নিজস্ব সংবাদদাতা • তারকেশ্বর |
দুই ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টা ব্যবসা বন্ধ রাখা হল তারকেশ্বরের পিয়াসাড়ায়।
মঙ্গলবার সন্ধ্যায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি বাধে পিয়াসাড়ায়। স্থানীয় ব্যবসায়ী পিন্টু সিংহের ওই এলাকায় সারের দোকান আছে। তিনি তৃণমূল কর্মীও বলেও পরিচিত। অভিযোগ, তাঁকে দলেরই এক গোষ্ঠীর লোকজন মারধর করে। প্রহৃত হন সুজয় সিংহ নামে আরও এক ‘তৃণমূল-ঘনিষ্ঠ’ ব্যবসায়ী। তাঁরা শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে চিকিৎসাধীন। ওই রাতে পিয়াসাড়া বাজারে কিছু দোকানপাটেও ভাঙচুর, লুঠপাট চলে। প্রতিবাদে পথ অবরোধ করেন ব্যবসায়ীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই পিয়াসাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর ঝামেলা চলছিল। পিয়াসাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যদের অভিযোগ, এই গোলমালের জের এসে পড়ছে ব্যবসায়ীদের উপরে। ব্যবসায়ী সমিতির সম্পাদক দীপক দাস বলেন,“ বাম জমানায় সিপিএম ও তৃণমূলের মধ্যে মারপিট হত। কিন্তু এখন সেই চিত্রটা সম্পূর্ণ উল্টো। নিজেদের মধ্যে মারপিট করে আমাদের ব্যবসার ক্ষতি করা হচ্ছে। তৃণমূলের অত্যাচারে আমাদের ব্যবসা বন্ধ হতে বসেছে। হামলা যদি বন্ধ না হয়, তা হলে আগামী দিনে হুগলি জেলার সমস্ত ব্যবসায়ীরা মিলে বৃহত্তর আন্দোলনের পথে যাব।”
পিয়াসাড়া বাজারের ব্যবসায়ী সৈয়দ আহমেদ উল্লা বলেন, “রাজনৈতিক কোন্দল রাজনীতির গণ্ডির ভিতরেই সীমাবদ্ধ থাকা উচিত। অযথা ব্যবসায়ীদের তাতে জড়ানো হচ্ছে কেন?”
এ ব্যাপারে হুগলি জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি দিলীপ যাদব বলেন, “পিয়াসাড়া অঞ্চলে আমাদের দলের যে গণ্ডগোল আছে, তা আলোচনা করেই মেটাতে হবে। দল কোনও রকম প্ররোচনামূলক কাজ বরদাস্ত করবে না।” |