টুকরো খবর
গরু পাচার বন্ধে স্মারকলিপি
এসডিপিও অফিসের সামনে বাসিন্দাদের বিক্ষোভ। ছবি: পার্থসারথি নন্দী।
দীর্ঘদিন ধরেই গাইঘাটার ডুমা পঞ্চায়েতের ছোট সেহানা এবং বড় সেহানা গ্রামের মানুষ গরু পাচারকারীদের দৌরাত্ম্যে দিশেহারা। পাচার বন্ধের দাবিতে মঙ্গলবার ট্রাকে করে কয়েকশো বাসিন্দা গাইঘাটা থানায় গিয়ে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপি দেওয়া হয় বনগাঁর এসডিপিও রূপান্তর সেনগুপ্তকেও। গ্রামবাসীরা জানান, বড় সেহানা গ্রামের ইটের রাস্তা দিয়ে আশপাশের প্রায় চারটি মানুষ যাতায়াত করেন। অভিযোগ, ওই রাস্তা দিয়েই পাচারকারীরা গরু নিয়ে যায়। স্কুলছাত্রী, মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করা হয়। প্রতিবাদ করলে গ্রামবাসীদের মারধর করা হয়। এমনকী প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। প্রসঙ্গত, ২৩ সেপ্টেম্বর বড় এবং ছোট সেহানা গ্রামের দুই যুবককে পাচারকারীরা মারধর করেছিল বলে অভিযোগ। প্রতিবাদে গ্রামবাসীরা কয়েকটি ক্লাবঘর এবং বাড়িতে ভাঙচুর চালান। রেল অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ জানায়, বড় সেহানা গ্রামের এক যুবককে মারধরের অভিযোগে সোমবার মাধব পাড়ুই, বিশ্বজিৎ পাড়ুই এবং সুশান্ত গায়েনকে গ্রেফতার করা হয়। পাচার বন্ধে পুলিশ পদক্ষেপ করছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

রাতের অন্ধকারে শতাধিক গাছ চুরি
—নিজস্ব চিত্র।
রাতারাতি বিশ্বভারতীর শতাধিক গাছ কেটে নিল দুষ্কৃতীরা। শান্তিনিকেতনের কালীগঞ্জ আদিবাসীপাড়া লাগোয়া ওই বনশিরীষ ও সোনাঝুরি গাছগুলি রবিবার গভীর রাতে চুরি গিয়েছে। সোমবার সকালে এই ঘটনা নজরে আসার পরই বিশ্বভারতী কর্তৃপক্ষ ওই এলাকায় বেসরকারি নিরাপত্তারক্ষী মোতায়েন করেছেন। মঙ্গলবার সকালে বিশ্বভারতীর উদ্যান বিভাগ শান্তিনিকেতন তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ জানিয়েছে। বিশ্বভারতী ও স্থানীয় সূত্রে খবর, কালীগঞ্জ আদিবাসীপাড়া লাগোয়া বিশ্বভারতীর জমি থেকে প্রায় একশোটিরও বেশি গাছ কেটে নেওয়া হয়েছে। চুরির ঘটনা নজরে আসার পর বিশ্বভারতীর নিরাপত্তা আধিকারিক সুপ্রিয় গঙ্গোপাধ্যায় সোমবার থেকেই সেখানে নিরাপত্তারক্ষী মোতায়েন করেছেন। এ ভাবে এতগুলি গাছ চুরি হয়ে যাওয়ায় বিশ্বভারতীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। সুপ্রিয়বাবু অশ্য বলেন, “সংশ্লিষ্ট সব মহলকে বিষয়টি জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ মেনে ব্যবস্থা নেওয়া হবে।” প্রসঙ্গত, ২০০৪ সালেই নোবেল চুরির পাশাপাশি উত্তরায়ণ প্রাঙ্গন থেকে চন্দন গাছও চুরি গিয়েছিল। তবে একসঙ্গে এতগুলি গাছ কেটে ফেলার ঘটনা বিশ্বভারতীর ইতিহাসে প্রথম। এ দিন উপাচার্য শ্রীলঙ্কায় চলে যাওয়ায় গাছচুরির প্রসঙ্গে তাঁর বক্তব্য জানা যায়নি। তবে বীরভূম বন বিভাগের বোলপুর রেঞ্জার অনিল চট্টোপাধ্যায় বলেন, “গাছ কাটার জন্য বনদফতরের কাছ থেকে কেউ অনুমতি নেয়নি। বেআইনি ভাবে ওই গাছগুলি কাটা হয়েছে।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

হনুমানের হানা
এক হনুমানের উপদ্রবে আতঙ্ক ছড়িয়েছে নবদ্বীপের স্টেশন সংলগ্ন ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায়। মঙ্গলবার পর্যন্ত তার কামড়ে তিন জন জখম হয়েছেন। আহতদের মধ্যে ২ জন মহিলা ও ১ জন বালক। জখম বালক নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। কিরণ দেবনাথ নামে আহত মহিলার আঘাত গুরুতর হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করানো হয়েছে। অপর জখম মহিলা বাড়িতেই রয়েছেন। তাঁর আঘাত গুরুতর নয়। ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেসের আশিস চক্রবর্তী বলেন, “বন দফতরকে লিখিতভাবে জানিয়েছি। তবে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে রয়েছেন।”

সাপের ছোবলে মৃত্যু খানাকুলে
সাপের ছোবলে মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে হুগলি জেলার খানাকুলের অমরপুরে। পুলিশ জানায়, মৃতের নাম সরোজ দলুই (১১)। ঘুমন্ত থাকা অবস্থায় সাপ তাকে ছোবল মারে। রাতেই খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। মৃতদেহ ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

সবুজায়ন নিয়ে
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নগরায়ণের পাশাপাশি দরকার সবুজায়নও। এগিয়ে আসতে হবে কেন্দ্রকে। প্রতিটি শহরের আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে গাছ লাগাতে হবে। মঙ্গলবার উন্নয়ন ভবনে কেএমডিএ আয়োজিত সবুজায়নের উপরে এক আলোচনাসভায় এমন মতই উঠে এল বিভিন্ন বিশেষজ্ঞের কথায়। বিভিন্ন রাজ্যের জন্য বরাদ্দ হওয়া কেন্দ্রীয় প্রকল্পে সবুজায়ন বাধ্যতামূলক করতে হবে বলেও আলোচিত হয়। সভার সহ-উদ্যোক্তা ছিল দেশের বিভিন্ন পুরসভা ও উন্নয়ন সংস্থাগুলির সংগঠন ‘অল মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্ট অথরিটি’ (আমডা)। অনুষ্ঠানের উদ্বোধন করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

গ্রেফতার তিন
গোসাপ বিক্রির জন্য জড়ো হওয়া তিন ব্যক্তিকে গলাইদড়ি এলাকা থেকে মঙ্গলবার চাপড়া থানার পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের নাম রফিক সরকার, আসান আলি শেখ ও বশির শেখ। তারা সকলেই চাপড়া থানার বাসিন্দা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.