টুকরো খবর
পাঁচশো ফুট ঠেলল ট্রাক, বাঁচলেন দুই
রাখলে আল্লা মারবে কে! প্রবল বেগে ছুটে আসা ট্রাকের চাকার সঙ্গে ঘষটে সাইফুল ইসলামের গাড়িটা যখন শ’পাঁচেক ফুট দূরে গিয়ে থামল এবং তার পরেও অক্ষত দেহে নেমে এলেন সাইফুল ও তাঁর গাড়ির চালক, তখন আশপাশে ভিড় করে থাকা লোকজনের অনেকেরই মনে হয়েছে এ কথা! সাইফুলের বাড়ি সিউড়িতে। চালক সপ্তম বীরবংশী। বছর একচল্লিশের সাইফুল কলকাতায় একটি বেসরকারি সংস্থার পদস্থ আধিকারিক। সোমবার মৌলালি থেকে অফিসের কাজে নিজের গাড়ি নিয়েই মুম্বই রোড ধরে যাচ্ছিলেন পাঁশকুড়ায়। হাওড়ার ডোমজুড়ের কাছে অঙ্কুরহাটি মোড়ে গাড়ি পৌঁছয় বিকেল ৫টা নাগাদ। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, সাইফুলদের গাড়ির পিছনে আসছিল একটি ট্রাক। ট্রাকটি বাঁ দিকে সরে সাইফুলের গাড়িটিকে পিছন থেকে ধাক্কা মারে। ডান দিকের পিছনের অংশে ধাক্কার চোটে গাড়িটি আড়াআড়ি ঘুরে যায়। ট্রাকের চালক ব্রেক কষলেও গাড়ি থামেনি। সাইফুলের গাড়িটিকে প্রায় পাঁচশো ফুট ঠেলে নিয়ে যাওয়ার পরে ট্রাকটি দাঁড়িয়ে যায়। মৃত্যুর মুখ থেকে ফিরে হাঁফ ছাড়েন সাইফুল ও সপ্তম।

পুকুরে মৃত্যু, দেহ উদ্ধার ১৪ ঘণ্টা পরে
জলে ডোবার প্রায় ১৪ ঘণ্টা পরে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে বালির নিশ্চিন্দায়। পুলিশ জানায়, মৃতের নাম দীপঙ্কর ঘোষ (৩০)। তিনি গাড়ি চালাতেন। অন্যান্য দিনের মতো রবিবারেও রাত সাড়ে ১১টা নাগাদ বাড়ি ফিরে পুকুরে স্নান করতে গিয়েছিলেন দীপঙ্কর। তাঁর মা সবিতাদেবী পুলিশকে জানান, বেশ কিছু ক্ষণ পরেও ছেলে জল থেকে উঠছে না দেখে তিনি লোকজন ডাকেন। পুলিশ এলেও সে-রাতে ওই যুবককে উদ্ধার করা যায়নি। সোমবার বেলা আড়াইটে নাগাদ ওই যুবককে উদ্ধার করে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল।

যুবক খুন বালিটিকুরিতে
হাওড়ার বালিটিকুরিতে ভরসন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে এক যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। পুলিশ জানায়, যুবকের নাম কমলেশ অধিকারী (৩২) ওরফে বাপ্পা। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছিল সে। সোমবার সন্ধ্যায় হাওড়া-আমতা রোডের পাশে বালিটিকুরি তরুণ দল মাঠের সামনে বসে ছিল কমলেশ। দু’টি মোটরবাইকে চেপে ৪-৫ জন দুষ্কৃতী সেখানে আসে। দু’জন দুষ্কৃতী মোটরসাইকেল থেকে নেমে কমলেশকে তাক করে এলেপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ওই যুবকের মাথায়, পেটে গুলি লাগে। হাওড়া হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়ন। পুলিশি সূত্রের খবর, ওই এলাকার কুখ্যাত তোলাবাজ বাপি সিংহের শাগরেদ ছিল কমলেশ। কিছু দিন আগে বাপির এক আত্মীয়ের সঙ্গে মারামারির ঘটনায় জেল হয় তার। সম্প্রতি ছাড়া পেয়ে নতুন দল গড়ছিল ওই যুবক। হাওড়া সিটি পুলিশের ডিসি (সদর) নিশাদ পারভেজ বলেন, “দু’দল দুষ্কৃতীর পুরনো শত্রুতার জেরেই খুনোখুনি বলে মনে করা হচ্ছে।”

