টুকরো খবর
অনাথদের নাম থাকবে ভোটার তালিকায়
অনাথ, আশ্রমবাসী শিষ্যশিষ্যাদের নামও এবার থেকে ভোটার তালিকায় উঠবে বলে জানালেন বর্ধমানের জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা। এতদিন এঁরা ভোট দেবার অধিকার থেকে বঞ্চিত ছিলেন। তিনি বলেন, “নির্বাচন কমিশন এই অনাথ ও আশ্রমবাসীদের ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা করেছে। ঠিক হয়েছে, অনাথদের ভোটার তালিকায় নাম তুলতে গেলে স্থানীয় পঞ্চায়েতের প্রধানকে বয়স সংক্রান্ত শংসাপত্র দিলেই তিনি ‘ভোটার’ হতে পারবেন। আশ্রমবাসীদের ক্ষেত্রে অবশ্য অভিভাবক হিসেবে আশ্রমের গুরু বা গুরুমা’র নাম থাকতে হবে। তবে দু’টি ক্ষেত্রেই নাগরিকদের একটি বিশেষ ফমর্ পূরণ করতে হবে। এমনই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।” প্রশাসন সূত্রে জানানো হয়, জেলায় বর্তমানে ভোটারের সংখ্যা ৫০ লক্ষ ২৮ হাজার ২৬১ জন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে। সংখ্যা ২ লক্ষ ১৭ হাজার ৩১৬ জন। সব চেয়ে কম ভোটার জামুড়িয়া বিধানসভায়, ১ লক্ষ ৭৫ হাজার ৬৭২ জন। জেলায় শতকরা ৯৯.৫৮ ভাগ ভোটারের পরিচয় পত্র রয়েছে। বাকি ২১ হাজার ২৯১ জন ভোটারকে পরিচয়পত্র দেওয়ার কাজ বাকি রয়েছে।

যুবক খুনে গ্রেফতার দুই
বোমা মেরে যুবক খুনে চক্রান্তের অভিযোগে মঙ্গলবার রাতেই দুই যুবককে গ্রেফতার করল কেতুগ্রাম থানার পুলিশ। ধৃতেরা হলেন মানু শেখ ও সাসুদ্দিন শেখ। বাড়ি কেতুগ্রামের কেঁউগুড়ি গ্রামে। বুধবার আদালতে তোলা হলে ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মৌগ্রাম থেকে বাড়ি ফেরার পথে সেচ খালের কাছে বোমার আঘাতে নিহত হন কেঁউগুড়ি গ্রামের জাহির শেখ (৩০)। ইটভাটায় শ্রমিক সরবরাহের কাজ করতেন তিনি। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ইটভাটার অংশীদার ফরিদ শেখের স্ত্রীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল জাহিরের। তার জেরে তাঁকে প্রায়ই খুনের হুমকি দিতেন ফরিদ। পুলিশের ধারণা, চক্রান্ত করে অন্ধকার রাস্তায় একা পেয়ে জাহিরকে লক্ষ করে বোমা ছোড়ে ফরিদ ও দুই ধৃত। জেলা পুলিশ সুপার, সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য জানা যাবে।”

পিটিয়ে যুবক খুন কাটোয়ায়
এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল কাটোয়ায়। পুলিশ জানায়, নিহতের নাম জাস্টিক চৌধুরী (২৮)। বাড়ি কাটোয়ার রাজুয়া গ্রামে। পুলিশ জানায়, কাটোয়াক খয়েরহাট গ্রামের কাছ থেকে রবিবার রাতে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতাল, পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো বিবাদের জেরেই এই ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক কংগ্রেস সমর্থক ছিলেন। স্থানীয় কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, “ওই এলাকায় চুড়পুনি স্কুলে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনের সময়ে জাস্টিকের সঙ্গে সিপিএমের লোকজনের গোলমাল হয়। পরে তাঁকে একা পেয়ে পিটিয়ে খুন করা হয়েছে।” সিপিএম অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

কংগ্রেসের সভা
খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের সমর্থনে বুধবার কাটোয়ায় দিনভর অবস্থান কর্মসূচি পালন করল কংগ্রেস। শহরের নজরুল মঞ্চে ওই কর্মসূচিতে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দাবি করেন, এফডিআই চালু হলে কৃষকেরা আগের থেকে বেশি সুরক্ষিত হবেন। তাঁর অভিযোগ, “সবুজ বিপ্লব বা পরমাণু চুক্তির সময়েও বিরোধী রাজনৈতিক দলগুলি বিভ্রান্তিকর প্রচার করেছিল। এখন এফডিআই নিয়ে তা করছে।” তাঁর বক্তব্য, “বিদেশী পুঁজি এলে ফল-সব্জি বেশি করে সংরক্ষণ হবে। সংরক্ষিত ফল বিদেশে রফতানির সুযোগ বাড়বে। চাষিরা উপকৃত হবেন।” এ দিনের সভায় আইনশৃঙ্খলার উন্নয়ন, চাষিদের থেকে ন্যায্য দামে ধান কেনার দাবিও জানানো হয়।

সিম কার্ড উদ্ধার
একটি দোকানে হানা দিয়ে বুধবার বিভিন্ন কোম্পানির মোবাইল সিম উদ্ধার করল বর্ধমান পুলিশ। শহরের আলুডাঙায় ওই দোকানটিতে এ দিন অভিযান চালানো হয়। পুলিশ জানায়, আফরোজ খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জাল নথিপত্র জমা দিয়ে ওই ব্যক্তি এত দিন ধরে সিম বিক্রির ব্যবসা করছিলেন বলে জানান এসপি সৈয়দ মহম্মদ হোসেন মির্জা। পুলিশ জানায়, মোট ২০০টি সিমের মধ্যে বিভিন্ন সংস্থার কার্ড রয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.