স্বামীর হাতে খুন হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা মগরাহাটের বিহারি গ্রামে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম মহারানি নস্কর (৩৮)। নিহতের দাদা শ্রীকুমার নস্করের অভিযোগের ভিত্তিতে পুলিশ মহারানিদেবীর স্বামী জয়দেব নস্করকে গ্রেফতার করেছে। রবিবার ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২২ বছর আগে জয়নগরের বহড়ু গ্রামের মহারানি দেবীর সঙ্গে পেশায় রংমিস্ত্রি মগরাহাটের বিহারি গ্রামের বাসিন্দা জয়দেব নস্করের বিয়ে হয়। তাঁদের ১৮ বছরের একটি ছেলেও আছে। শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে অশান্তি বাধে। সেই সময় জয়দেব ঘরে থাকা একটি শাবল দিয়ে মহারানি দেবীর মাথায় সজোরে আঘাত করেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহারানি দেবীর। হইচই শুনে এসে ঘটনাটি দেখে প্রতিবেশীরাই পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে পাঠায়।
|
আগ্নেয়াস্ত্র-সহ ভিন রাজ্যের দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। স্থানীয় আরজি পার্টির সহায়তায় উত্তর ২৪ পরগনার গোপালনগরের ব্যারাকপুর এলাকা থেকে শনিবার রাতে তাদের ধরে পুলিশ। ধৃতদের নাম রিয়াজুল শেখ এবং ওয়াসিম আক্রম শেখ। পুলিশ জানিয়েছে ধৃতদের বাড়ি ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানার পিয়ারপুর গ্রামে। দু’জনের কাছ থেকে দুই রাউন্ড গুলি-সহ দেশি বন্দুক, লোহার রড, স্ক্রু-ডাইভার উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে দু’জনকে সন্দেহজনক ভাবে এলাকা ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় আরজি পার্টির সদস্যদের। তাঁরা দু’জনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশের দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে, তারা মূলত সোনার দোকানে ডাকাতি করার উদ্দেশ্যে এসেছিল।
|
রবিবার সকালে গোপালনগর থানার পুলিশ বর্ধমানের কাকঁসা থেকে চুরি হয়ে যাওয়া দশ চাকার একটি ট্রাক উদ্ধার করেছে। কিছুদিন আগে গোপালনগরের পোলতা এলাকায় বনগাঁ-চাকদহ সড়কে ট্রাকটি চুরি হয়েছিল। |