দীর্ঘদিন সংস্কারের অভাবে বাঁকুড়া-শালতোড়া রাজ্য সড়ক মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। পূর্তদফতরের তরফ থেকে তা সংস্কারের জন্য ব্যবস্থা নিতে দেখা যায়নি। এ দিকে সংস্কারের অভাবে রাস্তাটি দিন দিন আরও খারাপ হয়ে পড়ছে। যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা। এই পরিস্থিতিতে এগিয়ে এলেন এক বেসরকারি গাড়ির চালক। নিজেই ইটের গুঁড়ো ও ইট কিনে রাস্তা সারাইয়ের কাজে নেমে পড়লেন। |
বাঁকুড়ার আঁচুড়ি গ্রামের বাসিন্দা ওই গাড়ির চালক বাপি বন্দ্যোপাধ্যায় প্রায় দেড় দশকেরও বেশি সময় তিনি গাড়ি চালানোর কাজ করছেন। তিনি জানান, রাস্তার নানা জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সেই গর্তে পড়ে গাড়িতে ঝাঁকুনি হয়। প্রচণ্ড অসুবিধায় পড়েন যাত্রীরা। যে কোনও সময় গাড়ি উল্টে দুর্ঘটনাও ঘটতে পারে। তিনি বলেন, “যাত্রীদের অসুবিধা হচ্ছে দেখে প্রশাসনের অপেক্ষা না করে নিজেই উদ্যোগী হলাম রাস্তা ঠিক করতে।” রবিবার ওই রাস্তার নামো-আঁচুড়ি ও আঁচুড়ি গ্রামের মাঝামাঝি জায়গার বেশ কিছু গর্ত বুজিয়েছিন তিনি।
বাঁকুড়া পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, বর্ষার আগেই ওই রাস্তা মেরামতি করার কথা ছিল। কিন্তু দরপত্র ডাকার প্রক্রিয়ায় দেরি হওয়ায় এখনও সেই কাজ শুরু হয়নি। ওই দফতরের এক আধিকারিকের কথায়, “চলতি সপ্তাহেই ওই রাস্তা মেরামতির কাজ শুরু হয়ে যাবে।” দফতরের তরফ থেকে কাজ শুরু করার আগেই এক সাধারণ মানুষ নিজের উদ্যোগে রাস্তার গর্ত মেরামতি করার কাজ শুরু করে দিয়েছেন এই খবর অবশ্য জানেনই না জেলা পূর্ত দফতরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়র তপন মণ্ডল। তিনি বলেন, “দ্রুত ওই রাস্তা মেরামতির কাজ শুরু হবে।”
বাস চালক বাপি বন্দ্যোপাধ্যায় বলেন, “দিনের পর দিন ঝুঁকি নিয়ে ওই রাস্তার উপর দিয়ে যানবাহন চলছে। যে কোনও সময় ঘটতে পারে বিপদ। এই সব দেখে আর জেলা প্রশাসনের জন্য অপেক্ষা করতে পারলাম না। নিজেই নেমে পড়লাম।” |