আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সূচকের ভিত্তিতে ২০১২-এ ভারতের স্থান ৬৬তম। চিন ৩৯ ও শ্রীলঙ্কা ৬৩তম স্থানে। বাংলাদেশ (৮১) ও পাকিস্তান (৭৫)-এর তুলনায় ভারত এগিয়ে বলে মার্কিন সংস্থা দু পঁ-র ১০৫টি রাষ্ট্রকে নিয়ে সমীক্ষায় প্রকাশ। ২০২৫-এর মধ্যে ভারত বিশ্বে সবচেয়ে জনবহুল দেশ হতে চলেছে। তাই খাদ্য জোগাতে সমস্যা হতে পারে বলে ইঙ্গিত।
|
ভারত-সহ সারা বিশ্বে মার্কিন ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে বলে কলকাতার মার্কিন কনস্যুলেট সূত্রে খবর। ভারতে মার্কিন দূতাবাস এবং সব ক’টি কনস্যুলেট থেকে নয়া প্রক্রিয়ায় আবেদন করা যাবে। নতুন ওয়েবসাইট www.ustraveldocs.com/in-এর মাধ্যমে ভিসা ফি দেওয়া ও সাক্ষাৎকার সংক্রান্ত তথ্য মিলবে সহজে। এই প্রথম আবেদনকারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা তাঁদের মোবাইলের মাধ্যমে ভিসা ফি জমা দিতে পারবেন।
|
গুগল মানচিত্রে প্রবাল দ্বীপপুঞ্জ |
মাউসের এক ক্লিকেই হাতের মুঠোয় গোটা বিশ্বের প্রবাল দ্বীপের রহস্য! সম্প্রতি গুগল ম্যাপের অন্তর্গত ‘গুগলস স্ট্রিট ভিউ সার্ভিস’-এ পৃথিবীর প্রবাল মানচিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে প্রবাল দ্বীপের উপর নির্ভর করে যে বাস্তুতন্ত্র গড়ে উঠেছে তা নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীদের সুবিধে হবে। শুধু প্রবাল দ্বীপপুঞ্জের ৩৬০ ডিগ্রি অবস্থানই নয়, সমুদ্রের তলায় অল্প আলোয়ও দেখা যাবে দ্বীপের অবস্থান।
|
কাশ্মীর সমস্যার জন্য রাষ্ট্রপুঞ্জকেই দায়ী করলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আজ ভাষণ দিতে গিয়ে জারদারি বলেন, “কাশ্মীর রাষ্ট্রপুঞ্জের ব্যর্থতার প্রতীক হয়েই রয়ে গিয়েছে। আমার মনে হয়, এক মাত্র পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই এই সমস্যার সমাধান হতে পারে।” পরে সাংবাদিকরা জারদারির কাছে রাষ্ট্রপুঞ্জ নিয়ে মন্তব্যের ব্যাখ্যা চাইলেও পাক প্রেসিডেন্ট কিছু বলেননি।
|
আবু হামজার আমেরিকায় প্রত্যর্পণ নিয়ে আপাতত স্থগিতাদেশ দিল ব্রিটেনের এক আদালত। শুনানি না হওয়া পর্যন্ত হামজাকে আমেরিকায় পাঠানো যাবে না।
|
বুধবার জোড়া বিস্ফোরণ হল সিরিয়ার প্রধান সেনা প্রশিক্ষণ শিবিরের ভিতরে। বিদ্রোহীরা এর দায় স্বীকার করে জানিয়েছে বহু মানুষ নিহত হয়েছেন এই হামলায়।
|
গাড়ির সিটের ভিতরে ঢুকে বসেছিলেন এক ব্যক্তি। তাঁর উপর চেপে বসেন অন্য এক জন। স্পেনে অনুপ্রবেশের জন্যই এই কাণ্ড। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়েছেন তিনি।
|
মালবাহী ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে গেল যাত্রী বোঝাই নৌকা। ২০৭ জনকে জীবিত উদ্ধার করা গেলেও মৃত্যু হয়েছে ৮ জনের। বুধবার সুমাত্রায় এই দুঘর্টনাটি ঘটেছে।
|
মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে তেলের ট্যাঙ্কারে ধাক্কা মারে একটি বাস। মারা গিয়েছেন ন’জন। আহত আরও অনেকে। বুধবার উত্তর ফিলিপিন্সের ঘটনা। |