ইলিশ আসছে না। কিন্তু পুজোর আগে কলকাতায় হাজির ঢাকাই জামদানি। একটা-দুটো নয়, গোটা পঁচিশ বিপণি বোঝাই একেবারে মেলা জামদানি। কলকাতায় বঙ্গবন্ধু অ্যাভেনিউয়ের উপ-দূতাবাসে বুধবার শুরু হয়ে ‘বাংলাদেশ জামদানি মেলা’ চলবে ২ অক্টোবর পর্যন্ত। বেলা ২টো থেকে রাত ৮টা পর্যন্ত। থাকবে অন্য ধরনের কিছু পোশাকও। বুধবার সন্ধ্যায় মেলার সূচনায় থাকবেন রাজ্যের শিল্প-বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।
|
পানাগড়ে ‘আঞ্চলিক হাব’ তৈরির জন্য মারুতি-সুজুকিকে জমি দিতে নীতিগত ভাবে রাজি রাজ্য শিল্পোন্নয়ন নিগম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিল্প দফতর। উল্লেখ্য, শিলিগুড়ি ও পানাগড়ে দু’টি হাব তৈরির প্রস্তাব দিয়েছিল মারুতি। সরকারি সূত্রে খবর, পানাগড় শিল্প-তালুকে তাদের ৪০ একর জমি দেওয়ার কথা ভাবছে নিগম। বিষয়টি শিল্প দফতরের কাছে পাঠিয়েছে তারা। অন্য দিকে, গুড়গাঁওয়ের কারখানার কর্মীদের নতুন বেতন চুক্তি চূড়ান্ত করেছেন মারুতি কর্তৃপক্ষ।
|
বৈদ্যুতিন ব্যবস্থায় এক লক্ষ টাকা পর্যন্ত পাঠানোয় কোনও চার্জ না-নিতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বর্তমানে এই ব্যবস্থায় এক লক্ষ টাকা পর্যন্ত পাঠাতে ৫ টাকা করে চার্জ নেয় ব্যাঙ্কগুলি। ১০ হাজার টাকা পর্যন্ত পাঠানোর খরচ পড়ে ২.৫০ টাকা। এক থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত পাঠানোর ক্ষেত্রে অবশ্য এখনকার ১৫ টাকা চার্জই বহাল থাকার সম্ভাবনা।
|
চলতি মাসেই ভারতে ৩টি শাখা বন্ধ করছে বার্কলেজ। ছাঁটাই হতে পারেন ব্রিটেনের চতুর্থ বৃহত্তম ব্যাঙ্কের ৪০ কর্মী। ব্যাঙ্ক সূত্রে দাবি, কর্পোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিংয়ে জোর দিতেই এই সিদ্ধান্ত। |