প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা শুরু করার জন্য সুইস কর্তৃপক্ষকে যে চিঠি পাঠানো হবে, তা ৫ অক্টোবরের মধ্যে চূড়ান্ত করার নির্দেশ দিল পাক শীর্ষ আদালত। তা না হলে আজ প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরফের বিরুদ্ধে ফের আদালত অবমাননার
মামলা শুরু করার হুঁশিয়ারি দিল বিচারপতি আসিফ সঈদ খোসার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ।
এর আগে খসড়া চিঠিটির বয়ান পরিবর্তন করার নির্দেশ দিয়েছিল কোর্ট। গত কাল পাক আইন মন্ত্রী ফারুক নায়েক সেই পরিবর্তিত চিঠিটি কোর্টে জমা দেন। কিন্তু সেই চিঠিতেও জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা ফের শুরুর উল্লেখ না থাকায় আজও অসন্তোষ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ। নায়েক শীর্ষ আদালতের কাছ থেকে ৫ অক্টোবর পর্যন্ত সময় চান। আইন মন্ত্রীকে এই সময় মঞ্জুর করলেও সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, এই সময়ের মধ্যে চিঠি চূড়ান্ত না হলে আশরফের বিরুদ্ধে আদালত অবমাননার খাড়া নেমে আসবে। এ দিন শুনানির সময় নায়েক কোর্টের কাছে আবেদন জানান, গোটা বিষয়টি ‘সংবেদশীল’। তাই বিচারপতিদের ঘরে এর শুনানি হোক। নায়েকের এই আর্জিতেও সাড়া দেয় ডিভিশন বেঞ্চ।
এ দিকে, আজ রাষ্ট্রপুঞ্জের বিরুদ্ধে তোপ দেগেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। কাশ্মীর সমস্যার জন্য রাষ্ট্রপুঞ্জকেই দায়ী করলেন তিনি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আজ ভাষণ দিতে গিয়ে জারদারি বলেন, “কাশ্মীর রাষ্ট্রপুঞ্জের ব্যর্থতার প্রতীক হয়েই রয়ে গিয়েছে। আমার মনে হয়, এক মাত্র পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই এই সমস্যার সমাধান হতে পারে।” পরে সাংবাদিকরা জারদারির কাছে রাষ্ট্রপুঞ্জ নিয়ে মন্তব্যের ব্যাখ্যা চাইলেও পাক প্রেসিডেন্ট কিছু বলেননি। পাকিস্তানের বিদেশ মন্ত্রী হিনা রব্বানি খারকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনিও বিশেষ কিছু বলেননি। |