টুকরো খবর
এন্টালিতে দর্জি গুলিবিদ্ধ
রক্তে মাখা দোকান। নিজস্ব চিত্র
শহরের কয়েকটি জায়গায় ছিনতাই করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তার মধ্যেই মঙ্গলবার বিকেলে এন্টালির লালমোহন ভট্টাচার্য লেনে একটি দর্জির দোকানে চড়াও হয়ে তার মালিককে গুলি করে পালাল কয়েক জন দুষ্কৃতী। এই ঘটনায় আরও এক বার প্রশ্নের মুখে নাগরিক-নিরাপত্তার হাল। পুলিশ জানায়, মহম্মদ ওমর হোসেন নামে বছর তিরিশের এক যুবকের দর্জির দোকান রয়েছে ৮৫/২ লালমোহন ভট্টাচার্য লেনে। দোকানটি তাঁর বাবার। স্থানীয় ছাতুবাবু লেনের বাসিন্দা ওমরই এখন দোকান দেখাশোনা করেন। এ দিন বিকেল সওয়া পাঁচটা নাগাদ ওমর দোকানে কাজের তদারকি করছিলেন। তখনই সিআইটি রোডের দিক থেকে তিন যুবক এসে তাঁর দোকানের সামনে দাঁড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তিন জনকে দেখেই লোহার ছোট সিঁড়ি বেয়ে দোকানের দেড় তলায় পালাতে যান ওমর। তাঁকে লক্ষ করে আগন্তুকদের এক জন দু’রাউন্ড গুলি ছোড়ে। গুলি লাগে ওমরের কোমর ও উরুতে। রক্তাক্ত অবস্থায় সিঁড়িতে বসে পড়েন তিনি। সেই সুযোগে ওই তিন যুবক হেঁটেই এলাকা ছেড়ে পালায়। আশপাশের লোকজন ওমরকে হাসপাতালে নিয়ে যান। পুলিশের গোয়েন্দাপ্রধান পল্লবকান্তি ঘোষ জানান, তদন্ত চলছে।

বিজ্ঞাপনী কর, পুজোগুলির পাশে মুখ্যমন্ত্রী
টেন্ডারে দেওয়া একটি এজেন্সির মাধ্যমে পুজো মণ্ডপে বিজ্ঞাপনের কর তোলার বরাত বাতিল করল কলকাতা পুরসভা। শহরের বিভিন্ন পুজো প্যান্ডেলে বিভিন্ন বিজ্ঞাপনী হোর্ডিং, গেট ইত্যাদি থেকে কর আদায়ের জন্য গত তিন বছরের মতো এ বারও টেন্ডারের মাধ্যমে একটি সংস্থাকে নিয়োগ করেছিল। চুক্তি বাবদ ওই সংস্থা পুরসভায় সাড়ে ৯১ লক্ষ টাকা জমাও দেয়। সম্প্রতি শহরের একাধিক পুজো কমিটির কর্তা মুখ্যমন্ত্রীকে জানান, একটি সংস্থা এ ভাবে বরাতের ‘মুনাফা’ তুলতে অন্য সংস্থাদের উপরে ‘চাপ’ বাড়াচ্ছে। তাই সেই সংস্থারা ব্যানার, হোর্ডিং দিতে নারাজ। কমিটিগুলির পুজোর খরচ তুলতেও সমস্যা হচ্ছে। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই সংস্থার বরাত বাতিলের নির্দেশ দেন মেয়রকে। সেই মতো মঙ্গলবার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “ওই এজেন্সির ওয়ার্ক অর্ডার বাতিল করে জমা দেওয়া টাকাও ফেরত দেওয়া হচ্ছে।” এ দিন বিধানসভা ভবনে তাঁর সঙ্গেই বিষয়টি ঘোষণা করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁরা দু’জনেই দু’টি বড় পুজোর উদ্যোক্তা। অরূপবাবুর বক্তব্য, “মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে কয়েকশো পুজো উপকৃত হবে।”

দুষ্কৃতী হামলা
বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে কোপালো একদল দুষ্কৃতী। মঙ্গলবার, বাগুইআটিতে। গুরুতর জখম বঙ্কিম রায় (৩৫) নামে ওই ব্যক্তি আর জি করে ভর্তি। পুলিশ জানায়, পুরনো ছাঁট লোহা, টিন কেনা-বেচার ব্যবসায়ী বঙ্কিমের নামে থানায় বিভিন্ন দুষ্কর্মের অভিযোগ আছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.