|
|
|
|
কোর ব্যাঙ্কিং চালু বিদ্যাসাগর ব্যাঙ্কে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কোর ব্যাঙ্কিং পরিষেবা চালু হল বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে। এর ফলে গ্রাহকেরা ব্যাঙ্কের যে কোনও শাখায় টাকা তোলা বা জমা দেওয়ার সুযোগ পাবেন। সোমবার এই পরিষেবার উদ্বোধন করেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার বিবেক সেন-সহ আরও কয়েকটি সমবায় ব্যাঙ্কের আধিকারিকেরা। আগামী দিনে তাঁরা এটিএম পরিষেবা চালু করতে চলেছেন বলেও এ দিন ঘোষনা করেন জেনারেল ম্যানেজার। তিনি জানান, এর ফলে গ্রাহকেরা দেশের যে কোনও প্রান্তের এটিএম থেকেই টাকা তুলতে পারবেন। |
|
পরিষেবার উদ্বোধনে বিধায়ক মৃগেন মাইতি। ছবি: রামপ্রসাদ সাউ। |
দুই মেদিনীপুর জুড়ে বিদ্যাসাগর সমবায় ব্যাঙ্কের মোট ৩৮টি শাখা রয়েছে। জেলার কৃষি ক্ষেত্রে এই সমবায় ব্যাঙ্কের ‘গুরুত্ব’ও রয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, মোট আমানতের ৬৬.৭৯ শতাংশ টাকা জেলার কৃষি, গৃহ নির্মাণ, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং স্বনিযুক্তি প্রকল্পে লগ্নি করা হয়েছে। যে পরিমান ঋণ দেওয়া হয়, তার অধিকাংশ সময়ের মধ্যে শোধও হয়। ব্যাঙ্ক যে পরিমান ঋণ দিয়েছিল, তার ৯২.৮৭ শতাংশ আদায়ও হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, বিগত বছরে নতুন করে ৯ হাজার ১৭৮টি কিষান ক্রেডিট কার্ড-সহ মোট ২ লক্ষ ৫৫ হাজার ৪৬৫ জন কৃষককে ১২৫ কোটি টাকার কৃষি ঋণ দেওয়া হয়েছে। ২০১২-’১৩ সালে আরও ১৯ হাজার ৭০০ জন কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবারের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেদিনীপুরের বিধায়ক বলেন, “কোর ব্যাঙ্কিং পরিষেবা চালু হল। এরপর এটিএম পরিষেবাও চালু হবে। যত দ্রুত সম্ভব তা চালু করার চেষ্টা চলছে। এর ফলে এই সমবায় ব্যাঙ্কও রাষ্ট্রায়ত্ত বা বানিজ্যিক ব্যাঙ্কগুলির সঙ্গে সমান তালে চলতে পারবে। প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকবে না।” তিনি বলেন, “রাজ্য সরকারও সমবায়ের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।” ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সহ সমাজের অনগ্রসর শ্রেণীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষে বিভিন্ন প্রকল্প গ্রহন করা হয়েছে বলেও জানিয়েছেন ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার। |
|
|
|
|
|