আশ্রমেই যে অপেক্ষায় মৃত্যু, জানতে পারেননি ওঁরা
ছরে অন্তত আট-দশবার দেওঘরে যেতেন রিষড়ার মোড়পুকুরের বাসিন্দা বিষ্ণুপ্রিয়া মল্লিক। কখনও সঙ্গে থাকতেন পরিবারের কেউ, কখনও বা যেতেন একাই। মোট কথায় সৎসঙ্গ আশ্রমের কোনও অনুষ্ঠানই পারতপক্ষে বাদ দিতেন না বিষ্ণুপ্রিয়া দেবী। ওঁর মতো অতটা না হলেও দেগঙ্গার উমা মজুমদারও বার কয়েকই গিয়েছেন সৎসঙ্গ আশ্রমে। এ বারও গিয়েছিলেন। কিন্তু সেই দেওঘরের আশ্রমেই যে এমন অপঘাত মৃত্যু তাঁদের জন্য অপেক্ষা করে আছে তা জানতেন না তাঁরা। সোমবার আশ্রমের গেটে অন্যভক্তদের পায়ের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বিষ্ণুপ্রিয়া মল্লিক ও উমা মজুমদারের।
এই অনুষ্ঠানে যোগ দিতে রবিবার ভোরে রিষড়ারই এক মহিলার সঙ্গে দেওঘর রওনা হন ষাটোর্দ্ধ প্রৌঢ়া। সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ রিষড়ার বাড়িতে দুর্ঘটনার খবরটি পৌঁছয়। বিষ্ণুপ্রিয়া দেবীর ছেলে দিলীপ মল্লিক বলেন, “জয় পাল নামে আমার এক বন্ধু ওখানে গিয়েছিল। সে-ই খবর দেয়। ওখানে আমাদের আত্মীয় এবং বন্ধুরাও রয়েছে। ওঁরাই দেহ নিয়ে আসছেন।” দিলীপ বলেন, “মা ছিলেন ঠাকুরঅন্ত প্রাণ। আমরা সব সময় দেওঘরে নিয়ে যেতে পারতাম না। তাই কখনও কখনও অন্য কারও সঙ্গেও চলে যেতেন। এ বার টিকিটটাও কেটে দিতে পারিনি।”
বিষ্ণুপ্রিয়া মল্লিক উমা মজুমদার
বিষ্ণুপ্রিয়া দেবীর মতো আশ্রমের নিয়মিত অতিথি না হলেও, দেগঙ্গার যাদবপুর গ্রামের বাসিন্দা উমা মজুমদার (৬২) এর আগেও সৎসঙ্গ আশ্রমে গিয়েছেন। এ বারেও পাঁচ প্রতিবেশীর সঙ্গে শনিবারই দেওঘরে রওনা দেন তিনি। উমা দেবীরও লক্ষ্য ছিল, ‘ঠাকুরের ১২৫তম জন্মতিথিতে’ আশ্রমের অনুষ্ঠানে হাজির থাকা। তাঁর ছেলে হীরক জানান, মায়ের সঙ্গী গীতা পাল সকালেই দুর্ঘটনার খবর জানান। তবে চরম দুঃসংবাদটি আসে দুপুর নাগাদ। উমাদেবীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়। এখন কী ভাবে উমা দেবীর দেহ নিয়ে আসা যায় তারই পরিকল্পনা চলছে মজুমদার পরিবারে। হীরকবাবু জানান, উমা দেবীর সঙ্গীরা সেখানকার পুলিশের সাহায্যে দেহটি কফিনবন্দি করে গ্রামে নিয়ে আসছেন।

—নিজস্ব চিত্র



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.