সোমবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল। তাঁদের এই সাক্ষাৎকার ‘সৌজন্যমূলক’ বলে দুই তরফে জানানো হয়েছে।
গত ৭ মে মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন। সে দিনও তাঁর সঙ্গে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত। পশ্চিমবঙ্গে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করা যেতে পারে, তাই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সে দিন হিলারির দীর্ঘ কথাবার্তা হয়। মমতা জানান, বিনিয়োগের সম্ভাবনাগুলি খতিয়ে দেখতে দু’পক্ষে মধ্যে আলোচনা চালিয়ে যেতে মার্কিন রাষ্ট্রদূত এবং রাজ্যের মুখ্যসচিবকে নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। |
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ন্যান্সি পাওয়েল। নিজস্ব চিত্র |
সরকারি সূত্রের খবর, মার্কিন রাষ্ট্রদূতের কলকাতা সফরে আসার সিদ্ধান্ত আগেই হয়েছে। গত সপ্তাহে শেষের দিকে ঠিক হয়, সোমবার দুপুর দু’টোয় মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মার্কিন রাষ্ট্রদূত। সেই মতো এ দিন কলকাতার মার্কিন কনসাল জেনারেল ডিন আর থমসন এবং কাউন্সিল ফর পলিটিক্যাল ও ইকনোমিক অ্যাফেয়ার ট্যাড ব্রাউনকে সঙ্গে নিয়ে মহাকরণে আসেন ন্যান্সি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের প্রায় পৌড়ে এক ঘণ্টা কথা হয়। পরে এই বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গে মার্কিন রাষ্ট্রদূত এলে আমার সঙ্গে (মুখ্যমন্ত্রীর সঙ্গে) দেখা করেন। এটাই সৌজন্য।” সরকারি সূত্রে খবর, আজ মমতা-ন্যান্সির বৈঠকে নিরাপত্তার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এই বৈঠক প্রসঙ্গে বামফ্রন্টের রাজ্য সম্পাদক বিমান বসু বলেন, “ন্যান্সি পাওয়েল আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন মানে তিনি নিশ্চয় মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও সিদ্ধান্ত বা বক্তব্য জানিয়ে গেলেন। অবশ্য সৌজন্য সাক্ষাৎকারও হতে পারে।” |