প্রত্যাবর্তনের ইনিংস শুরুর দিনেই নতুন নাটক মোহনবাগানে! বুধবার সাংবাদিকদের প্রশ্নে কোচ সন্তোষ কাশ্যপ মেনে নিয়েছেন, এয়ার ইন্ডিয়া ম্যাচের বিরতিতে মনোমালিন্য হয়েছিল টোলগে-ওডাফার। যদিও যে দু’জনকে নিয়ে এই ঘটনা, তাঁদের একজন ওডাফা ওকোলি বলছেন, “টোলগে দুর্দান্ত ফুটবলার। আমরা একটা পরিবারের মতো।” টোলগের মন্তব্য, “আমি তো এয়ার ইন্ডিয়া ম্যাচে খেলিনি।” ওডাফার মতোই দলের পাশে সিনিয়র ফুটবলাররাও। দীপেন্দু বিশ্বাস বলছেন, “দলের ঐক্য নষ্ট করতে কোনও কোনও মহল থেকে গুজব ছড়ানো হচ্ছে। টোলগে-ওডাফার সঙ্গে আজও আড্ডা মারলাম। দু’জনের মধ্যে কোনও মনোমালিন্য নেই।” যদিও মোহনবাগানের শীর্ষকর্তারা এ ব্যাপারে আশ্চর্যজনক ভাবে নিশ্চুপ। সকালে তাঁরা বলেন বিকেলে কথা বলবেন। কিন্তু বিকেলে ক্লাবে আসেননি সচিব এবং অর্থসচিব। বারবার ফোন করা হলেও তাঁরা ফোন ধরেননি।
শোনা গিয়েছে, এয়ার ইন্ডিয়া ম্যাচে দলকে উদ্বুদ্ধ করতে ড্রেসিংরুমের ভিতরে ‘ভোকাল টনিক’ দিচ্ছিলেন অধিনায়ক ওডাফা। যে ম্যাচে চোটের কারণে ছিলেন না টোলগে। ওডাফার ‘পেপ টক’-এর সময় তিনি নাকি ড্রেসিংরুম ছেড়ে বেরিয়ে যান। এই ব্যাপারটা পছন্দ হয়নি ‘কিং কোবরা’র। পরে অবশ্য তা মিটে যায়। দু’জনকে শিলিগুড়ি থেকে কলকাতা ফেরার পথে আড্ডা মারতেও দেখা যায়।
এ দিন বিপত্তি শুরু সাংবাদিকদের সামনে কোচ সন্তোষ কাশ্যপ আসতেই। এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ফেড কাপে টোলগে-ওডাফার মধ্যে কোনও মনোমালিন্য হয়েছিল কিনা। জবাবে সবাইকে অবাক করে দিয়ে সন্তোষ মাথা নেড়ে বলেন, “এ রকম তো হয়েই থাকে। দলে সবাই বন্ধুর মতো মেশে। বন্ধুদের মধ্যে এ সব একটু হয়েই থাকে।” সন্তোষের এই চাঞ্চল্যকর মন্তব্যের পরেই সাংবাদিকরা তাঁর কাছে স্পষ্ট করে জানতে চান, সত্যিই শিলিগুড়িতে দুই তারকার মধ্যে কোনও ‘মনোমালিন্য’ ঘটেছে কিনা। জবাবে ফের সন্তোষ বলেন, “এয়ার ইন্ডিয়া ম্যাচের বিরতিতে হয়েছিল।” এর পরেই ‘মুম্বইয়ের কৃশানু’ সন্তোষ বুঝতে পারেন তাঁর মন্তব্য বৈদ্যুতিন সংবাদমাধ্যমের ক্যামেরাবন্দি হচ্ছে। তার পরেই সাংবাদিক সম্মেলন শেষ করে দেন তিনি।
ফেড কাপে শোচনীয় পারফরম্যান্সের পর বুধবারই টোলগে-ওডাফা-সন্তোষ কাশ্যপদের সঙ্গে বসেছিলেন সচিব অঞ্জন মিত্র এবং অর্থসচিব দেবাশিস দত্ত। সেখানে প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলে দলের কোথায় গলদ তা বুঝতে চেষ্টা করেন তাঁরা। সেখানেই ওডাফা-সহ বাকি ফুটবলাররা বলেন, নিজেদের পারফরম্যান্স ভাল হয়নি। তাই ফেড কাপে ব্যর্থ হয়েছে দল। সব শুনে সচিব আই লিগের শুরু থেকেই ফুটবলারদের জয়ের জন্য ঝাঁপিয়ে পড়তে বলে আলোচনা শেষ করে দেন।
তার পরেই সাউথ সিটির দুই বাসিন্দা টোলগে, ওডাফাকে নিয়ে এই আলটপকা মন্তব্য করে সবুজ-মেরুন শিবিরে অসন্তোষ বাড়িয়েছেন সন্তোষ। |