টুকরো খবর
বধূকে মার, অভিযোগ বিষ্ণুপুরে
এক বধূর শ্লীলতাহানি করে তাঁকে মারধর ও গয়না ছিনতাইয়ের অভিযোগ উঠল কয়েক জন প্রতিবেশীর বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনাটি ঘটে বিষ্ণুপুরের ভাটরা গ্রামে। ওই দিনই বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করানো হয় আহত বধূকে। সোমবার দুপুরে স্বামীর হাত দিয়ে বিষ্ণুপুর থানায় পড়শি সরোজ নন্দী ও তাঁর কাকা তপন নন্দী-সহ ১০-১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাঠান ওই বধূ। পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযোগ অস্বীকার করেছেন সরোজবাবু। অভিযোগে ওই বধূ জানিয়েছেন, তাঁদের জমির উপর দিয়ে বালিখাদের গাড়িগুলি চলাচল করে। এর জন্য খাদ মালিকদের কাছ থেকে বছরে পাঁচ হাজার টাকা পেয়ে থাকেন তাঁরা। ভাদ্র মাস পেরিয়ে গেলেও সে টাকা না পাওয়ায় তাঁরা প্রতিবাদ করেছিলেন। বধূটির অভিযোগ, “সেই রাগে শনিবার লাঠিসোঁটা নিয়ে বাড়িতে এসে আমার স্বামী শ্যামল সাহা ও দেওর সমীর সাহাকে খুন করার হুমকি দেয় সরোজরা। স্বামী-দেওরকে বাড়িতে না পেয়ে আমার শ্লীলতাহানি করা হয়। হার, কানের দুল ছিনিয়ে নেয় ওরা।” ওই মহিলা ‘নাটক করছেন’ দাবি করে সরোজবাবু বলেন, “বাড়িতে বে-আইনি মদের ব্যবসা করে এলাকার পরিবেশ দূষিত করছে ওই পরিবার। এটা জানাতে গেলে আমার মাকে চুলের মুঠি ধরে মারধর করেন ওই মহিলা। আমরা কিছুই করিনি। তা ছাড়া আমার কাকা সেদিন গ্রামেই ছিলেন না। অথচ তাঁকেও ফাঁসানো হয়েছে।” সরোজবাবু আরও জানান, বালির গাড়ি যাবার রাস্তা ওই মহিলার একার জমির উপরে নয়। অনেকের। তাই টাকা দেওয়ার প্রশ্নও ওঠে না। শনিবারই থানায় ওই মহিলা ও তাঁর পরিবারের বিরুদ্ধে নিজের মাকে মারধরের অভিযোগ করেছিলেন বলেও জানান সরোজবাবু। পুলিশ জানায়, এটি পারিবারিক বিবাদ। দু-তরফের অভিযোগ নিয়ে তদন্ত চলছে।

কলেজে ছাত্র-বিক্ষোভ
পুরুলিয়া জগন্নাথ কিশোর কলেজের তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের বিরুদ্ধে একযোগে আন্দোলনে নামল এসএফআই এবং ছাত্র পরিষদ। ছাত্র সংসদের দু’টি আসনে উপ-নিবার্চনের দাবিতে ওই দুই ছাত্র সংগঠন সোমবার একসঙ্গে কলেজের গেটে বিক্ষোভ দেখায়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে পরে অবশ্য কেবল এসএফআইয়ের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। এ দিন কলেজের গেটের কাছে মাইক লাগিয়ে বেলা সাড়ে ১১টা থেকে বিক্ষোভ দেখাতে থাকেন এসএফআই সদস্য-সমর্থকেরা। এসএফআইয়ের ব্যানারের ঠিক পাশেই নিজেদের ব্যানার লাগিয়ে একই দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্র পরিষদের সদস্যেরাও। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কানাইলাল দত্ত জানান, গোটা বিষয়টি সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে বাখ্যা চাওয়া হয়েছে।” বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নচিকেতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “যে সময় নিবার্চন হয়েছিল, তখন কলেজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। ফলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিবার্চন কমিশনের কাছে বাখ্যা চাওয়া হবে। কমিশন যা বলবে তাই কলেজকে জানিয়ে দেওয়া হবে।”

স্কুল নির্বাচন
বাঁকুড়ায় দু’টি স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে একটিতে সিপিএম ও অন্যটিতে তৃণমূল জয়ী হল। রবিবার সিমলাপাল ব্লকের দুবরাজপুর সম্মিলনী হাইস্কুলে ও রানিবাঁধ ব্লকের ডাবরি হাইস্কুলে ভোট হয়। দুবরাজপুর সম্মিলনী হাইস্কুলে অভিভাবক প্রতিনিধিদের ৬টি আসনেই জেতে সিপিএম। অন্যদিকে, ডাবরি হাইস্কুলে অভিভাবক প্রতিনিধিদের ৬টি আসনের মধ্যে তৃণমূল সমর্থিত প্রার্থীরা ৪টি, সিপিএম ও ঝাড়খণ্ড অনুশীলন পার্টি সমর্থিত প্রার্থীরা ১টি করে আসনে জয়ী হয়েছেন। এখানে তৃণমূল, সিপিএম, ঝাড়খণ্ড অনুশীলন পার্টির ৬ জন করে এবং কংগ্রেসের ৩ জন প্রার্থী ছিল।

সেতু সংস্কারের দাবি
মেজিয়া ব্লকের কুস্তোড় অঞ্চলের ‘কেন্দুট জুজঘাটি সেতু’ সংস্কারের দাবিতে সোমবার বিডিও-র কাছে স্মারকলিপি দেন গ্রামবাসীরা। বাসিন্দারা জানান, সেতুটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ায় দুই পাড়ের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় ২০ কিমি ঘুরপথে কাজে যেতে হয়। বিডিও প্রণব সাঙুই বলেন, “বিষয়টি জেলা প্রশাসনের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.