|
|
|
|
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ড |
বিচারের দিকে আরও এক ধাপ |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে ‘পলাতকদের’ সম্পত্তি বাজেয়াপ্তের জন্য জারি করা হুলিয়ার মেয়াদ শেষ হল সোমবার। ফলে, মামলাটি এ বার বিচার প্রক্রিয়ার দিকে একধাপ এগোল। এ দিন হলদিয়া এসিজেএম আদালতে সম্পত্তি বাজেয়াপ্তের ‘রিপোর্ট’ জমা দেওয়া হয়। সেই সঙ্গে ১০ জন জেলবন্দি ও ১৯ জন জামিনপ্রাপ্তেরও এ দিন আদালতে হাজিরা ছিল। এসিজেএম দেবকুমার সুকুল ২৬ সেপ্টেম্বর পরবর্তী হাজিরার দিন ঘোষণা করেছেন। প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ, প্রাক্তন বিধায়ক অমিয় সাহু-সহ মামলার সব অভিযুক্তে র হাতেই ওই দিন মামলার যাবতীয় নথি তুলে দেওয়া হবে আদালত সূত্রে খবর। পরে জেলা দায়রা আদালতে ওই নথি নিয়ে গিয়ে বিচার প্রক্রিয়া শুরুর দিকে এগোবে। এ দিন ‘পলাতক’ ৫৯ জনের সম্পত্তি বাজেয়াপ্তের ‘রিপোর্ট’ আদালতে পেশ করে সিআইডি। তবে সিপিএম নেতা তপন ঘোষ, সুকুর আলি ও অনিল পাত্র ছাড়া কারও সম্পত্তিই পাওয়া যায়নি বলে আদালত সূত্রে জানা গিয়েছে। সিআইডি সঠিক পদ্ধতিতে সম্পত্তি বাজেয়াপ্ত করেনি বলে অভিযুক্তপক্ষের আইনজীবীরা সওয়াল করেন। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের সিপিএম নেতা অনিল পাত্রের সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি তাঁর স্ত্রী সন্ধ্যা পাত্রেরও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে আদালতে আবেদন জানায় তাঁর আইনজীবী। আদালত সন্ধ্যাদেবীর সম্পত্তি ফিরিয়ে দিতে বললেও জানায় সম্পত্তি বাজেয়াপ্ত সঠিক প্রক্রিয়াতেই হয়েছে। জামিনপ্রাপ্ত অভিযুক্তদের জামিন বাতিলের যে আবেদন সিআইডি করেছিল, এ দিন তারা তা প্রত্যাহার করে নেয়। নন্দীগ্রামের পর্বের ভিন্ন তিনটি মামলাকে এই মামলায় অন্তর্ভুক্তিকরণের যে আবেদন সিআইডি করেছিল, তা খারিজ করে দেন বিচারক। |
|
|
|
|
|