বছর চোদ্দোর ছেলেটিকে ‘অপহরণে’র অভিযোগ উঠেছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পারল, বেড়াতে গিয়ে হারিয়ে গিয়েছিল ছেলেটি। নিজেই বাবাকে ফোন করে অপহরণের গল্প ফাঁদে। শেষমেষ পুলিশ ছেলেটিকে উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে বাড়িতে।
আরামবাগের হরিণখোলা বাজারে বাড়ি ছেলেটির। তাঁর বাবা গত শনিবার থানায় দায়ের করা অভিযোগে জানান, অপহরণ করা হয়েছে ছেলেকে। কিন্তু তদন্তে জানা যায় ভিন্ন চিত্র। পুলিশ জানায়, শনিবার সকালে বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে হাওড়ার বাসে চড়ে ‘বেড়াতে গিয়েছিল’ ছেলেটি। হাওড়ায় নেমে লোকজনের ভিড়ে দিশা ঠিক করতে পারেনি।
কিন্তু বাড়ি ফিরলে বকাবকি করা হতে পারে, এই ভয়ে সিঁটিয়ে ছিল। পরে অপহরণের গল্প শোনানোর ফন্দি আঁটে। নিজেই মোবাইল থেকে বাবাকে ফোনে জানায়, তাকে একটি চার তলা বাড়িতে আটকে রাখা হয়েছে। কিন্তু কোথায় আছে সে, তা বলতে পারেনি।
ছেলের ফোন পেয়ে উদ্বিগ্ন বাবা আরামবাগ থানার দ্বারস্থ হন। পুলিশ মোবাইল টাওয়ারের অবস্থান থেকে জানতে পারে, হাওড়া থেকে ফোনটি করা হয়েছে। হাওড়া ও কলকাতার বিভিন্ন থানায় বিষয়টি জানানো হয়। কলকাতার উত্তর বন্দর থানার পুলিশ ছেলেটিকে হাওড়া সেতুর উপরে উদভ্রান্ত ভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে। খবর যায় আরামবাগ থানায়। পরে পুলিশ তাকে নিয়ে এসে বাবার হাতে তুলে দেয়। বলাইবাহুল্য, ধমক-ধামক ভালই জুটেছে।
আরামবাগের এসডিপিও শিবপ্রসাদ পাত্র বলেন, “ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে ছিল। অভিভাবকদের সচেতন থাকতে বলা হচ্ছে। মিথ্যা অপহরণের আতঙ্ক না ছড়াবার জন্য অনুরোধও করা হচ্ছে।” |