|
|
|
|
|
২৭৫ শ্রমিক ছাঁটাই
হলদিয়া বন্দরে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
|
হলদিয়া বন্দরের অশান্তি নতুন মাত্রা পেল।
বন্দরের দুই ও আট নম্বর বার্থ থেকে ২৭৫ জন বন্দর শ্রমিককে ছাঁটাই করল পণ্য খালাসকারী সংস্থা এবিজি। সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থার সিইও গুরপ্রীত মালহি জানিয়েছে, বাড়তি শ্রমিক নিয়ে কাজ করার ফলে তাদের আর্থিক লোকসানের বহর বাড়ছে। শ্রমিক ইউনিয়নগুলির একটি গোষ্ঠীও পণ্য খালাসে বাধা দিচ্ছে। এই অবস্থায় ২৭৫ জন শ্রমিককে ছাঁটাই করা ছাড়া কোনও উপায় ছিল না। এ ব্যাপারে তমলুকের সাংসদ এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী বলেন, “রাজনৈতিক কর্মসূচি নিয়ে সারা দিন পশ্চিম মেদিনীপুরে ছিলাম। বন্দরে কী হয়েছে জানি না।” তবে তৃণমূল সূত্রে বলা হচ্ছে, এ ভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতনের টাকা ফেলে দিয়ে একতরফা ভাবে ছাঁটাই কোনও ভাবেই মানবেন না বন্দর-শ্রমিকেরা। ফলে, পণ্য খালাস নিয়ে ফের উত্তপ্ত হতে চলেছে হলদিয়া বন্দর।
এবিজি ২০১০ সাল থেকে হলদিয়ার দুই ও আট নম্বর বার্থে পণ্য খালাসের কাজ করছে। তাদের প্রয়োজন ছিল মাত্র ৩৫০ জন শ্রমিক। কিন্তু শ্রমিক ইউনিয়নগুলির চাপে পড়ে তারা ৬৫০ জন বেতনভুক শ্রমিক নিতে বাধ্য হয়েছিল। এ ছাড়াও, ৩৫০ জন চুক্তিতে ঠিকাশ্রমিক তাদের ওই দু’টি বার্থে কাজ করত বলে সংস্থাটি বিবৃতিতে দাবি করেছে। সংস্থাটির অভিযোগ, অন্য একটি প্রতিযোগী শ্রমিক সরবরাহকারী সংস্থার দু’শো শ্রমিক তাদের বার্থে কাজে বাধা দিচ্ছে নিয়মিত। ফলে, এমন অশান্তির মধ্যে কাজ চালিয়ে যাওয়ার মুশকিল। |
|
|
|
|
|