টুকরো খবর |
শিলদা মামলায় বিক্রমের হাজিরা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অন্য একাধিক মামলার সঙ্গে শিলদা-কাণ্ডেও অভিযুক্ত মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম। মঙ্গলবার শিলদা মামলাতেই তাঁকে হাজির করা হয়েছিল মেদিনীপুর আদালতে। গত বছরের ১৬ ডিসেম্বর থেকে শিলদার মামলার বিচার প্রক্রিয়া চলছে মেদিনীপুরের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক শুভেন্দু সামন্ত’র এজলাসে। এ দিন সেখানেই তোলা হয়েছিল বিক্রমকে। বিচারক ২৯ সেপ্টেম্বর তাঁকে আদালতে হাজির করানোর নির্দেশ দেন। এই মামলায় এখনও পর্যন্ত মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এঁদের মধ্যে দু’জন নাবালক-নাবালিকা। |
|
মেদিনীপুর আদালতে বিক্রম।—নিজস্ব চিত্র। |
ধৃতদের মধ্যে রয়েছেন সুদীপ চোঙদার, অনু মাইতি, কাজল মাহাতো, শুকলাল মাহাতো, লোচন সিংহ সর্দার প্রমুখ। বিচারের জন্য মামলাটি আগেই দায়রা-সোপর্দ করেছিল ঝাড়গ্রামের এসিজেএম আদালত। পরে মেদিনীপুরের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে বিচারের জন্য মামলাটির চার্জগঠন হয়। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ’র ৬টি ধারা, ভারতীয় দণ্ডবিধির ৫টি ধারা ও অস্ত্র-আইনের একটি ধারায় বিচার চলছে। বিচার চলাকালীন আরও কয়েকজন অভিযুক্ত ধরা পড়ায় মামলাটির তদন্ত চালিয়ে যাচ্ছে সিআইডি। ২০১০ সালের ১৫ ফ্রেব্রুয়ারি শিলদায় ইএফআর ক্যাম্পে হামলা চালিয়েছিল মাওবাদীরা। প্রাণ হারিয়েছিলেন ২৪ জন জওয়ান।
|
ছাত্র সংঘর্ষ, জখম ৬
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
খড়্গপুর কলেজে তখন চলেছে শুশ্রূষা। ছবি: রামপ্রসাদ সাউ। |
এ বার ছাত্র সংঘর্ষ খড়্গপুর কলেজে। সিপি-টিএমসিপি সংঘর্ষে মঙ্গলবার দুপুরে ৬ জন জখম হন। আগামী ১২ অক্টোবর খড়্গপুর কলেজে ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ এখন এসএফআইয়ের দখলে। এ দিন বিকেলে কলেজে সর্বদল বৈঠক ছিল। তার আগেই গোলমাল বাধে। টিএমসিপি নেতা তাপস ভুঁইয়া বলেন, “আমাদের এক সমর্থকের উপর সিপি’র ছেলেরা চড়াও হয়।” সিপি নেতা অমিত পাণ্ডের বক্তব্য, “এক ছাত্র আমাদের প্রার্থী হতে চেয়েছিলেন। তাঁর উপর হামলা হয়।” খড়্গপুরের এসএফআই নেতা রাজীব মণ্ডল বলেন, “আমরা উদ্বিগ্ন। কর্তৃপক্ষের উচিত, সুষ্ঠু ভাবে নির্বাচন করতে পদক্ষেপ করা।”
|
আলোচনাসভা
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
‘মেঘনাদবধ কাব্য’ রচনার ১৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে দাঁতন-১ ব্লকের বীরভদ্রপুর রঘুনাথপুর হাইস্কুলের উদ্যোগে স্কুলের অনুষ্ঠান কক্ষে মধুসূদন দত্তের জীবন ও সাহিত্য নিয়ে একটি আলোচনাসভা আয়োজিত হয়। প্রধান শিক্ষক শিবশঙ্কর সেনাপতি ছাড়াও ছিলেন সাহিত্য গবেষক যতীন্দ্রনাথ মিশ্র ও কালীপদ প্রধান। |
|