হাওড়ায় উচ্ছেদ নয়, বলল কোর্ট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হাওড়া আদালত চত্বর থেকে কোনও দোকানদারকে উচ্ছেদ করা যাবে না। নতুন আদালত ভবন তৈরির জন্য সরকার দোকানদারদের উচ্ছেদের যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তা বুধবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কোনও ভাবেই দোকানদারদের কাজে বিঘ্ন ঘটানো যাবে না বলে এ দিন রায় দিয়েছেন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। ফলে আপাতত আটকে গেল নতুন আদালত ভবনের কাজ। যদিও উচ্ছেদ না করে আদালত ভবন তৈরিতে কোনও বাধা নেই কোর্টের তরফে। হাওড়ার আদালত চত্বরে নতুন ভবন তৈরির জন্য আদালত চত্বরের প্রায় শ’খানেক দোকানিকে উঠে যেতে বলে নোটিস দেয় সরকার। না হলে জেলা পুলিশ তাদের উচ্ছেদ করবে বলেও জানানো হয়। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কয়েক জন দোকানদার হাইকোর্টে মামলা করেন। তাঁদের বক্তব্য, দীর্ঘকাল ওই এলাকায় ব্যবসা করছেন তাঁরা। তবু সরকার কোনও পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করতে চাইছে। সরকারের পক্ষে বলা হয়, ২০১১-র মার্চ মাসে ওই দোকানদারদের লিজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাই ওই এলাকায় আবেদনকারীদের ব্যবসা করার কোনও আইনি সংস্থান নেই। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারপতি চূড়ান্ত রায় দিয়ে সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দেন।
|
‘অত্যাচার’, ধৃত
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
বাবা-মায়ের উপর অত্যাচারের অভিযোগে শ্রীরামপুরের মাহেশের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরের প্রধান সেবাইতের ছেলে তমাল অধিকারীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতের মা শ্যামলী অধিকারী লিখিত অভিযোগে জানিয়েছেন, সম্পত্তির জন্য দীর্ঘদিন ধরেই ছেলে তাঁর ও স্বামী সৌমেন অধিকারীর উপরে অত্যাচার চালাচ্ছেন। তাঁদের মারধরও করা হয়। পারিবারিক সম্মানের কথা মাথায় রেখেই তিনি এতদিন বিষয়টি পুলিশকে জানাননি। মঙ্গলবার রাতে অভিযোগ পাওয়ার পরেই শ্রীরামপুর থানার পুলিশ তমালকে ধরে।
|
মন্দিরে চুরি
নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া |
মঙ্গলবার রাতে পুড়শুড়ার সোঁয়ালুক গোস্বামীপাড়ায় পারিবারিক প্রাচীন মন্দিরের তালা ভেঙে চুরি হয়েছে। বিগ্রহের প্রায় ১২ ভরি রূপার গয়না খোওয়া গিয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত করছে পুলিশ।
|
গঙ্গায় তলিয়ে গেল এক শিশু। নিখোঁজ আর এক জন। বুধবার জ্যোতিনগর ঘাটে মহম্মদ হিজবুর শেখ (৫) ও আক্রম আলি মিস্ত্রি (৪) নামে ওই দুই শিশু সাঁতার কাটছিল। আক্রমের মা ঘাটে কাপড় কাচছিলেন। হঠাৎ তিনি দেখেন, দু’টি শিশুই নেই। সাড়ে চারটে নাগাদ এক জনের দেহ ভেসে ওঠে।
|
|
সেতুর রেলিং ভাঙা দীর্ঘ দিন। উলুবেড়িয়ার রাজপুরের বাঁশপতি খালের উপরে তোলা নিজস্ব চিত্র। |
|