খুনের অভিযোগে ধৃত
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
শ্বাসরোধ করে খুন করে এক ব্যক্তির দেহ বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, মানবাজার থানার কেলারডি গ্রামের ভীম রজক (৪০) গত এক মাস আগে গ্রামেরই মনসারাম কোড়ার সঙ্গে বেড়িয়ে নিশোঁজ হন। মনসারামকে শনিবার বাসিন্দারা আটক করে। পুলিশের দাবি, জেরায় মনসারাম তাদের কাছে জানিয়েছেন, স্থানীয় চুনকাডি গ্রামে মুরগি নিয়ে ভাগাভাগি করায় বচসার জেরে ভীমকে খুন করা হয়। ওই ঘটনায় যুক্ত অভিযোগে চুনকাডি গ্রামের শ্যামাপদ হেমব্রমকে গ্রেফতার করা হয়। ভীমকে খুন করে তারা কংসাবতী নদীতে ভাসিয়ে দেয় বলে পুলিশের দাবি। রবিবার ধৃতদের পুরুলিয়া আদালত ৩ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
|
শহিদ দিবস পালন
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নিহত কর্মীদের স্মরণে শনিবার পুরুলিয়া শহরে পৃথক ভাবে শহিদ দিবস পালন করল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও দলের প্রাক্তন রাজ্য সভাপতি অজিত মাহাতোর ঝাড়খণ্ড বিকাশ মোর্চা। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সমাবেশে ছিলেন ঝাড়খণ্ডের উপ-মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুধীর মাহাতো, শিবু সোরেন। অজিতবাবু জানান, ১৯৯৪ সালের এই দিনে বৃহত্তর ঝাড়খণ্ড রাজ্য গঠনের দাবিতে মিছিল হয়। পুরুলিয়া শহরের কংসাবতী নদীর তীরে মহেশ্বর হাঁসদা, নবকিশোর হাঁসদা, ধর্মদাস মাহাতো ও কমলাকান্ত মাহাতো পুলিশের গুলিতে নিহত হন। তাঁদের স্মরণে শহিদ দিবস পালন করা হচ্ছে।
|
মানবাজারের চিরুভিটা গ্রামের বাসিন্দা সর্বেশ্বর মুর্মু (৭০) নামে এক বৃদ্ধের অপমৃত্যু হয়েছে। শনিবার মানবাজার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পুলিশের অনুমান, কীটনাশক খেয়ে তাঁর মৃত্যু হয়েছে। |