রোনাল্ডোর ম্যাচও আলো-কেলেঙ্কারিতে বাতিল |
ভরা স্টেডিয়ামে নৈশালোকে ম্যাচ। কিন্তু বিদ্যুৎ-বিভ্রাটে জ্বলল না ফ্লাডলাইট। আর তার জেরে ম্যাচ বাতিল। না, যুবভারতী ক্রীড়াঙ্গন নয়। রবিবার এই কাণ্ড ঘটেছে লা-লিগায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদের মতো মেগা টিমের ম্যাচে। রায়ো ভায়েকানোর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে এই অভাবনীয় ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে স্পেনের ফুটবলমহলে।
হাজার মাইল দূরে সল্টলেকের যুবভারতীতে আলো-কেলেঙ্কারিতে ‘যত দোষ নন্দ ঘোষ’-এর মতো যেমন সিদ্ধিদাতার বাহনটিকে কাঠগড়ায় তোলা হয়েছিল (সরকারি তরফে বলা বলা হয়েছিল, ইঁদুরে কেবল-লাইন কেটে দিয়েছে।), তেমনই স্পেনে প্রথমে ভিলেন বানানো হয়েছিল বরুণদেবকে। কিন্তু প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ফুটবল-গুণ্ডাদের অর্ন্তঘাত রয়েছে ঘটনার নেপথ্যে। অন্তর্ঘাতের অভিযোগ আরও গুরুত্ব পেয়েছে রায়ো প্রেসিডেন্ট রাউল মার্টিন প্রেসা-র মন্তব্যে। |
আলো-আঁধারিতে ডুবে মাদ্রিদে রায়োর স্টেডিয়াম। ছবি: এএফপি |
ক্লাবের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, “ফুটবল-গুণ্ডারা ফ্লাডলাইটের তার কেটেই এই অন্তর্ঘাত ঘটিয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।” স্থানীয় রাজনীতিবিদ ক্রিস্তিনা সিফুয়েন্তেস এই ঘটনায় তীব্র ক্ষুব্ধ। “যদি অর্ন্তঘাত হয়ে থাকে তা হলে এর মাথাটিকে খুঁজে বের করাটাই প্রথম কাজ,” সাফ বলেছেন তিনি।
ভেস্তে যাওয়া এই ম্যাচ সোমবারই হবে বলে জানা গিয়েছে। তবে গোল বেঁধেছে সেখানেও। লা-লিগায় হোঁচট খেয়ে শুরু করা রিয়াল মাদ্রিদ কর্তারা ম্যাচটি বিকেলে খেলার জন্য আবেদন করেছিলেন। কিন্তু রায়ো কর্তারা সেই আবেদন নাকচ করে সন্ধ্যাতেই ম্যাচ হবে বলে জানিয়েছেন। রিয়াল ম্যানেজার মোরিনহোর ক্ষুব্ধ মন্তব্য, “এত টানা ম্যাচের মধ্যে একটা খেলা অহেতুক বাতিল হয়ে যাওয়াটা মোটেই কাম্য নয়। নতুন করে পরিকল্পনা করতে হয়। যেটা বাড়তি পরিশ্রম ছাড়া আর কিছু নয়।” |