|
|
|
|
নীরব সোরেন |
রাহুলের সফরে কটাক্ষ মরান্ডির |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ঝাড়খণ্ডে দলের প্রাক্-নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিলেন এআইসিসি সাধারণ সম্পাদক রাহুল গাঁধী। আজ বোকারোয় রাজ্য কংগ্রেস এবং যুব কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে, আগামী নির্বাচনের দিকে চোখ রেখে, দলের ভিত তৃণমূল স্তর পর্যন্ত মজবুত করার পরামর্শ দিলেন রাহুল। আজ বোকারোয় রাজ্য কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডে দলের বর্তমান এবং প্রাক্তন সাংসদ ও বিধায়করাও।
রাহুলের দু’দিনের ঝাড়খণ্ড সফরের মূল উদ্দেশ্যই ছিল আদিবাসী অধ্যুষিত এই রাজ্যে দলের প্রকৃত অবস্থা বোঝার চেষ্টা। দলীয় সূত্রে খবর, আগামী লোকসভা ভোটে আঞ্চলিক দলের সঙ্গে নির্বাচনী আঁতাত গড়ে তোলার প্রশ্নে কার্যত দ্বিধা বিভক্ত ঝাড়খণ্ড প্রদেশ কংগ্রেস। দলের একটি গোষ্ঠী ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সঙ্গে আসন রফা করতে আগ্রহী। অন্য গোষ্ঠী মনে করে, ভোটে একলা চলাই কংগ্রেসের উচিত। দলীয় সূত্রের খবর, ওই প্রশ্নে আগোগোড়া মুখই খোলেননি রাহুল। ঘটনাচক্রে রাহুলের সফর ঘিরে রাজ্যের শক্তিশালী দুই আঞ্চলিক দলের ভিন্ন অবস্থানও লক্ষণীয়। গত ভোটে কংগ্রেসের জোট-সঙ্গী, বাবুলাল মরান্ডির ঝাড়খণ্ড বিকাশ মোর্চা রাহুল ও কংগ্রেস, উভয়কে কটাক্ষ করেছে। জেভিএম নেতৃত্বের বক্তব্য, ‘‘রাহুল গাঁধী এলেও রাজ্যে কংগ্রেসের হাল ফিরবে না।’’ অন্য দিকে, কংগ্রেসের সঙ্গে না-খাকা শিবু সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) রাহুলের দু’দিনের সফর নিয়ে কোনও মন্তব্যই করেনি। তারা নীরবেই পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে। উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যে বিজেপি-র জোট-শরিক জেএমএম। কিন্তু দুই শরিকের সম্পর্ক কার্যত তলানিতে এসে ঠেকেছে। কংগ্রেস এবং জেএমএম বরং রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে আনেকটাই কাছাকাছি এসেছে। আগামী নির্বাচনে দু’পক্ষই জোট বাঁধতে আগ্রহী বলেও ইঙ্গিত মিলেছে।
আজ সকাল সওয়া ন’টা নাগাদ রাঁচির কোকড়ে, বিরসা মুন্ডার সমাধিস্থলে ফুল-মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাহুল গাঁধী। অনুষ্ঠান সেরে রাঁচির থেকে বিশেষ বিমানে তিনি বোকারোয় যান। বোকারোয় বেলা ১১ টা থেকে প্রায় পৌনে দুটো পর্যন্ত দলের দুটি সাংগঠনিক সভা করেন রাহুল। বোকারোর পুস্তকালয় ময়দানে রাজ্য যুব কংগ্রেস প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সাংঠনিক সমস্যা নিয়ে সবিস্তার আলোচনা করে দ্রুত সংগঠনের ভিত মজবুত করার পরামর্শ দেন রাহুল। বোকারোর ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাগৃহে রাহুল গাঁধীর উপস্থিতিতে রাজ্য কংগ্রেসের সাংগঠনিক চেহারা নিয়েও আজ বিশদ পর্যালোচনা হয়। বৈঠকে রাজ্য কংগ্রেস নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন দলের বর্তমান এবং প্রাক্তন সাংসদ ও বিধাককরাও। দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে মজবুত ভিতের উপর দাঁড় করনোর জন্য প্রয়োজনীয় কর্মসূচি হাতে নেওয়ার পরামর্শ দিয়েছেন রাহুল। |
|
|
|
|
|