খেলার টুকরো খবর

ক্রিকেট লিগে দলবদল

বর্ধমান সদর ক্রিকেট লিগে দল বদলের শুরুতেই ঘর ভাঙল শিবাজি সঙ্ঘের। পুরনো দল ছেড়ে অন্য দলে যোগ দিলেন অঙ্কিত রায়, সজল সরকার, অয়ন ঠাকুর, অভীকচন্দ্র মল্লিকের মত নামী ক্রিকেটারেরা। শিবাজিতে কল্যাণ স্মৃতি সঙ্ঘ থেকে এসেছেন উজ্বল দাস ও দিলীপ স্মৃতি সঙ্ঘ থেকে এসেছেন অর্ণব ঘোষ। মিলনীতে গিয়েছেন কল্যাণের রাজিন্দর শর্মা, শিবাজির রানা চৌধুরী ও বিবেকানন্দের জয়জিৎ বসুকে। দল বদলের তৃতীয় দিন পর্যন্ত ৩৫ জন ক্রিকেটার দল বদলেছেন। বদল চলবে ১ অক্টোবর পর্যন্ত।

জিতল জাগরণী

বর্ধমান সদর সুপার ডিভিশন ফুটবলে লোকো সেন্টার অব ইয়ং সোসাইটি ৪-২ গোলে হারাল কল্যাণ স্মৃতি সঙ্ঘকে। লোকোর হয়ে দু’টি গোল করেন সুরজিৎ রায় ও উজ্জ্বল ঘোষ। কল্যাণের পক্ষে দু’টি গোল করেন প্রশান্ত দুলে। সুপার লিগের অপর খেলায় জাগরণী সঙ্ঘ ২-০ গোলে হারায় জাতীয় সঙ্ঘকে। গোল করেন তপন দাস ও বিষ্ণু মুর্মু। দ্বিতীয় ডিভিশন ফুটবলে স্পন্দন মাঠে সুব্রত স্মৃতি সঙ্ঘ ২-০ গোলে হারায় পারবীরহাটা নেতাজী সঙ্ঘকে। গোল করেন বিকাশ মুখোপাধ্যায় ও সুলেমান খান। অপর ম্যাচে বিবেকানন্দ কোচিং সেন্টার ১-০ গোলে হারায় বেগুট মিলন সঙ্ঘকে।

কলেজ ফুটবল

বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ফুটবলে খেতাব জিতল চাঁপাডাঙা রবীন্দ্র মহাবিদ্যালয়। মোহনবাগান মাঠে তারা হুগলির শ্রীগোপাল বন্দ্যোপাধ্যায় কলেজকে ৩-১ গোলে হারায়। চাঁপাডাঙার হয়ে অনিল কিস্কু দু’টি ও তন্ময় সাঁতরা একটি গোল করেন। ব্যবধান কমান দিলীপ মণ্ডল। সেমিফাইনালে চাঁপাডাঙা ১-০ গোলের ব্যবধানে খলিসানি কলেজকে ও শ্রীগোপাল ৩-১ গোলে হরিপাল বিবেকানন্দ কলেজকে হারিয়েছে। মোট ৩৮টি কলেজ এই প্রতিযোগিতায় যোগ দেয়।

হার তানসেনের

মর্ডান বয়েজ ক্লাব আয়োজিত চন্দন দে ও কণকদেবী স্মৃতি ফুটবল প্রতিযোগিতার বুধবার দ্বিতীয় সেমিফাইনাল খেলায় বিজয়ী হল আমরা ক’জন বয়েজ ক্লাব। তারা ক্লাবের মাঠে তানসেন এসিকে ৪ গোলে হারায়। বিজয়ী দলের হয়ে সুমন পতি ও সুরজিৎ বাউড়ি দু’টি করে গোল করেন। ম্যাচের সেরা সুরজিৎ বাউড়ি। খেলা পরিচালনা করেন ওমপ্রকাশ সিংহ, মিহির হাজরা ও তুষারকান্তি বারিক। আয়োজক সংস্থা জানায়, ৩০ সেপ্টেম্বর এ দিনের বিজয়ী দল সুভাষচন্দ্র বয়েজের সঙ্গে ফাইনাল খেলবে।

জয়ী সিধো-কানহু

জামগ্রাম পল্লীমঙ্গল আয়োজিত সনাতন কিস্কু স্মৃতি ফুটবলে বুধবারের খেলায় বিজয়ী হল সিধো কানহু চিত্তরঞ্জন। জামগ্রাম পল্লীমঙ্গল মাঠে তারা পাণ্ডবেশ্বর সিধো কানহুকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১।

জয়ী সত্তা আদিবাসী

ইটাপাড়া বাঘাযতীন ক্লাব আয়োজিত ফুটবলে বুধবারের খেলায় বিজয়ী হল সত্তা আদিবাসী ক্লাব। ইটাপাড়া মাঠে তারা মোহনপুর টাইগার ক্লাবকে ৫-৩ গোলে হারায়।

জয়ী সূর্যসেন

কুমারপুর শীতল সঙ্ঘ আয়োজিত ফুটবলে বুধবারের খেলায় বিজয়ী হল সূর্যসেন পার্ক। টিএমসি মাঠে তারা বরাচককে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য। এ দিনের খেলার সেরা বিজয়ী দলের সন্তু মণ্ডল।

জয়ী আড়ডাঙা

বিবেকানন্দ ব্যায়ামাগার আয়োজিত নয়ন রায় স্মৃতি ফুটবল প্রতিযোগিতার বুধবারের খেলায় বিজয়ী হল আড়াডাঙা এমবিজি। কোটালডিহি মাঠের খেলায় তারা খান্দরা এবিসিকে ১-০ গোলে হারায়।

জিত পূর্বরেলের

ছাত্রসঙ্ঘ আয়োজিত পাবর্তীচরণ রায় ও মঞ্জু চৌধুরী স্মৃতি ফুটবল প্রতিযোগিতার বুধবারের খেলায় বিজয়ী হল পূর্বরেল সিসি। রামসায়র ময়দানের খেলায় তারা এনইউসিএসিকে ১-০ গোলে হারায়।

মহালের জিত

মদনপুর মাঠে ফুটবল প্রতিযোগিতার বুধবারের খেলায় জিতল মহাল এফএ। তারা গণেশ স্মৃতি সঙ্ঘ দুর্গাপুরকে টাইব্রেকারে ৬-৭ গোলে হারায়।

হার চিনাকুড়ির

চিচুড়িয়া সুভাষ সমিতি আয়োজিত ফুটবলে বুধবারের খেলায় বিজয়ী হল চিচুড়িয়া মা মনসা সমিতি। সমিতির ময়দানে খেলায় তারা চিনাকুড়ি একাদশকে ২-১ গোলে হারায়।

জিত চণ্ডীপুরের

জামুড়িয়া থানা আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বুধবারের খেলায় বিজয়ী হল চণ্ডীপুর ভারত সঙ্ঘ। ইকড়া ফুটবল মাঠের খেলায় তারা সার্থকপুরকে ১ গোলে হারায়।

জয়ী হিরাপুর

আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ফুটবল লিগের বুধবারের খেলায় বিজয়ী হল হিরাপুর এমসিটিআই। হিরাপুর এমসিটিআই মাঠে তারা এফপিএকে ১-০ গোলে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.