প্রত্যাবর্তনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আবার এক পরীক্ষার সামনে পড়তে হল হরভজন সিংহকে। আইসিসি-র ডোপ পরীক্ষা।
মঙ্গলবারই হরভজন-সহ তিন ভারতীয় ক্রিকেটারকে ডোপ পরীক্ষায় বসতে হল। প্রথমবার ডোপ পরীক্ষার পরে একটু টেনশনে ছিলেন হরভজন। দ্বিতীয়বার ডোপ পরীক্ষার পর সেই টেনশন কেটে যায়। জানা গিয়েছে, হরভজনের সঙ্গে এ দিন সহবাগ-অশ্বিনেরও ডোপ পরীক্ষা হয়েছে। তবে ভারতীয় টিম ম্যানেজার জানিয়েছেন, এ সব নিছকই রুটিন ব্যাপার।
তবে শুধু ডোপ পরীক্ষাই নয়, শুক্রবারের ম্যাচের আগে ভারতীয়দের ঝক্কি পোহাতে হচ্ছে বীরেন্দ্র সহবাগের চোট নিয়েও। টিম ইন্ডিয়া-র বিস্ফোরক ওপেনার এখনও পুরো সুস্থ নন। সহবাগ এ দিন কলম্বোর কোল্ট ক্রিকেট ক্লাবের চেয়ারে ঠায় বসে কাটালেন। ইংল্যান্ড ম্যাচের আগে নেটে আঙুলে চোট পেয়েছিলেন। স্টুয়ার্ট ব্রডের টিমের বিরুদ্ধে খেলেনওনি সহবাগ। টিমের পক্ষ থেকে জানানো হয়েছিল, চোট সিরিয়াস নয়। বরং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিট সহবাগকে লাগবে। দল আগেই সুপার এইটের টিকিট পেয়ে যাওয়ায় তাই ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে রাখা হয়নি। কিন্তু ঘটনা হল, মঙ্গলবারের নেটেও ব্যাট হাতে নামেননি সহবাগ। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটে ওপেন করা ইরফান পাঠানই নেটে যান সবার আগে। সব কিছু দেখে জল্পনা উড়ছে— শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সহবাগ নামছেন তো? কতটা ফিট তিনি? |
এর মধ্যেই আবার অস্ট্রেলিয়া ‘চিন মিউজিক’ শোনাতে শুরু করে দিল। অস্ট্রেলিয়ার আগুনে পেসার প্যাট কামিন্স পরিষ্কার জানিয়ে দিলেন ২৮ সেপ্টেম্বর ভারতীয়দের জন্য অজি দাওয়াই হবে শর্ট পিচ ডেলিভারি। বেশ কিছু বল চলে আসবে মুখের কাছাকাছি। শুধু তিনিই নন, তাঁর বোলিং সঙ্গী মিচেল স্টার্কও ছেড়ে কথা বলবেন না ভারতীয় ব্যাটসম্যানদের। আর তাঁদের প্রিয় ‘খাদ্য’ কারা? “কেন সুরেশ রায়না। গৌতম গম্ভীর। আরও কয়েক জন আছে যারা মোটেই শর্ট পিচড ডেলিভারি খুব ভাল একটা খেলতে পারে না,” মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্র্যাক্টিস শেষে বলে দিলেন কামিন্স। সোজা বাংলায়, কুড়ি ওভারের ক্রিকেটেও টিম অস্ট্রেলিয়া-র ধোনি-বধের ছক পরিষ্কার— প্রচণ্ড গতিতে বল শরীরের ভিতরে আনো, শর্ট পিচ করো মাঝেমধ্যে, তার পর দেখা যাবে কী দাঁড়ায়। “আমি আছি। মিচেল স্টার্ক আছে। দু’জনেই চেষ্টা করব শর্ট করে-করে ভারতীয়দের যতটা সম্ভব সমস্যায় ফেলা যায়,” শ্লেষ ভাসছে কামিন্সের গলায়।
কামিন্সদের সামলাতে কি হতে পারে ভারতের প্রথম এগারো? সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কি ছয় ব্যাটসম্যান, পাঁচ বোলারের ছক থাকছে? নাকি সাত ব্যাটসম্যানের পছন্দের ছকে ফিরে যাবেন ভারত অধিনায়ক? জাহির খানকে নিয়েও তো প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে যাঁর ফর্ম বেশ খারাপ। ভরসার নাম শুধু স্পিন। হরভজন সিংহ যে ভাবে ইংরেজদের একাই ধ্বংস করেছেন, তাতে ধোনির চিন্তা অনেকটাই কমেছে। ভাজ্জির পাশাপাশি প্রথম এগারোয় সম্ভবত ঢুকছেন রবিচন্দ্রন অশ্বিনও। |
কিন্তু স্পিনের রক্তচক্ষুতেও ভয় আর সে ভাবে ক্যাঙারুরা পাচ্ছে কোথায়? উপমহাদেশের পিচেও!
পাল্টা ওষুধ হিসেবে তিনটে নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে। শেন ওয়াটসন। ডেভিড ওয়ার্নার। মাইকেল হাসি। চলতি টুর্নামেন্ট এখনও পর্যন্ত যাদের দুর্ধর্ষ যাচ্ছে। অস্ট্রেলীয় শিবির মনে করছে, শুক্রবারের ম্যাচেও এরাই ফের টেনে দেবেন। এমনকী ভারতীয়দের স্পিনের ফাঁসে ইংরেজদের দমবন্ধ হতে দেখেও বিশেষ কোনও হেলদোল নেই। এ ক্ষেত্রেও কামিন্সের গর্জন, “আমাদের থিঙ্কট্যাঙ্ক তো আর বসে নেই। আমি নিজে ব্যাটিংটা অত ভাল বুঝি না। কিন্তু যারা বোঝে, তারা সে ভাবেই তৈরি হচ্ছে। প্ল্যান করছে, কী ভাবে শ্রীলঙ্কার মাটিতে স্পিন সামলানো যায়।” সঙ্গে যোগ করছেন, “ওদের টিমের সবাই আইপিএল খেলে। উপমহাদেশের উইকেটে টি-টোয়েন্টি ম্যাচে যে অভিজ্ঞতা কাজে দেবে। কিন্তু আমরাও ওদের দেখেছি কয়েক দিন আগে। গত গ্রীষ্মেই, অস্ট্রেলিয়াতে। সেই মধু অভিজ্ঞতাটা আবার আমাদের কাজে লাগবে।”
খোঁচাটা ধরা যাচ্ছে? ০-৪ ‘হোয়াইওয়াশের’ দুঃস্বপ্নের স্মৃতিতে তো আজও মরচে পড়েনি টিম ধোনির!
|
টিম ইন্ডিয়ার আপডেট |
• বীরেন্দ্র সহবাগের আঙুলের চোট এখনও সারেনি। মঙ্গলবার মাঠের বাইরে চেয়ারে বসে কাটালেন। নেট প্র্যাকটিসে নামেননি।
• ডোপ পরীক্ষা হল তিন ভারতীয়র। টিম ম্যানেজার জানিয়েছেন, আইসিসি-র রুটিন মাফিক পরীক্ষা।
• নেটে এ দিন সবার আগে ব্যাট হাতে দেখা গেল ইরফান পাঠানকে। জল্পনা চলছে, তা হলে অস্ট্রেলিয়া ম্যাচেও কি ওপেনার ইরফান? |
|