|
|
|
|
হতাশ হবেন না, শুভেন্দুর পরামর্শ দলের যুব কর্মীদের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কেন্দ্রের সরকারে আর তৃণমূল নেই। রাজ্যের বিভিন্ন রেল প্রকল্প নিয়ে প্রশ্ন উঠছে। আগামী দিনে রাজ্য-রাজনীতিতে কী সমীকরণ হবে, তা নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের হতাশ না হওয়ার পরামর্শ দিলেন সাংসদ তথা যুব-তৃণমূলের রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী। সোমবার মেদিনীপুরে দলীয় এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “অনেকে ভাবছেন, রেল দফতর চলে গেল। এ বার কী হবে? কারখানার কী হবে? হতাশ হবেন না। আগামী দিনে কেন্দ্রে নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তিনি যা চাইবেন, সবটাই পাবেন। সবই তাঁর হাতের মুঠোয় চলে আসবে!” |
|
—নিজস্ব চিত্র। |
কেন তৃণমূল কেন্দ্র থেকে সমর্থন প্রত্যাহার করল, দলীয় কর্মীদের তাই গ্রামে গ্রামে প্রচার করার নির্দেশ দেন শুভেন্দু। তাঁর কথায়, “মানুষের উপর বোঝা চাপানোর চেষ্টা করছে কেন্দ্র। প্রতিবাদ হবেই। নেত্রী বলেছেন, আমাদের দল ক্যাডার নির্ভর নয়, নেতা নির্ভর নয়, মানুষ নির্ভর।” পশ্চিম মেদিনীপুর জেলা যুব-তৃণমূলের উদ্যোগে এ দিন মেদিনীপুরের বিদ্যাসাগর হলে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। মূলত, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই এই শিবির। জেলার নানা প্রান্তের যুব কর্মীরা এতে যোগ দেন। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, যুব তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক শ্রীকান্ত মাহাতো প্রমুখ। এই কর্মসূচিতে যোগ দিতেই সোমবার বিকেলে মেদিনীপুরে আসেন শুভেন্দু। তিনি বলেন, “কেন্দ্রের সরকার মার্কিন সাম্রাজ্যবাদের দালাল। তাই খুচরো ব্যবসায় বিনিয়োগ আনতে চাইছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন করতে হবে।” কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “বাংলার জন্য বরাদ্দ অর্থে যদি কেউ হাত দেন, তাহলে ২৮ জন সাংসদ দিল্লির পথে নেমে বুঝিয়ে দেবেন, বাংলা কী করতে পারে।”
পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “আমার কাছে যা খবর আছে, পঞ্চায়েত নির্বাচন ফেব্রুয়ারিতে হয়ে যেতে পারে। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে হবে। এ জেলার সব জায়গায় ঘাস-ফুল ফোটাতে হবে। সুশান্ত ঘোষেরা যেন নতুন করে না আঙুল তুলতে পারেন, সেই দিকে নজর রাখতে হবে।” শিবিরে বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মীদের আরও শৃঙ্খলাপরায়ণ, নম্র হওয়ার পরামর্শ দেন তৃণমূলের জেলা সভাপতি। তিনি বলেন, “মানুষের সঙ্গে ভাল ব্যবহার করুন। তবেই মানুষ আপনার সঙ্গে থাকবে।” |
|
|
|
|
|