টুকরো খবর
‘দুর্নীতি’, আন্দোলনে গ্রামবাসীরা
বালি পাথরের রাস্তা নির্মাণে দুর্নীতির তদন্তের দাবিতে লাগাতার আন্দোলনে নামার হুমকি দিয়েছেন ডুয়ার্সের মজিদখানা গ্রামের বাসিন্দারা। এই দাবিতে গ্রামবাসীরা শুক্রবার দুপুর ১২ থেকে টানা চার ঘণ্টা যশোডাঙ্গা বাজারে প্রতিবাদ সভা করেন। এর আগে তাঁরা গ্রামের ৩ কিলোমিটার বালি পাথরের রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে বিডিও, জলপাইগুড়ির জেলাশাসক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ জানান। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা নির্মাণের কাজে দুর্নীতির অভিযোগ জানানোর পরেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। তাই বিডিও অফিসে অবস্থান বিক্ষোভের করা হয়। বিডিও সৌমেন মাইতি জানিয়েছেন, ওই রাস্তার কাজ এখনও শেষ হয়নি। অনিয়মের অভিযোগ সঠিক নয়। ওই কাজের ঠিকাদার কে শীঘ্রই নিয়ম মেনে পুরো কাজ গ্রামবাসীদের বুঝিয়ে দেবার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিডিও জানান। এলাকার তৃণমুল নেতা পুলিন রায়ের অভিযোগ, মজিদখানা গ্রামে তিন কিমি বালি পাথরের রাস্তা নির্মানে ব্যপক দুর্নীতি করা হয়েছে। প্রায় ২২ লক্ষ টাকা বরাদ্দ করা হলেও পুরো কাজ না করে অনেক টাকা আত্মসাৎ হয়েছে বলে তাঁর সন্দেহ। গ্রাম পঞ্চায়েত প্রধান শিউলি রায় জানিয়েছেন, “এখনও ওই কাজ শেষ হয়নি। তাই দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন।”

৪ দোকান বন্ধ বনধে, ‘শাস্তি’
ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে ডাকা বন্ধের দিন দোকান বন্ধ রেখেছিলেন চার ব্যবসায়ী। সেই ‘অপরাধে’ দোকানগুলিতে দলীয় পতাকা টাঙিয়ে তালা ঝুলিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে একদল তৃণমূল সমর্থকের বিরুদ্ধে। বৃহস্পতিবার অসম সীমান্তে বারবিশা লাগোয়া নাজিরান-দেউতিখাতা গ্রামের সঙ্কোশ বাজারে ঘটনাটি ঘটেছে। যে চার জনের দোকান বন্ধ রয়েছে, তাঁদের মধ্যে ব্যবসায়ী সমিতির সম্পাদক রয়েছেন। তিন দিন ধরে দোকান বন্ধ থাকায় রবিবার তৃণমূলের ব্লক নেতাদের দ্বারস্থ ব্যবসায়ীরা। তুফানগঞ্জ ২ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা ধনেশ্বর বর্মন বলেন, “ঘটনাটি জানা ছিল না। দল এই ধরনের কাজ সমর্থন করে না। ওই দলীয় কর্মীদের দ্রুত তালা খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

রাস্তা নির্মাণে দুর্নীতি, আন্দোলনে গ্রামবাসীরা
বালি পাথরের রাস্তা নির্মাণে দুর্নীতির তদন্তের দাবিতে লাগাতার আন্দোলনে নামার হুমকি দিয়েছেন ডুয়ার্সের মজিদখানা গ্রামের বাসিন্দারা। এই দাবিতে গ্রামবাসীরা শুক্রবার দুপুর ১২ থেকে টানা চার ঘণ্টা যশোডাঙ্গা বাজারে প্রতিবাদ সভা করেন। এর আগে তাঁরা গ্রামের ৩ কিলোমিটার বালি পাথরের রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে বিডিও, জলপাইগুড়ির জেলাশাসক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ জানান। গ্রামবাসীদের অভিযোগ, দুর্নীতির অভিযোগ জানানোর পর প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। তাই বিডিও অফিসে অবস্থান বিক্ষোভের করা হয়। বিডিও সৌমেন মাইতি জানিয়েছেন, ওই রাস্তার কাজ এখনও শেষ হয়নি। অনিয়মের অভিযোগ সঠিক নয়। ওই কাজের ঠিকাদার কে শীঘ্রই নিয়ম মেনে পুরো কাজ গ্রামবাসীদের বুঝিয়ে দেবার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিডিও জানান। এলাকার তৃণমুল নেতা পুলিন রায়ের অভিযোগ, মজিদখানা গ্রামে তিন কিমি বালি পাথরের রাস্তা নির্মানে ব্যপক দুর্নীতি করা হয়েছে। প্রায় ২২ লক্ষ টাকা বরাদ্দ করা হলেও পুরো কাজ না করে অনেক টাকা আত্মসাৎ হয়েছে বলে তাঁর সন্দেহ। গ্রাম পঞ্চায়েত প্রধান শিউলি রায় জানিয়েছেন, “এখনও ওই কাজ শেষ হয়নি। তাই দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন।”

জুয়ার আসরে ধৃত ৬
জুয়ার আসর থেকে ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার ফকদইবাড়িতে। ১৮ হাজার টাকা আটক করেছে পুলিশ। একটি বাড়িতে দীর্ঘদিন জুয়ার আসর বসছে বলে অভিযোগ ওঠে। হানা দিয়ে অভিযুক্তদের হাতেনাতে ধরে পুলিশ। কয়েকজনের বাড়ি শিলিগুড়ির হায়দরপাড়া, নেতাজিনগরে।

জয়ী বামেরা
কংগ্রেস-তৃণমূল জোট প্রার্থীদের হারিয়ে স্কুল পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হলেন বাম সমর্থিত প্রার্থীরা। রবিবার মাটিগাড়া গার্লস হাইস্কুলে পরিচালন সমিতির নির্বাচন হয়। স্কুল সূত্রের খবর, ছ’টি আসনের সবকটিতেই জয়ী হয়েছেন বাম প্রার্থীরা। সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য তথা প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, “রাজ্যে পরিবর্তনের পর কী হচ্ছে তা দেখে মানুষ হতাশ হয়ে পড়েছে। তার ফল পাওয়া স্কুল পরিচালন সমিতির নির্বাচনে।”

সম্মেলন
পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর ফাঁসিদেওয়া ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল। রবিবার ফাঁসিদেওয়া ব্লক পঞ্চায়েত সমিতি ভবনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। ছিলেন সংগঠনের দার্জিলিং জেলার সাধারণ সম্পাদক অমল আচার্য। এ ছাড়াও ৩২৭ জন প্রতিনিধি ছিলেন।

ভাড়া বাড়ানোর দাবি
রেল কর্মীদের কেন্দ্রীয় কমিটির বৈঠকে ভাড়া বৃদ্ধির দাবি তুললেন নেতারা। রবিবার আলিপুরদুয়ার জংশনে অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের তিন দিনের কেন্দ্রীয় কমিটির সভা শুরু হয়। পাশাপাশি রেল দফতরকে চাঙ্গা করতে কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের দাবি ওঠে।

গ্রেফতার
ছিনতাইয়ের সামগ্রী কেনার অভিযোগে এক অলঙ্কার ব্যবসায়ী আটক করেছে শিলিগুড়ি থানা ও এনজেপি ফাঁড়ির পুলিশ। রবিবার দুপুরে পুলিশ আশ্রমপাড়ার ওই ব্যবসায়ীকে আটক করে। এদিন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.