আমতার অন্তর্গত কলাতলা বাসস্টপটির গুরুত্ব খুবই বেশি। এখানে বাগনান, হাওড়া, ধর্মতলা, ঝিখিরা, ডিহিভুরসুট এবং নারিটগামী বাস থামে। দূরদূরান্ত থেকে যাত্রীরা গন্তব্যস্থলে যেতে এখানে দাঁড়ান। সেই সঙ্গে আমতা ট্রেনের যাত্রীরা এবং আমতা পীতাম্বর হাইস্কুলের ছাত্রছাত্রীরা সাইকেলে নিয়মিত যাতায়াত করে। সম্প্রতি এই স্কুলের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী সাইকেলে বাড়ি ফেরার পথে কলতলা স্টপেজে দুর্ঘটনায় মারা যায়। স্থানীয় মানুষের অনুরোধ, কলতলা স্টপেজে যানজট দূর করতে পদক্ষেপ করুক প্রশাসন। এই এলাকায় কোনও ভাল শৌচাগারও নেই। পুরুষ তো বটেই এর জেরে সমস্যায় পড়েন মহিলারাও। কলাতলা মোড়ে একটি সুলভ শৌচাগার তৈরি হওয়া খুবই দরকার। বহু মানুষ উপকতৃত হবেন।
অমল চট্টোপাধ্যায় ও দীপঙ্কর মান্না, আমতা।
|
মুম্বই রোডের উপরে পাঁচলা মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত একটি পয়েন্ট। আশপাশ এলাকায় তিনটি উচ্চ বিদ্যালয়, দু’টি প্রাথমিক স্কুল আছে। বহু মানুষ ও ছাত্রছাত্রী এখান দিয়ে নিয়মিত যাতায়াত করেন। কিন্তু পাঁচলা মোড়ে দিনের মধ্যে খুব অল্প সময়ের জন্য ট্র্যাফিক পুলিশ মোতায়েন থাকে। সন্ধে ৭টার পর ট্র্যাফিক পুলিশের দেখা মেলে না। ফলে, নিয়মিত ছোটখাট দুর্ঘটনা এই এলাকায় লেগেই আছে। পাঁচলা মোড়ে ভুগর্ভস্থ পথ বা ফ্লাইওভার তৈরি করা খুবই দরকার।
সুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়। রঘুদেবপুর, পাঁচলা।
|
পূর্ব রেলের হাওড়া-তারকেশ্বর সহ বেশ কিছু বড় বড় স্টেশনে পুরুষদের ব্যবহারের জন্য শৌচালয় থাকলেও মহিলাদের জন্য এই ন্যূনতম পরিষেবাটুকু নেই। ফলে অসুবিধায় পড়েন অসংখ্য মহিলা নিত্যযাত্রী থেকে শুরু করে স্টেশনে থাকা মহিলা ভিক্ষুক। অথচ সকলকে এই পরিষেবা আবশ্যিক ভাবে বিনামূল্যে দেওয়া উচিত। বেলমুড়ি, ধনিয়াখালি হল্ট স্টেশনে পর্যাপ্ত শৌচাগার নেই। যে দু’একটি আছে তা-ও প্ল্যাটফর্মের বাইরে। যার জেরে যাত্রীরা প্রয়োজনের সময়ে তা ব্যবহার করতে পারেন না। এই সমস্যা সমাধানের জন্য রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
লক্ষ্মণ সাঁতরা। দাদপুর, হুগলি।
|
রাজবলহাটের কাছে জাঙ্গিপাড়ার অন্তর্গত ছিটঘোলা গ্রামটি দামোদর নদের পূর্ব তীরে অবস্থিত। প্রতি বছর বন্যায় এটি প্লাবিত হয়। এখানে একটি কংক্রিটের বাঁধ হওয়া খুবই দরকার।
রেবা ঘোষ ও অমল পাখিরা। ছিটঘোলা, রাজবলহাট।
|
অ্যাঙ্গাস পোস্ট অফিস থেকে জিটি রোড, কয়লাডিপো, জগদ্ধাত্রীতলা রোড, আরবিএস রোড, কেজিআরএস পথ হয়ে ভদ্রেশ্বর স্টেশন পর্যন্ত একটি নতুন অটো রুট চালু হলে ভাল। না হলে প্রচুর রিকশা ভাড়া গুনতে হয়। সব সময়ে রিকশা যেতেও যায় না স্টেশন থেকে।
কালীশঙ্কর মিত্র। জগদ্ধাত্রীতলা রোড, ভদ্রেশ্বর। |