পুজোর হাওয়া পাড়ায় পাড়ায়
শিলিগুড়ি মিলনপল্লি এ বার ৬৮ বছরে
ভিড় টানতে
বৈদিক সভ্যতার সেই চতুরাশ্রমের (ব্রহ্মচর্য থেকে সন্ন্যাস) থিম জীবন্ত হয়ে উঠবে ৭ মিনিটের আলো ও ধ্বনিতে। সুদীপ্ত পালের নির্দেশনায় শিল্পীদের অভিনয়। পেরেক, ঠান্ডা পানীয়ের বোতলের ছিপি দিয়ে তৈরি প্রতিমা।
গর্বের বিষয় চিন্তার বিষয়
জাতিধর্ম নির্বিশেষে পাড়ার সব পরিবারের মহিলাদের অংশগ্রহণ। ধুনুচি নাচ, শাঁখ বাজানো, উলু দেওয়ার প্রতিযোগিতা। ফি বছর নানা বিভাগে সেরার সুবাদে একাধিক পুরস্কার। চাঁদা তোলা, পুজোর জন্য ছোটাছুটিতে আগ্রহী তরুণ-তরুণীদের সংখ্যা খুবই কম। যা ভিড় হয়, স্টেশন ফিডার রোডে একমুখী যান চলাচলের ব্যবস্থা পুলিশ-প্রশাসন করবে তো?
বর্ণালী দাস, ছাত্রী
চতুরাশ্রম ব্যাপারটা কী তা আশা করি এখনকার ছোটরা পুজো দেখে কিছুটা বুঝতে পারবে। পুজোয় আনন্দ করতে গিয়ে যাতে কারও অসুবিধে না-হয়, সেটা ক্লাব, পাড়ার লোক, শহরবাসীর খেয়াল রাখা উচিত। বিশেষত, শব্দবিধি যেন অমান্য না-হয়।
মায়া মৈত্র, প্রবীণা
সারা বছর সকলেই নানা কারণে ব্যস্ত। দেখাশোনা হয় খুব কম। পুজোর কদিন আরতি, নানা প্রতিযোগিতা, ভোগ, একসঙ্গে খাওয়াদাওয়া, এটা আমাদের একসূত্রে বাঁধে। এটাই আমাদের পাওয়া।
জয়ন্ত সাহা, সম্পাদক

আধুনিকতা আসবেই। তা বলে অতীতের যা কিছু ভাল তা ভুলে যাব? স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষে বৈদিক সভ্যতার কথায় মাথায় রেখে থিম। জনতার সমাদর এ বারও পাব।
বাজেট সাত লক্ষ
অর্থ সংগ্রহ করা হবে সদস্য, পাড়ার লোক, ব্যবসায়ী সংগঠনের থেকে চাঁদা ও নানা ‘স্পনসর’-এর থেকে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.