আবার জল বাড়ল ফুলহারে। স্বাভাবিক নিয়মে ওই নদীর জল গঙ্গায় গিয়ে মিশে যায়। কিন্তু গঙ্গার জলস্তর থেকে ফুলহারের জলস্তর কমে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, এখন গঙ্গার জল ফুলহারে ঢুকছে। তাই জলস্তর বাড়ছে। সোমবার সকাল থেকে অসংরক্ষিত এলাকায় নদী বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। মালদহের হরিশ্চন্দ্রপুর ও রতুয়ায় ফুলহার নদীর অসংরক্ষিত এলাকায় লাল ও সংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত দেওয়া হয়েছে। অসংরক্ষিত এলাকায় নদী বিপদসীমার উপর দিয়ে বইলেও এদিন বিকাল থেকে জল স্থিতিশীল বলে সেচ দফতরের কর্তারা জানান। এ দিন গঙ্গার জলস্তর ২৫.২৪ মিটার উচ্চতায় পৌঁছে যায়। যা অসংরক্ষিত এলাকায় লালসীমা থেকে ২৫ সেমি বেশি এবং সংরক্ষিত এলাকায় বিপদসীমা থেকে ৬ সেমি কম। ওই কারণে গঙ্গার জল ঢুকে ফুলছে ফুলহার। এদিন ফুলহারের জলস্তর দাঁড়িয়েছে ২৭.৭৪ মিটারে। যা অসংরক্ষিত এলাকায় লাল ও সংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত সীমা থেকে ৩১ সেমি বেশি। জলস্তর বেড়ে যাওয়ায় রতুয়া-১ এবং হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ১০টি এলাকায় ভোগান্তি বেড়েছে। একসপ্তাহ থেকে তাঁরা জলবন্দি। মাঝে জল কমায় আশার আলো দেখলেও ফের আতঙ্কিত বাসিন্দারা। রতুয়ার কাহালা গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস শুকুল বলেন, “জল কমায় কিছুটা স্বস্তি মিললেও ফের বাসিন্দারা আতঙ্কিত হয়েছেন।” হরিশ্চন্দ্রপুরের ফরওয়ার্ড ব্লক বিধায়ক তজমূল হোসেন বলেন, “বাসিন্দাদের সমস্যার কথা প্রশাসনকে জানিয়েছি।”
|
কৃষি সমবায় সমিতির ভোটে গণ্ডগোলকে কেন্দ্র করে রাস্তা অবরোধ ও পুলিশকে লক্ষ করে ইট ছোঁড়ার অভিযোগে ধৃত পাঁচ সিপিএম সমর্থকের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করেছে পুলিশ। রবিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে গন্ডগোলে জখম সিপিএমের জেলা কমিটির সদস্য অচিন্ত্য চক্রবর্তীর উপর হামলার অভিযোগ ওঠে। তার পরেই ক্ষুব্ধ সিপিএম সমর্থকরা রাস্তায় নামে। সিপিএমের অভিযোগ, অচিন্ত্যবাবুর উপর হামলায় অভিযুক্ত ২২ জন তৃণমূল কর্মী সমর্থকের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাস বলেন, “মালদহ হাসপাতালে ভর্তি অচিন্ত্যবাবু আগের চেয়ে সুস্থ।”
|
রাস্তা সংস্কার, বিদ্যুতের সংযোগ-সহ একাধিক দাবিতে চাকুলিয়ায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল ফরওয়ার্ড ব্লক। সোমবার স্থানীয় ফরওয়ার্ড ব্লকের বিধায়ক আলি ইমরান রামজ-এর নেতৃত্বে কালীবাড়ি বিক্ষোভ অবরোধ শুরু হয়। সন্ধ্যায় ৬টা নাগাদ অবরোধ ওঠে। বিধায়ক জানান, জেলা পরিষদের আওতায় থাকা ৫টি রাস্তা বেহাল। বিপিএল তালিকা ঠিকঠাক তৈরি হচ্ছে না। চাকুলিয়া হাসপাতালে গ্রামীণ হাসপাতালে রূপান্ত করা হচ্ছে না। পাশাপাশি, গোয়ালপোখরের সাহাপুরে রাস্তা সংস্কারের দাবি তুলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার ব্যবসায়ীরা। সকাল ৭ থেকে অবরোধ শুরু গয়। ব্যবসায়ীদের অভিযোগ, জাতীয় সড়কে টোলট্যাক্ল বাঁচানোর জন্য এই রাস্তা দিয়ে গাড়ি বেশি চলাচল করছে। তাতে রাস্তা বেহাল হয়ে পড়ছে।
|
পুজোর আগে বকেয়া মেটানোর দাবিতে দিনভর বিক্ষোভ দেখালেন কোচবিহার সদর মহকুমা নিয়ন্ত্রিত বাজার সমিতির কর্মীরা। সোমবার কোচবিহার তল্লিতলা এলাকায় সমিতির দফতরের সামনে ওই কর্মীরা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, ২০০২ সাল থেকে সমিতির ৮০ জন কর্মীর বেতন অনিয়মিত হয়ে পড়েছে। |