তৃণমূলের হার, জয়ী সিপিএম
চন্দননগরের প্রবর্তক নারী মন্দিরের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমূলকে হারিয়ে দিল সিপিএম। রবিবার ওই বিদ্যালয়ে নির্বাচন হয়। ৬টি আসনের প্রত্যেকটিতেই জয়লাভ করেন সিপিএম প্রার্থীরা। প্রসঙ্গত, গত বছর ওই বিদ্যালয়ের পরিচালন সমিতির ক্ষমতা ছিল তৃণমূলের হাতে। এ দিনই দাদপুরের মহেশ্বরপুর উচ্চ বিদ্যালয়েও অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমূল প্রার্থীদের হারিয়ে জিতেছে সিপিএম। এখানেও ৬-০ ব্যবধানে জেতেন জিতেছে সিপিএম প্রার্থীরা। গত বার এই স্কুলে ক্ষমতায় ছিল তৃণমূল। সিপিএমের ছাত্রনেতা ঐক্যতান দাশগুপ্ত বলেন, “বর্তমান রাজ্য সরকারের বয়স মাত্র দেড় বছর। এর মধ্যেই সরকার এবং শাসকদল তৃণমূলের প্রতি মানুষের যে মোহভঙ্গ হচ্ছে, স্কুল নির্বাচনেই তা স্পষ্ট।” এ বিষয়ে তৃণমূল নেতা দিলীপ যাদবের মন্তব্য, “একটা-দু’টো স্কুল নির্বাচনে জিতে সিপিএমের উচ্ছ্বাসে ভেসে যাওয়া স্বাভাবিক। কেন না, ৯৯ শতাংশ ক্ষেত্রে তৃণমূলের কাছে হারতেই তো ওরা অভ্যস্থ হয়ে উঠেছে।”

খরিফ চাষে ঘাটতি নেই, দাবি কৃষিমন্ত্রীর
চলতি মরসুমে খরিফ চাষে ঘাটতির আশঙ্কা নেই বলে সোমবার বিধানসভায় দাবি করলেন কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বর্ষা দেরিতে আসায় খরিফ চাষের উৎপাদনে ঘাটতি হচ্ছে বলে কৃষি দফতর থেকে তথ্য দেওয়া হলেও বিভাগীয় মন্ত্রীর দাবি, “প্রাকৃতিক অনুকূলতার কারণে গত বছরের থেকে এ বার অনেক বেশি ধান উৎপন্ন হবে। সেচসেবিত এলাকা ও উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে। ফলে ধানের ঘাটতি হবে না।” বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ কথা জানান। পরে সূর্যবাবু বলেন, “কৃষিমন্ত্রী সভায় যা তথ্য দিলেন, তাতে এখনই প্রায় আড়াই লক্ষ হেক্টর জমিতে কম চাষ হচ্ছে। অথচ উনি বলছেন, কোনও সমস্যা নেই!” তাঁর আরও বক্তব্য, “আমাদের তথ্য বলছে, প্রায় ১৫ লক্ষ টন কম চাল উৎপন্ন হবে এ বার। বোরো মরসুমেও এই ঘাটতি মেটানো সম্ভব নয়।”

ইভটিজিংয়ে জামিন
ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগে রবিবার এক যুবককে ধরেছিল পুলিশ। ধৃত পূর্ণেন্দু গোস্বামী সাহাগঞ্জের বাসিন্দা। সোমবার চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। পুলিশ জানায়, রবিবার সকাল ৭টা নাগাদ ব্যান্ডেলের কেওটা ঘোষপাড়ায় গৃহশিক্ষকের বাড়িতে পড়তে যাচ্ছিল নবম ও দশম শ্রেণির কিছু ছাত্রী। কটূক্তি করলে ছাত্রীরা তাড়া করে ধরে ফেলে পূণেন্দুকে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.