আর্মেনিয়ার লেভন অ্যারোনিয়ানের বিরুদ্ধে। বিশ্ব খেতাব জেতার চার মাস পরে প্রথম টুর্নামেন্টে নামা আনন্দকে স্বভাবতই সামান্য জড়সড় দেখাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ছ’জনের ডাবল লেগ রাউন্ড রবিন টুর্নামেন্টের বাকি আট রাউন্ড যত এগোবে আনন্দ তত নিজের ছন্দে আসবেন। তবে পেলের দেশে এই আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে ফুটবলের মতোই জিতলে তিন এবং ড্র গেমে এক পয়েন্ট পাওয়ার রীতি থাকায় আনন্দ (২ পয়েন্ট) অনেকটা পিছিয়ে পড়েছেন শীর্ষে থাকা ইতালির ফাবিয়ানো কারুয়ানার (৬) থেকে।

সন্তোষে বাংলার কোচ মনোরঞ্জন
সন্তোষ ট্রফিতে কোচ মনোরঞ্জন: সন্তোষ ট্রফিতে বাংলার কোচ মনোরঞ্জন ভট্টাচার্য। বুধবার আইএফএ-বৈঠকের পর সাব্বির আলির জায়গায় মনোরঞ্জনকেই বেছে নেওয়া হয়। তার সঙ্গে গোলরক্ষক কোচ হিসাবে থাকবেন পার্থ চক্রবর্তী। প্রথমবার বাংলার কোচ হিসাবে দায়িত্ব পেয়ে মনোরঞ্জন বলছেন, “কোচের কাজটাই চ্যালেঞ্জের। বাংলাকে চ্যাম্পিয়ন করার জন্য সেই চ্যালেঞ্জ নিলাম।” এদিন সন্তোষ ট্রফির কোচের নাম ঘোষণার পাশাপাশি, অনূর্ধ্ব-১৬ মীর ইকবাল হোসেন এবং অনূর্ধ্ব-১৯ বিসি রায় ট্রফির কোচের নামও ঘোষণা করেছে আইএফএ। মীর ইকবালে বাংলার কোচ ত্রিজিৎ দাস এবং গোলরক্ষক কোচ বিধান মণ্ডল। বিসি রায় ট্রফিতে বাংলার কোচ শঙ্করলাল ভট্টাচার্য।

ঝুলনদের আজ সমীহ করছে অস্ট্রেলিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারতের মেয়ে ক্রিকেট দল। বৃহস্পতিবারের ম্যাচে কিন্তু ভারতকে যথেষ্ট সমীহ করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলীয় অধিনায়ক জোডি ফিল্ডস জানিয়েছেন, বিপক্ষকে মোটেই হাল্কা ভাবে নিচ্ছেন না তাঁরা। বিশেষ করে উপমহাদেশের পরিবেশে ভারত যথেষ্ট সাহায্য পাবে বলে মনে করছেন তিনি। “ভারত সব সময়ই খুব কঠিন প্রতিপক্ষ,” বলে ফিল্ডস যোগ করেছেন, “এই ধরনের পিচে খেলার অভিজ্ঞতা আছে ভারতের। ওদের বিরুদ্ধে জিততে প্রথম থেকেই ঝাঁপিয়ে পড়তে হবে।” ভারতের গ্রুপে অস্ট্রেলিয়া ছাড়াও রয়েছে পাকিস্তান ও ইংল্যান্ড। আজ উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে উদ্যোক্তা দেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে হারায় নিউজিল্যান্ডকে।

টফেলের অবসর
ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা আম্পায়ারকে আর মাঠে দেখা যাবে না। আম্পায়ারিং থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাইমন টফেল। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরই সরে যাবেন তিনি। এ বার তাঁকে দেখা যাবে আইসিসি-র আম্পায়ার অ্যান্ড পারফরম্যান্স ট্রেনিং ম্যানেজার হিসাবে। আম্পায়ারদের এলিট প্যানেলে টফেলের পরিবর্তের নাম আজই ঠিক করে ফেলেছে আইসিসি। ৮ টেস্ট ও ৩৯ ওয়ান ডে খেলানোর অভিজ্ঞ ৫২ বছরের অস্ট্রেলীয় আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড। টানা পাঁচবার আইসিসি-র বষর্সেরা আম্পায়ারের পুরস্কার পেয়েছিলেন টফেল। ২০০৪-’০৮। মাত্র ৪১ বছরে অবসরের সিদ্ধান্ত কেন? টফেল বলছেন, “পরিবারকে আরও সময় দিতে চাই।”

অন্য খেলায়
মোহনবাগান অনূর্ধ্ব ১৪ দলের ট্রায়াল বৃহস্পতি, শুক্র ও শনিবার ক্লাবের মাঠে সকালে। যোগাযোগ করতে হবে কোচ অমিয় ঘোষের সঙ্গে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.