টুকরো খবর
সচেতনতায় পুতুল নাটক পুরুলিয়ায়
পুতুলরা বলছে, রোগ হলে আর বাড়িতে বসে থেকো না। স্বাস্থ্যকেন্দ্রে যাও। চিকিৎসা পাবে, ওষুধও পাবে। তাড়াতাড়ি সুস্থ হবে। বাসিন্দাদের সচেতন করতে পুরুলিয়া জেলার বিভিন্ন গ্রামে গত কয়েক দিন ধরে পুতুল নাটকের আসর বসিয়ে এ ভাবেই সচেতনতার প্রচার চালানো হল। আয়োজন করেছিল একটি সংস্থা। সম্প্রতি মানবাজার থানার কয়েকটি গ্রামেও এই পুতুল নাটক দেখানো হয়। সংস্থার প্রকল্প আধিকারিক মথুর মাহাতো বলেন, “১৫-২৫ সেপ্টেম্বর পুতুল নাটকের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা মূলক প্রচার চালানো হয়। মূলত যক্ষ্মা, কুষ্ঠ প্রভৃতি রোগ সম্পর্কে মানুষকে অবহিত করা ও কী ভাবে বিনামূল্যে কোথা থেকে চিকিৎসা পাওয়া যেতে পারে, তার বিশদ তথ্য নাটকের মধ্যে রাখা হয়েছে।”
ছবি: সমীর দত্ত।
বাসিন্দাদের বোঝার সুবিধার জন্য নাটকের সংলাপে গ্রামীন ভাষা ব্যবহার করা হয়েছে। পুতুল নাটকের মাধ্যমে সহজে বাসিন্দাদের কাছে বার্তা পৌঁছে দেওয়া যাচ্ছে। ভাল সাড়াও পাওয়া গিয়েছে। কয়েক মাস আগে বাল্যবিবাহ রোধ করা-সহ কিছু সামাজিক সচেতনতা মূলক বিষয় নিয়ে রঘুনাথপুর মহকুমা এলাকায় কথা-বলা পুতুলের মাধ্যমে প্রচার চালিয়ে ব্যাপক সাড়া পেয়েছিল প্রশাসন। তার পর পুতুলের নাটককে প্রচারের হাতিয়ার করায় শিল্পীরাও উৎসাহিত। তাঁদের বক্তব্য, “লোক শিল্পে সমৃদ্ধ এই জেলায় প্রশাসন ও বিভিন্ন সংস্থা এই ধরনের কাজে তাঁদের সাহায্য চাইলে, তাঁরা এগিয়ে আসবেন।”

রক্তপরীক্ষার রিপোর্ট ভুল
এক রোগীর রক্ত পরীক্ষা করে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে রায়গঞ্জের উকিলপাড়ার একটি বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাবরেটরির বিরুদ্ধে। কালিয়াগঞ্জের আটঘড়া এলাকার বাসিন্দা রোগিনীর ছেলে নরেশ মালাকার মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ থানায় ওই ল্যাবের মালিক তথা চিকিৎসক শান্তুনু দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। নরেশবাবুর অভিযোগ, “মায়ের রক্তের গ্রুপ এ-পজিটিভ। ল্যাবে গ্রুপ এ-নেগেটিভ বলে রিপোর্ট দেওয়া হয়েছিল। পরে রায়গঞ্জ জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত আনতে গেলে সেখানে রক্ত পরীক্ষার পর সরকারিভাবে মায়ের রক্তের গ্রুপ এ পজিটিভ বলে ধরা পড়ে।” অভিযুক্ত চিকিৎসক শান্তনুবাবু বলেন, “ওই রোগীর অ্যান্টিবডি স্তর কম ছিল বা রক্তের গ্রুপ নির্ণয়ের কিটে ক্রুটির কারণে ভুল রিপোর্ট এসেছিল। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।” জরায়ুতে সংক্রমণে৫ সেপ্টেম্বর আটঘড়ার ৭০ বছর বয়সী রাজুবালা মালাকার নামে রোগিণীকে তাঁর পরিবারের লোক এক স্ত্রী রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। ওচিকিৎসকের পরামর্শে রাজুবালাদেবীকে ওই ল্যাবে রক্তের গ্রুপ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।

কামান আনাল কুলটি পুরসভা
দেরিতে হলেও ঘুম ভেঙেছে কুলটি পুরসভার। ডেঙ্গি ও মশাবাহিত রোগের প্রকোপ থেকে নাগরিকদের রক্ষা করতে মশা মারার কামান এনেছেন পুর কর্তৃপক্ষ। পুরসভার চেয়ারম্যান বাচ্চু রায় জানিয়েছেন, তিনটি কামান আনা হয়েছে। ৩৫টি ওয়ার্ডকে তিন ভাগে ভাগ করে প্রতিদিন সন্ধ্যায় এই কামান থেকে এলাকায় কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। তরল কীটনাশক প্রয়োগ করেও ফল না মেলায় ওই কামানগুলি আনা হয়েছে।

নার্সিংহোমের ক্যান্টিনে আগুন
ছবি: বিকাশ মশান।
নার্সিংহোম থেকে ধোঁয়া বের হওয়ায় আতঙ্ক ছড়াল সিটি সেন্টার এলাকায়। মঙ্গলবারের ঘটনা। খবর পেয়ে দমকল কর্মীরা দু’টি ইঞ্জিন নিয়ে আসেন। তবে তার আগে নার্সিংহোমের নিরাপত্তা রক্ষীরাই আগুন আয়ত্তে আনেন। নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছেন, রান্নাঘরে আগুন লেগেছিল। দমকল সূত্রে জানা গিয়েছে, রান্নার গ্যাসের পাইপের ফুটো দিয়ে গ্যাস বাইরে বেরিয়ে আগুন ধরে যায়। ধোঁয়ায় ভরে যায় এলাকা। খবর ছড়িয়ে পড়তেই তিনতলা ভবনটিতে থাকা রোগী ও বাইরে থাকা রোগীর আত্মীয়েরা আতঙ্কিত হয়ে পড়েন। নার্সিংহোম কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে খবর দেন দমকলে। নার্সিংহোমের কর্মীরা লেগে পড়েন আগুন নেভানোর কাজে। দ্রুত গ্যাসের সিলিন্ডারগুলি বের করে দেওয়া হয়।

নয়া উদ্যোগ
বারাসত জেলা হাসপাতালে মঙ্গলবার চালু হল বার্ন ইউনিট। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন স্থানীয় সাংসদ কাকলী ঘোষদস্তিদার, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এ দিনই পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে ভাষাচর্চা কেন্দ্রের শিলান্যাস করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয় অঞ্চলে বাসরুট উদ্বোধন করেন পরিবহণমন্ত্রী মদন মিত্র।

শিবির
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ও ছাত্র সংসদের সহযোগিতায় মঙ্গলবার রাধাকৃষ্ণণ হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন উপার্চায রঞ্জন চক্রবর্তী। উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ বিভাগের ডিন জয়ন্তকিশোর নন্দী। শিবিরে ৫৩ জন রক্ত দেন।

রায়গঞ্জের হোম নিয়ে বৈঠক
রায়গঞ্জের মূক-বধিরদের হোম থেকে শিশু শ্রমিক সংক্রান্ত মামলা ও নানা মামলায় অভিযুক্তদের সরানো নিয়ে মঙ্গলবার দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী সাবিত্রী মিত্র।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.