বালি ভর্তি লরিতে ছাঁট লোহা পাচারের অভিযোগে হাতেনাতে ধরা পড়ল এক লোহা মাফিয়া। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বার্নপুরের ইস্কো কারখানায়। এই লোহা পাচারের অভিযোগে মনু মাহাতোকে পাকড়াও করে সিআইএসএফ। পরে তাকে হিরাপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ দিন সকালে কারখানার গেটে কর্তব্যরত সিআইএসএফ কর্মী দয়ারাম নুনিয়া কারখানা থেকে বালি বোঝাই লরি বেরোতে দেখে দাঁড় করান। পরীক্ষার সময় দেখতে পান, প্রায় ১২০ কেজি ছাঁট লোহা পাচার হচ্ছিল।
|
গণধর্ষণে অভিযুক্ত দু’জনকে লছিপুরে যৌনপল্লি থেকে গ্রেফতার করল কুলটি থানার পুলিশ। পুলিশ জানায়, গত ১২ জুন চিনাকুড়ি এলাকায় এক মহিলাকে কয়েক জন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। ধৃত কার্তিক হাজরা ও সঞ্জয় হাজরা সেই ঘটনায় অভিযুক্ত। একই ঘটনায় আরও এক অভিযুক্ত মকর বাউড়িকেও খুঁজছে পুলিশ।
|
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় জখম দুই মহিলার মৃত্যু হল। কুলটির মিঠানির ঘটনা। মঙ্গলবার আসানসোল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়েছে। মৃতাদের নাম শান্তি দেবী (৭০) ও রিনা দেবী (২৫)। সোমবার সন্ধ্যায় রান্না করার সময় স্টোভের আগুন থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লেগেছিল। |