কোন্দলে জখম চার তৃণমূল কর্মী
নিজস্ব সংবাদদাতা • লাউদোহা |
দুই দল তৃণমূল সমর্থকের মধ্যে বচসা হাতাহাতিতে গড়াল লাউদোহার ফরিদপুর থানার মাধাইপুর মোড়ে। মঙ্গলবার রাতে এর জেরে আহত হন চার জন। তাঁদের একজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পক্ষই ঘটনায় দায় চাপিয়েছে অন্যপক্ষের উপর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাধাইপুর মোড়ে তৃণমূলের একটি দলীয় কার্যালয়ের দখল নিয়েই দুই দল তৃণমূল কর্মী-সমর্থকের মধ্যে অশান্তির সূত্রপাত। তৃণমূল নেতা দুর্জয় বিশ্বাসের অনুগামীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে থাকেন অপর তৃণমূল নেতা তুষার ঘোষের অনুগামীরা। দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। জখম হন চার জন। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। দলীয় স্তরে বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দেন তৃণমূলের জেলা (শিল্পাঞ্চল) সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়।
|
এজেন্টকে হেনস্থার অভিযোগে ধৃত
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বিক্ষোভের নামে রানিগঞ্জের জেকে নগর প্রজেক্টের এজেন্টকে হেনস্থার অভিযোগে এক ব্যক্তিকে মঙ্গলবার গ্রেফতার করল নিমচা ফাঁড়ির পুলিশ। তাঁর নাম অজিত মাহাতো। গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার রাতে রানিগঞ্জের ওই ফাঁড়িতে বিক্ষোভ দেখান তৃণমূল ও কেকেএসসির সমর্থকেরা। তাঁদের দাবি, এজেন্টের বিরুদ্ধে তাঁরাও পাল্টা অভিযোগ জানিয়েছিলেন। তাই এজেন্টকেও গ্রেফতার করতে হবে। ঘটনাস্থলে পুলিশ আসতে দেখে বিক্ষোভ থামে।
|
‘প্রতারণা’, আটক
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। রানিগঞ্জের মহম্মদ মমতাজ এবং মহম্মদ মুস্তাকের অভিযোগ, হারু বাদ্যকর নামে ওই ব্যক্তি অন্ডালে ডিভিসি বিদ্যুৎ কারখানায় তাঁদের নিয়োগ করার প্রতিশ্রুতি দিয়ে তাঁদের কাছ থেকে নগদ টাকা নিয়েছিলেন। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বুধবার সকালে হারুবাবুকে আটক করেন তাঁরা। পুলিশ জানায়, প্রতারণার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
|
কয়লা বোঝাই ডাম্পার আটক
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
পাণ্ডবেশ্বরের শোনপুর বাজারি প্রকল্পের কয়লা বোঝাই একটি বড় ডাম্পার আটক করল সিআইএসএফ। বুধবার সকালে বাঁকোলা রেলগেটের সামনে ওই ডাম্পারটি আটকানোর পর সিআইএসএফ সেটি অন্ডাল পুলিশের হাতে তুলে দিয়েছে। খনি কর্তৃপক্ষ অবশ্য বলেন, “গাড়িটি আমাদের কয়লা পরিবহনের কাজে ব্যবহৃত হয়। তবে এ দিন যে কয়লা নিয়ে যাচ্ছিল, সেটা কাদের তা আমরা জানি না।”
|
খনিকর্মীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
কর্মরত অবস্থায় মাথা ঘুরে পড়ে মৃত্যু হল এক খনিকর্মীর। বুধবার শোনপুর বাজারি প্রকল্পের বেসরকারি প্যাচে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম বিকাশন রেড্ডি (৩৫)। খনি সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কাজ করতে করতে মাথা ঘুরে কয়লার চাঙরের উপর পড়ে যান তিনি। খনি কর্তৃপক্ষ জানান, বিধি মেনে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।
|
কলেজে উৎসব
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
মানকর কলেজে বুধবার পালিত হল রজতজয়ন্তী উৎসব। ছিলেন রাজ্যের কারিগরি মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়, গলসির বিধায়ক সুনীলকুমার মণ্ডল। এ দিন একটি ভবনের উদ্বোধনও হয়। |