‘সৃজনী’র তিন দিনের ‘সংস্কৃতি যাত্রা’ শেষ হল রবিবার। অশোকনগর শহিদ সদনে আয়োজিত ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন নাট্যকার শ্যামল দত্ত। উদ্যোক্তা সংস্থার পক্ষ থেকে ‘একটাই দেশ’, ‘কল্লোলিনী’ এবং ‘অর্ঘ্য’ নামের তিনটি নৃত্যনাট্য পরিবেশন করা হয়। নৃত্য পরিচালনা করেন বনানী বসু। পরিবেশিত হয় চারটি নাটক। এছাড়াও লোকসঙ্গীত পরিবেশন করেন দীপা ব্রহ্ম। এই অনুষ্ঠানে নাট্য ব্যক্তিত্ব আশিস দাস, আশিস চট্টোপাধ্যায় ও সঙ্গীতশিল্পী বাসন্তী রায়কে সংবর্ধিত করা হয়। আয়োজক নৃত্যসংস্থার পক্ষ থেকে বনানী দেবী বলেন,‘‘সংস্থার পক্ষ থেকে ২৩ বছর ধরে এ ধরনের অনুষ্ঠান করা হচ্ছে।”
|
স্থানীয় গোবরডাঙা খাঁটুরা উচ্চ বিদ্যালয়ের মঞ্চে রবিবার সন্ধ্যায় গোবরডাঙার খাঁটুরা শিল্পাঞ্জলি সংস্থার পক্ষ থেকে ‘নগরলক্ষ্মী’ নৃত্যনাট্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন গোবরডাঙা পুরসভার উন্নয়ন কমিটির চেয়ারম্যান শঙ্কর দত্ত। নৃত্যনাট্যটি পরিচালনা করেন দীপালি বিশ্বাস। সংস্থার সম্পাদক মলয় কুমার বিশ্বাস বলেন, “রবীন্দ্রভাবনার উপর তৈরি নগরলক্ষ্মী নৃত্যনাট্যটি বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। তাই আমাদের এই উদ্যোগ।’’ |