টুকরো খবর
রাস্তায় উদ্ধার জখম ব্যবসায়ী
গভীর রাতে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকা এক ব্যবসায়ীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন বিধায়ক। রবিবার রাত দেড়টা নাগাদ কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু শান্তিপুরে হাসপাতালে এক আত্মীয়কে দেখে মোটরবাইকে চড়ে ফিরছিলেন। তিনি বলেন, “মোটরবাইকের আলোয় দেখি পুরসভার বৈদুত্যিক চুল্লির কাছে পড়ে রয়েছেন এক ব্যক্তি। চার পাশে রক্ত। পাশে পড়ে রয়েছে লোহার রড।” তিনি জানান, সেখানে দাঁড়িয়ে প্রথমে থানায় ফোন করেন। কিছু ক্ষণের মধ্যে পুলিশ না পৌঁছনোয় তিনি থানায় চলে যান। কর্তব্যরত অফিসারকে ঘটনার কথা জানানোর পরে পুলিশ গিয়ে অচেতন ব্যক্তিকে কালনা হাসপাতালে পাঠানো হয়। তাঁর কাছ থেকে মেলা মোবাইল ফোনে নম্বর দেখে বাড়িতে খবর দেওয়া হয়। পুলিশ জানায়, জখমের নাম রাজু পাল। কালনা শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজুবাবু একটি চালকলের মালিক। তাঁর দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, ওই ব্যবসায়ী জানিয়েছেন, তিন জন তাঁকে মারধর করেছে। তদন্তের স্বার্থে এ ব্যাপারে পুলিশ আর কিছু জানাতে চায়নি।

কলেজে বিক্ষোভ
এই মাঠ সংস্কারের দাবিতে ক্ষোভ।
খেলার মাঠ সংস্কার ও কলেজ প্রাঙ্গণে বাগান তৈরির দাবিতে সোমবার মন্তেশ্বর গৌড়মোহন কলেজে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। তাঁদের দাবি, একশো দিনের প্রকল্পে মাঠ সংস্কারের জন্য টাকা পেয়েছেন কলেজ কর্তৃপক্ষ। কাজ শুরু হলেও তা আর শেষ হয়নি। পাশাপাশি, কলেজ কর্তৃপক্ষ কয়েক মাস আগে সিদ্ধান্ত নেন, প্রাঙ্গণে নানা ফুলগাছ লাগানো হবে। তা-ও এখনও হয়নি। অধ্যক্ষ গোলাম মইনুদ্দিন মিদ্দা অবশ্য বলেন, “বাগান তৈরির জন্য এনএসএস-কে ইতিমধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে। মাটি পাওয়ার ব্যাপারে সমস্যার জন্য মাঠ সংস্কার আটকে রয়েছে। তবে শীঘ্রই শেষ করা হবে।”

ট্রাক্টর উল্টে মৃত্যু কাটোয়ায়
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। তাঁর নাম স্বরাজ ঘোষ (৩৯)। বাড়ি কাটোয়ার ভালশুনি গ্রামে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের জেলা কমিটির (গ্রামীণ) অন্যতম সহ-সভাপতি কাঞ্চন মুখোপাধ্যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার কাটোয়া বাসস্ট্যান্ডে তৃণমূলের প্রতিবাদ সভা ছিল। ওই গ্রাম থেকে ট্রলিতে চেপে তৃণমূলের কর্মী-সমর্থকেরা সভায় যোগ দিতে আসছিলেন। বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কের গাঙ্গুলিডাঙার কাছে ট্রলি সমেত ট্রাক্টরটি উল্টে যায়। জখম হন ২০ জন তৃণমূল কর্মী। তাঁদের কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বরাজবাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে কলকাতা এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার গভীর রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর।

সিপিএমের ক্ষোভ
মহিলাদের নিরাপত্তা দেওয়া, বিদ্যুতের মাসুল কমানো ও কৃষকদের ফসলের ন্যায্য দাম দেওয়ার দাবিতে কাটোয়ার মহকুমাশাসকের দফতরের কাছে বিক্ষোভ কর্মসূচি পালন করল সিপিএম। মহকুমার বিভিন্ন জায়গা থেকে ওই কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন সিপিএমের কর্মী-সমর্থকেরা। মহকুমাশাসকের কাছে দেড় লক্ষ গণস্বাক্ষর সংবলিত ১৪ দফা দাবির একটি স্মারকলিপি জমা দেওয়া হয় তাঁদের তরফে। এ দিন ওই সভায় বক্তৃতা করেন সিপিএমের রাজ্য কমিটির নেতা অচিন্ত্য মল্লিক, জেলা নেতা অঞ্জন চট্টোপাধ্যায়, তপন কোনার-সহ প্রমুখ।

দুর্ঘটনায় মৃত শিক্ষক
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক শিক্ষকের। সোমবার কাটোয়ার এসটিকেকে রোডের ধারে নতুনগ্রামের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম মহম্মদ আব্বাস মল্লিক (২৮)। বাড়ি মঙ্গলকোটের আওগ্রামে। তিনি কাটোয়ার করজাগ্রাম যাচ্ছিলেন। নতুনগ্রামের কাছে নীল রঙের একটি ট্রাক্টর পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ ট্রাক্টরটিকে আটক করেছে। চালক পলাতক।

স্কুলে জয়ী তৃণমূল
স্কুল পরিচালন সমিতির ভোটে জিতলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। গলসির কিশোরকোনা নবগ্রামী আদর্শ বিদ্যালয়ের ভোটে সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। অন্য কেউ প্রার্থী না দেওয়ায় তাঁদের প্রার্থীরা ৬টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতেন বলে জানান গলসি-২ ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি নবকুমার হাজরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.