বিকল ট্রান্সফর্মারের তেল পড়ে নষ্ট হয়েছে চাষের জমি। প্রায় ২৫ বিঘা জমিতে আমন চাষ করতে না পেরে হতাশ ২৮ জন চাষি। বিদ্যুৎ বণ্টন কোম্পানির কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছেন তাঁরা। প্রতিকার চেয়ে গোঘাট পঞ্চায়েত, গোঘাট ১ বিডিও এবং আরামবাগের মহকুমাশাসকের কাছেও আবেদন করেছেন। কিন্তু প্রাথমিক তদন্তটুকুও না হওয়ায় ক্ষুব্ধ তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জুন সকালে গোঘাটের ভিকদাস পাওয়ার স্টেশনের একটি ট্রান্সফর্মারে আগুন লাগে। ট্রান্সফর্মারের সমস্ত তেল নালা পথ ধরে দক্ষিণ দিকের মাঠে গিয়ে পড়ে। তাতে প্রায় ২৫ বিঘা জমির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়। সেই জমিতে তেল ভাসছে এখনও। ক্ষতিগ্রস্ত চাষিদের অভিযোগ, জমির এই ক্ষয়ক্ষতি নিয়ে ব্লক ও মহকুমা প্রশাসনের কোনও হেলদোল নেই। অথচ, অধিকাংশ চাষি ওই জমিটুকু সম্বল করেই দিন গুজরান করেন। |